ETV Bharat / state

বিশেষভাবে সক্ষম হলেও রাজ্য দশম বর্ধমানের সাগর - sagar chandra

উচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকার করল সাগর চন্দ । পাশাপাশি সে বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছে । বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ় হাইস্কুলের ছাত্র সাগর । তার প্রাপ্য নম্বর 486 ।

সাগর
author img

By

Published : May 27, 2019, 11:37 PM IST

বর্ধমান, 27 মে : জন্ম থেকেই একটি পা প্রায় 6 ইঞ্চি ছোটো । তার জন্য লোকের কাছে কটূ কথা কম শুনতে হয়নি । তা সত্ত্বেও এই প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকার করল সাগর চন্দ । পাশাপাশি সে বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছে । বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ় হাইস্কুলের ছাত্র সাগর । তার প্রাপ্য নম্বর 486 ।


রায়নার গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর । পড়াশোনার জন্য বাবা-মায়ের সঙ্গে বর্ধমান শহরের শাঁখারিপুকুরের ঘরভাড়া নিয়ে থাকে সে । জন্মগতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও আর পাঁচটা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে লড়াই করেই বড়ো হয়েছে সাগর । সরকারি আইন অনুযায়ী প্রতিবন্ধী কোটায় সর্বপ্রথম অগ্রাধিকার তার । কিন্তু, এবিষয়ে সরকারের কাছ থেকে কোনও সাহায্য চাই না বলে জানিয়েছে সাগর । আর পাঁচটা সাধারণ ছাত্রছাত্রীর মতো লড়াই করেই পড়াশোনা করতে চায় সে ।

আজ কাঁকসার মলানদিঘিতে IIT-র পরীক্ষা দিতে গেছিল সাগর । তাই পরে পরিবারের কাছ থেকে পরীক্ষার ফলাফল জানতে পারে সে । আগামী দিনে বায়োকেমিস্ট্রি নিয়ে গবেষণার ইচ্ছা তার । মা জয়শ্রী দেবী বলেন, "ক্লাস ইলেভেনে পড়ার সময়ে বেঙ্গালুরুতে KVPY পরীক্ষায় পাশ করেছে সে । সেখান থেকেই বায়োকেমিস্ট্রি নিয়ে গবেষণা করার ইচ্ছে তার।"

বর্ধমান, 27 মে : জন্ম থেকেই একটি পা প্রায় 6 ইঞ্চি ছোটো । তার জন্য লোকের কাছে কটূ কথা কম শুনতে হয়নি । তা সত্ত্বেও এই প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকার করল সাগর চন্দ । পাশাপাশি সে বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছে । বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ় হাইস্কুলের ছাত্র সাগর । তার প্রাপ্য নম্বর 486 ।


রায়নার গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর । পড়াশোনার জন্য বাবা-মায়ের সঙ্গে বর্ধমান শহরের শাঁখারিপুকুরের ঘরভাড়া নিয়ে থাকে সে । জন্মগতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও আর পাঁচটা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে লড়াই করেই বড়ো হয়েছে সাগর । সরকারি আইন অনুযায়ী প্রতিবন্ধী কোটায় সর্বপ্রথম অগ্রাধিকার তার । কিন্তু, এবিষয়ে সরকারের কাছ থেকে কোনও সাহায্য চাই না বলে জানিয়েছে সাগর । আর পাঁচটা সাধারণ ছাত্রছাত্রীর মতো লড়াই করেই পড়াশোনা করতে চায় সে ।

আজ কাঁকসার মলানদিঘিতে IIT-র পরীক্ষা দিতে গেছিল সাগর । তাই পরে পরিবারের কাছ থেকে পরীক্ষার ফলাফল জানতে পারে সে । আগামী দিনে বায়োকেমিস্ট্রি নিয়ে গবেষণার ইচ্ছা তার । মা জয়শ্রী দেবী বলেন, "ক্লাস ইলেভেনে পড়ার সময়ে বেঙ্গালুরুতে KVPY পরীক্ষায় পাশ করেছে সে । সেখান থেকেই বায়োকেমিস্ট্রি নিয়ে গবেষণা করার ইচ্ছে তার।"

Intro:শারীরিক প্রতিবন্ধী হয়েও সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ে রাজ্যে দশম স্থানে সাগর

পুলক যশ


জন্ম থেকেই একটা পা প্রায় ছয় ইঞ্চি ছোট। বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী )দের মধ্যে রাজ্যে প্রথম স্থান অধিকার করলেন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের ছাত্র সাগর চন্দ।পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ৪৮৬ নাম্বার পেয়ে দশম স্থান অধিকার করে সে। জন্মগতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে৷ লড়াই করেই বড়ো হওয়া তার লক্ষ্য। সরকারি ও আইনি নিয়ম অনুযায়ী তার প্রতিবন্ধী কোটায় তার অধিকার থাকা সত্ত্বেও কোটা থেকে কোন সাহায্য সে নেবে না বলে পরিবারকে জানিয়েছে। রায়নার গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর৷ পড়াশোনার জন্য৷ বর্ধমান শহরের শাঁখারি পুকুর এলাকায় ঘরভাড়া নিয়ে বাবা মায়ের সঙ্গে থাকে। এদিন ফল প্রকাশের সময় তার আই আই টি পরীক্ষা থাকায় তাকে কাঁকসার মলানদিঘিতে পরীক্ষা দিতে যেতে হয়েছিল। পরে পরিবারের কাছ থেকে দশম হওয়ার খবর সে পায়।আগামী দিনে বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করার ইচ্ছে আছে তার।
তার মা জয়শ্রী দেবী বলেন, একাদশ শ্রেণিতে পড়ার সময়েই ব্যাঙ্গালুরুতে কেবিপিওয়াইয়ে পরীক্ষা দিয়ে সে সিলেক্ট হয়েছে।সেখানেই বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করার ইচ্ছে আছে তার।Body:শারীরিক প্রতিবন্ধী হলেও সাধারণ Conclusion:ছাত্রছাত্রীদের লড়াইয়ে রাজ্যে দশম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.