ETV Bharat / state

কাঁকসায় পথ দুর্ঘটনায় আহত ১০ পড়ুয়া, লরিতে আগুন - kanksha

কাঁকসার মলানদিঘি এলাকায় মুচিপাড়া শিবপুর রোডে একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে একটি পুলকার। পরে লরিটি গিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনায় টায়ার ব্লাস্ট করে লরিটিতে আগুন লেগে যায়। ঘটনায় পুলকারে থাকা ১০ জন পড়ুয়াসহ ১৩ জন আহত হয়।

এই লরিতেই ধাক্কা মারে পুলকারটি
author img

By

Published : Feb 27, 2019, 10:44 AM IST

কাঁকসা, ২৭ ফেব্রুয়ারি : কাঁকসার মলানদিঘি এলাকায় মুচিপাড়া শিবপুর রোডে একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে একটি পুলকার। পরে লরিটি গিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনায় টায়ার ব্লাস্ট করে লরিটিতে আগুন লেগে যায়। ঘটনায় পুলকারে থাকা ১০ জন পড়ুয়াসহ ১৩ জন আহত হয়। ঘটনার প্রতিবাদে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। নামানো হয় কমব্যাট ফোর্সও।

আজ সকালে কাঁকসার দোমরা রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীদের নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি পুলকার। অভিযোগ, মুচিপাড়া শিবপুর রোডে একটি লরি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি লরিটিতে ধাক্কা মারে। এরপর লরিটি গিয়ে একটি গাছে ধাক্কা মারে। টায়ার ব্লাস্ট করে লরিটিতে আগুন লেগে যায়। ঘটনায় লরির চালক, খালাসি, পুলকারচালক ও ১০ জন পড়ুয়া গুরুতর আহত হন। কাঁকসা ফাঁড়ির পুলিশ এসে আহতদের উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করে।

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনার জেরে সকাল থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করায় কমব্যাট ফোর্সকেও ঘটনাস্থানে নিয়ে আসা হয়। ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে যান চলাচল করার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ তুলে নিলেও হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের অভিভাবকরা।

কাঁকসা, ২৭ ফেব্রুয়ারি : কাঁকসার মলানদিঘি এলাকায় মুচিপাড়া শিবপুর রোডে একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে একটি পুলকার। পরে লরিটি গিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনায় টায়ার ব্লাস্ট করে লরিটিতে আগুন লেগে যায়। ঘটনায় পুলকারে থাকা ১০ জন পড়ুয়াসহ ১৩ জন আহত হয়। ঘটনার প্রতিবাদে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। নামানো হয় কমব্যাট ফোর্সও।

আজ সকালে কাঁকসার দোমরা রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীদের নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি পুলকার। অভিযোগ, মুচিপাড়া শিবপুর রোডে একটি লরি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি লরিটিতে ধাক্কা মারে। এরপর লরিটি গিয়ে একটি গাছে ধাক্কা মারে। টায়ার ব্লাস্ট করে লরিটিতে আগুন লেগে যায়। ঘটনায় লরির চালক, খালাসি, পুলকারচালক ও ১০ জন পড়ুয়া গুরুতর আহত হন। কাঁকসা ফাঁড়ির পুলিশ এসে আহতদের উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করে।

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনার জেরে সকাল থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করায় কমব্যাট ফোর্সকেও ঘটনাস্থানে নিয়ে আসা হয়। ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে যান চলাচল করার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ তুলে নিলেও হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের অভিভাবকরা।

Intro:কাঁকসার মলানদীঘি এলাকায় মুচিপাড়া শিবপুর রোডে পুলকারে লরির ধাক্কা। পরে লোরিটি গিয়ে গাছে ধাক্কা মারলে উত্তেজিত জনতা লোরিটিতে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে বুধবার সকালে কাঁকসার দোমরা রামকৃষ্ণ মিশনের ছাত্র ছাত্রীদের নিয়ে দুর্গাপুর মুখি একটি পুল কার আসছিলো সেই সময় দ্রুত গতিতে একটি লরি অন্য একটি লোরিকে অতিক্রম করতে গিয়ে পুলকার টি সামনে চলে আসায় পুল করে প্রথমে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা লোরিটিতে আগুন ধরিয়ে দেয়। পুল কারের ছয় জন ও চালক খালাসি মিলে মোট নয় যেন আহত হয়।দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা ফাঁড়ির পুলিশ এসে আহত দের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।দুর্ঘটনার জেরে সকাল থেকে বেশ কয়েকঘন্টা ওই রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে দমকলেরএকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে লোরিটিকে আটক করে যানচলাচল স্বাভাবিক করে কাঁকসা থানার পুলিশ।স্থানীয়দের অভিযোগ ওই রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে যানচলাচল করার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে চলেছে।Body:কাঁকসার মলানদীঘি এলাকায় মুচিপাড়া শিবপুর রোডে পুলকারে লরির ধাক্কা। পরে লোরিটি গিয়ে গাছে ধাক্কা মারলে উত্তেজিত জনতা লোরিটিতে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে বুধবার সকালে কাঁকসার দোমরা রামকৃষ্ণ মিশনের ছাত্র ছাত্রীদের নিয়ে দুর্গাপুর মুখি একটি পুল কার আসছিলো সেই সময় দ্রুত গতিতে একটি লরি অন্য একটি লোরিকে অতিক্রম করতে গিয়ে পুলকার টি সামনে চলে আসায় পুল করে প্রথমে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা লোরিটিতে আগুন ধরিয়ে দেয়। পুল কারের ছয় জন ও চালক খালাসি মিলে মোট নয় যেন আহত হয়।দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা ফাঁড়ির পুলিশ এসে আহত দের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।দুর্ঘটনার জেরে সকাল থেকে বেশ কয়েকঘন্টা ওই রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে দমকলেরএকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে লোরিটিকে আটক করে যানচলাচল স্বাভাবিক করে কাঁকসা থানার পুলিশ।স্থানীয়দের অভিযোগ ওই রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে যানচলাচল করার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে চলেছে।Conclusion:কাঁকসার মলানদীঘি এলাকায় মুচিপাড়া শিবপুর রোডে পুলকারে লরির ধাক্কা। পরে লোরিটি গিয়ে গাছে ধাক্কা মারলে উত্তেজিত জনতা লোরিটিতে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে বুধবার সকালে কাঁকসার দোমরা রামকৃষ্ণ মিশনের ছাত্র ছাত্রীদের নিয়ে দুর্গাপুর মুখি একটি পুল কার আসছিলো সেই সময় দ্রুত গতিতে একটি লরি অন্য একটি লোরিকে অতিক্রম করতে গিয়ে পুলকার টি সামনে চলে আসায় পুল করে প্রথমে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা লোরিটিতে আগুন ধরিয়ে দেয়। পুল কারের ছয় জন ও চালক খালাসি মিলে মোট নয় যেন আহত হয়।দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা ফাঁড়ির পুলিশ এসে আহত দের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।দুর্ঘটনার জেরে সকাল থেকে বেশ কয়েকঘন্টা ওই রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে দমকলেরএকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে লোরিটিকে আটক করে যানচলাচল স্বাভাবিক করে কাঁকসা থানার পুলিশ।স্থানীয়দের অভিযোগ ওই রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে যানচলাচল করার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে চলেছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.