ETV Bharat / state

PM Awas Yojana Scam: আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সালানপুর বিডিও অফিস ঘেরাও অগ্নিমিত্রার - আবাস যোজনা দুর্নীতি ইস্যুতে অগ্নিমিত্রা পল

আবাসের ঘর নিয়ে দুর্নীতিতে এবার আসরে নামলেন খোদ বিধায়ক ৷ দুর্নীতির অভিযোগ তুলে সালানপুরে কর্মী-সমর্থকদের নিয়ে বিডিও অফিস ঘেরাও করলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল(Agnimitra on Awas Yojana Corruption)৷

Etv Bharat
সালানপুর বিডিও অফিস ঘেরাওয়ের মুহূর্তে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল
author img

By

Published : Jan 4, 2023, 5:11 PM IST

Updated : Jan 4, 2023, 5:38 PM IST

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সালানপুর বিডিও অফিস ঘেরাও করলেন অগ্নিমিত্রা পল, দেখুন ভিডিয়ো

সালানপুর, 4 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য(Awas Yojana Corruption)৷ সেই অভিযোগে বুধবার সালানপুর বিডিও অফিস ঘেরাও করে স্মারকলিপি জমা দিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল(Salanpur BDO Office Gherao by Agnimitra Paul on Awas Yojana Corruption Issue)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘোড়ুই থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলার নেতা অভিজিৎ রায় ও অন্যান্যরা ৷

এদিন সালানপুরে রূপনারায়ণপুর ডাবর মোড় থেকে মিছিল করে সালানপুর বিডিও অফিসে (Salanpur BDO Office) পৌঁছন অগ্নিমিত্রা পল-সহ রাজ্য ও জেলার নেতারা । বিজেপির মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মত । প্রচুর মহিলাকে এই মিছিল ও কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। সালানপুর বিডিও অফিসের সামনে পৌঁছতেই অগ্নিমিত্রা পল-সহ বিজেপির কর্মী-সমর্থকরা প্রত্যেকেই বসে পড়েন ৷ সেখানে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান তাঁরা । শেষে বিধায়ক ও কয়েকজন দলীয় প্রতিনিধি বিডিওর সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ জানান । এই বিষয়ে সালানপুরের বিডিও অদিতি বসু বলেন, "ওনারা এসে আবাস যোজনা-সহ বেশ কিছু বিষয়ে অভিযোগ জানিয়েছেন । আমরা সেগুলি খতিয়ে দেখছি ।"

আরও পড়ুন : রাস্তার দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও এলাকাবাসীর

বিধায়ক অগ্নিমিত্রা পলের কথায়, "তৃণমূল ছাড়া অন্য কোনও দলের মানুষ আবাস যোজনার বাড়ি পাননি ৷ এছাড়াও বিভিন্ন ভাতা থেকেও অন্যরা বঞ্চিত । এলাকায় বালি, পাথর নিয়ে দুর্নীতি চলছে । অথচ বিডিওকে কিছু বলতে গেলেই তিনি মুখ্যমন্ত্রীর মত বলছেন উনি কিছু জানেন না । আমরা অভিযোগ তুলে দিয়েছি । কয়েকদিন পর ফের খবর নেব । যদি সমস্যার সমাধান না-হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।"

তবে বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করে স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিং বলেন, "বিজেপি দলটি মিথ্যাচারে ভরা । মানুষজনকে বিভ্রান্ত করে ভুয়ো আবাস যোজনার ফর্ম দিয়ে ভিড় বাড়িয়েছিল ওরাই । মানুষ আমাদের সঙ্গেই ছিল, আছে এবং থাকবে ।"

আরও পড়ুন : আবাস যোজনায় নাম নেই পাঁচটি পঞ্চায়েতের বাসিন্দাদের, আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সালানপুর বিডিও অফিস ঘেরাও করলেন অগ্নিমিত্রা পল, দেখুন ভিডিয়ো

সালানপুর, 4 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য(Awas Yojana Corruption)৷ সেই অভিযোগে বুধবার সালানপুর বিডিও অফিস ঘেরাও করে স্মারকলিপি জমা দিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল(Salanpur BDO Office Gherao by Agnimitra Paul on Awas Yojana Corruption Issue)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘোড়ুই থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলার নেতা অভিজিৎ রায় ও অন্যান্যরা ৷

এদিন সালানপুরে রূপনারায়ণপুর ডাবর মোড় থেকে মিছিল করে সালানপুর বিডিও অফিসে (Salanpur BDO Office) পৌঁছন অগ্নিমিত্রা পল-সহ রাজ্য ও জেলার নেতারা । বিজেপির মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মত । প্রচুর মহিলাকে এই মিছিল ও কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। সালানপুর বিডিও অফিসের সামনে পৌঁছতেই অগ্নিমিত্রা পল-সহ বিজেপির কর্মী-সমর্থকরা প্রত্যেকেই বসে পড়েন ৷ সেখানে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান তাঁরা । শেষে বিধায়ক ও কয়েকজন দলীয় প্রতিনিধি বিডিওর সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ জানান । এই বিষয়ে সালানপুরের বিডিও অদিতি বসু বলেন, "ওনারা এসে আবাস যোজনা-সহ বেশ কিছু বিষয়ে অভিযোগ জানিয়েছেন । আমরা সেগুলি খতিয়ে দেখছি ।"

আরও পড়ুন : রাস্তার দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও এলাকাবাসীর

বিধায়ক অগ্নিমিত্রা পলের কথায়, "তৃণমূল ছাড়া অন্য কোনও দলের মানুষ আবাস যোজনার বাড়ি পাননি ৷ এছাড়াও বিভিন্ন ভাতা থেকেও অন্যরা বঞ্চিত । এলাকায় বালি, পাথর নিয়ে দুর্নীতি চলছে । অথচ বিডিওকে কিছু বলতে গেলেই তিনি মুখ্যমন্ত্রীর মত বলছেন উনি কিছু জানেন না । আমরা অভিযোগ তুলে দিয়েছি । কয়েকদিন পর ফের খবর নেব । যদি সমস্যার সমাধান না-হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।"

তবে বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করে স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিং বলেন, "বিজেপি দলটি মিথ্যাচারে ভরা । মানুষজনকে বিভ্রান্ত করে ভুয়ো আবাস যোজনার ফর্ম দিয়ে ভিড় বাড়িয়েছিল ওরাই । মানুষ আমাদের সঙ্গেই ছিল, আছে এবং থাকবে ।"

আরও পড়ুন : আবাস যোজনায় নাম নেই পাঁচটি পঞ্চায়েতের বাসিন্দাদের, আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

Last Updated : Jan 4, 2023, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.