দুর্গাপুর, ৩ এপ্রিল : আদালতের নির্দেশে এখনও বাঁকুড়া জেলায় প্রবেশ নিষেধ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সৌমিত্র খাঁর। তিনি ৩১ মার্চ দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় আসেন। এরপর ১ এপ্রিল সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যা নিয়ে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের অভিযোগ, "সরকারি অতিথিশালায় বসে একজন BJP প্রার্থী কিভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন? নির্বাচনের সময় কি তিনি তা পারেন?" সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেবিষয়ে দুর্গাপুর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অনির্বাণ কোলেকে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমরা অভিযোগ পেয়েছি। পুলিশকে বলেছি এবিষয়ে তদন্ত করে আমাদের জানাতে। যদি সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।"
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, BJP এরাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ তুলছে। অথচ ওরা নিজেরাই যে গণতন্ত্রকে মানে না, এই ঘটনা তারই প্রমাণ। তৃণমূল শিবিরের আবেদন, সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।