ETV Bharat / state

Brown Sugar Raw Meterial: উদ্ধার ব্রাউন সুগার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল, গ্রেফতার 4 - Brown Sugar Raw Meterial Seized

চার বস্তা ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার করল এসটিএফ (Brown Sugar) ৷ ঘটনায় গ্রেফতার 4 ৷

ETV Bharat
উদ্ধার হওয়া ব্রাউন সুগার
author img

By

Published : Jan 18, 2023, 6:59 PM IST

দুর্গাপুরে ব্রাউন সুগার উদ্ধারের ভিডিয়ো

দুর্গাপুর, 18 জানুয়ারি: পাচার হওয়ার আগে বাজেয়াপ্ত হল নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল (Brown Sugar Raw Meterial Seized)। দুই রিসিভার-সহ এসটিএফের হাতে গ্রেফতার 4 জন । দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপায় 19 নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে রাজ্য এসটিএফের হাতে ধরা পড়ে ব্রাউন সুগার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল (Durgapur News)। আগাম খবর পেয়ে বুধবার সকালে টোলপ্লাজার সামনে সন্দেহভাজন একটি ট্রাক আটক করে এসটিএফের আধিকারিকরা ।

ধৃতদের মধ্যে দু'জন নদিয়া জেলার পলাশীর বাসিন্দা । বাকি দু'জন ট্রাক চালক ও খালাসি । সূত্র মারফত জানা গিয়েছে, পলাশীর দুই যুবক মূলত রিসিভার ৷ বাঁশকোপা থেকে কাঁচামাল নিয়ে তাঁদের নদিয়ার পলাশী যাওয়ার উদ্দেশ্য ছিল । কাঁচামাল হাতবদলের সময়ে রাজ্য এসটিএফ আধিকারিকদের হাতে ধরা পড়ে তারা । জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসছিল এই কাঁচামাল । দুই ব্যারেল কেমিক্যাল-সহ চার বস্তা কাঁচামালের এই বাজারমূল্য প্রায় 50 কোটি টাকারও বেশি বলে জানিয়েছে এসটিএফ সূত্রে । ব্রাউন সুগার তৈরির কাঁচামাল পাচার চক্রে আরও অনেকেই জড়িয়ে আছে বলে অনুমান এসটিএফ কর্তাদের ।

তাই তদন্তের স্বার্থে এদিন ধৃতদের ছবি তুলতে মানা করেন হিস্ট্রি অফ কর্তারা । উত্তরপ্রদেশের কোথা থেকে আসছিল ব্রাউন সুগার তৈরির এই বিপুল পরিমাণ কাঁচামাল ? কারা এর কিং পিন ? এই রাজ্যের কোথায় কোথায় এই চক্রের পান্ডারা ছড়িয়ে রয়েছে ? সমস্ত কিছুই তদন্তে বের করতে চান হিস্ট্রি অফ কর্তারা । এই রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে ব্রাউন সুগারের চোরাকারবার । শিশু-কিশোর থেকে যুবকরা ব্রাউন সুগারের নেশার কবলে পড়ে আজ দিশেহারা । আপাতত ধৃতদের জেরা করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফ কর্তারা । এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন : পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক 2

দুর্গাপুরে ব্রাউন সুগার উদ্ধারের ভিডিয়ো

দুর্গাপুর, 18 জানুয়ারি: পাচার হওয়ার আগে বাজেয়াপ্ত হল নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল (Brown Sugar Raw Meterial Seized)। দুই রিসিভার-সহ এসটিএফের হাতে গ্রেফতার 4 জন । দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপায় 19 নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে রাজ্য এসটিএফের হাতে ধরা পড়ে ব্রাউন সুগার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল (Durgapur News)। আগাম খবর পেয়ে বুধবার সকালে টোলপ্লাজার সামনে সন্দেহভাজন একটি ট্রাক আটক করে এসটিএফের আধিকারিকরা ।

ধৃতদের মধ্যে দু'জন নদিয়া জেলার পলাশীর বাসিন্দা । বাকি দু'জন ট্রাক চালক ও খালাসি । সূত্র মারফত জানা গিয়েছে, পলাশীর দুই যুবক মূলত রিসিভার ৷ বাঁশকোপা থেকে কাঁচামাল নিয়ে তাঁদের নদিয়ার পলাশী যাওয়ার উদ্দেশ্য ছিল । কাঁচামাল হাতবদলের সময়ে রাজ্য এসটিএফ আধিকারিকদের হাতে ধরা পড়ে তারা । জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসছিল এই কাঁচামাল । দুই ব্যারেল কেমিক্যাল-সহ চার বস্তা কাঁচামালের এই বাজারমূল্য প্রায় 50 কোটি টাকারও বেশি বলে জানিয়েছে এসটিএফ সূত্রে । ব্রাউন সুগার তৈরির কাঁচামাল পাচার চক্রে আরও অনেকেই জড়িয়ে আছে বলে অনুমান এসটিএফ কর্তাদের ।

তাই তদন্তের স্বার্থে এদিন ধৃতদের ছবি তুলতে মানা করেন হিস্ট্রি অফ কর্তারা । উত্তরপ্রদেশের কোথা থেকে আসছিল ব্রাউন সুগার তৈরির এই বিপুল পরিমাণ কাঁচামাল ? কারা এর কিং পিন ? এই রাজ্যের কোথায় কোথায় এই চক্রের পান্ডারা ছড়িয়ে রয়েছে ? সমস্ত কিছুই তদন্তে বের করতে চান হিস্ট্রি অফ কর্তারা । এই রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে ব্রাউন সুগারের চোরাকারবার । শিশু-কিশোর থেকে যুবকরা ব্রাউন সুগারের নেশার কবলে পড়ে আজ দিশেহারা । আপাতত ধৃতদের জেরা করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফ কর্তারা । এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন : পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক 2

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.