ETV Bharat / state

Promoter Hackled Residents: আবাসনে প্রমোটারের তান্ডাব, তটস্থ আবাসিকরা

বছর পাঁচেক আগে বহুতল আবাসন তৈরি হয়ে গিয়েছিল (Asansole News)৷ সেখানে আবাসিকরাও থাকেন ৷ তবে হঠাৎই প্রামোটারের বিরুদ্ধে আবাসনে তান্ডাব চালানোর অভিযোগ ৷ কুলটি কলেক রোড এলাকার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য আসানসোলে ৷

author img

By

Published : Jan 27, 2023, 12:57 PM IST

Promoter Hackled Residents
আবাসনে প্রমোটারের তান্ডাব

কুলটি, 27 জানুয়ারি: 5 বছর আগে আবাসন তৈরি হয়ে গিয়েছিল (Promoter Accused to Hackled Residents in Asansole) ৷ ফ্ল্যাট কিনে আবাসিকরাও কিনে বসবাস শুরু করেছেন ৷ সেই আবাসনেই প্রমোটারের তাণ্ডবের অভিযোগ ৷ কুলটি কালেক রোড এলাকার ঘটনা ৷ সম্প্রতি সোশ্যাল মিডয়ায় ভাইরাল হয়েছে এইরকমই একটি ভিডিয়ো ৷ ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বেশ কিছু লোকজন মিলে একটি আবাসনের বাউন্ডারির লোহার নির্মাণ ও গেট গ্যাস কাটার দিয়ে খুলে নিয়ে যাচ্ছে ৷ আবাসিকরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হচ্ছে । ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য এলাকায় ৷

জানা গিয়েছে, 5 বছর আগে আবাসনটি তৈরি করেছিলেন স্থানীয় প্রমোটার ভরত সাউ ৷ তাঁর কাছ থেকেই আবাসিকার কিনেছিলেন আবাসনটি ৷ সবকিছু ঠিক চলছিল ৷ হঠাৎই বিপত্তি সৃষ্টি হয়েছে ৷ কুলটি কলেজ রোড এলাকার ওই বহুতল আবাসনের আবাসিকদের দাবি, আবাসনটি যিনি তৈরি করেছিলেন সেই প্রমোটার ভরত সাউ তাঁর দলবল নিয়ে এসে এই কান্ড ঘটিয়েছেন । ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রমোটার পলাতক ।
আবাসনের আবাসিকরা জানিয়েছেন, 5 বছর ধরে তাঁরা আবাসনে শান্তিপূর্ণ ভাবেই বসবাস করছিলেন ৷ বুধবার দুপুরে হঠাৎ করেই ভরত সাউ প্রায় এক থেকে দেড়শ’ লোকজনকে নিয়ে আসেন ওই আবাসনে । তাঁদের সঙ্গে ট্রাক্টর এবং গ্যাস কাটার ছিল । এসেই তাঁরা কাউকে কিছু না বলে বাউন্ডারি গেট কাটতে শুরু করে । পাশাপাশি সদর দরজাও কেটে ফেলা হয় । আবাসিকরা বাধা দিতে গেলে, তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ । প্রতিবাদে আবাসিকরা এরপর পথ অবরোধ শুরু করেন কুলটির জিটি রোড এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী ৷ পুলিশকে লিখিত অভিযোগ জানান আবাসিকরা । এই ঘটনার পর থেকেই আতঙ্কিত রয়েছেন আবাসিকরা । ইতিমধ্যেই পুলিশ দুই অভিযুক্তককে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন: এলাকায় প্রমোটার-রাজ, কৃষি জমির উপর বেআইনি নির্মাণ ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর

ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রমোটার ভরত সাউ পলাতক । তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ । প্রমোটারের খুলে নিয়ে যাওয়া বাউন্ডারি গেটগুলিকেও পুনরায় আবাসিকদের ফিরিয়ে দেওয়া হয়েছ ৷ যাতে তাঁরা সেগুলি লাগাতে পারেন ৷ এই ধরনের ঘটনা কেন ঘটল, তা জনতে তদন্ত করেছে পুলিশ ৷ যদিও আবাসিকদের দাবি বাউন্ডারি গেটগুলি উঠিয়ে সেখানে দোকান করার জন্যই প্রোমোটার ওই জমিটিকে দখল করতে চাইছিল ।

কুলটি, 27 জানুয়ারি: 5 বছর আগে আবাসন তৈরি হয়ে গিয়েছিল (Promoter Accused to Hackled Residents in Asansole) ৷ ফ্ল্যাট কিনে আবাসিকরাও কিনে বসবাস শুরু করেছেন ৷ সেই আবাসনেই প্রমোটারের তাণ্ডবের অভিযোগ ৷ কুলটি কালেক রোড এলাকার ঘটনা ৷ সম্প্রতি সোশ্যাল মিডয়ায় ভাইরাল হয়েছে এইরকমই একটি ভিডিয়ো ৷ ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বেশ কিছু লোকজন মিলে একটি আবাসনের বাউন্ডারির লোহার নির্মাণ ও গেট গ্যাস কাটার দিয়ে খুলে নিয়ে যাচ্ছে ৷ আবাসিকরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হচ্ছে । ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য এলাকায় ৷

জানা গিয়েছে, 5 বছর আগে আবাসনটি তৈরি করেছিলেন স্থানীয় প্রমোটার ভরত সাউ ৷ তাঁর কাছ থেকেই আবাসিকার কিনেছিলেন আবাসনটি ৷ সবকিছু ঠিক চলছিল ৷ হঠাৎই বিপত্তি সৃষ্টি হয়েছে ৷ কুলটি কলেজ রোড এলাকার ওই বহুতল আবাসনের আবাসিকদের দাবি, আবাসনটি যিনি তৈরি করেছিলেন সেই প্রমোটার ভরত সাউ তাঁর দলবল নিয়ে এসে এই কান্ড ঘটিয়েছেন । ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রমোটার পলাতক ।
আবাসনের আবাসিকরা জানিয়েছেন, 5 বছর ধরে তাঁরা আবাসনে শান্তিপূর্ণ ভাবেই বসবাস করছিলেন ৷ বুধবার দুপুরে হঠাৎ করেই ভরত সাউ প্রায় এক থেকে দেড়শ’ লোকজনকে নিয়ে আসেন ওই আবাসনে । তাঁদের সঙ্গে ট্রাক্টর এবং গ্যাস কাটার ছিল । এসেই তাঁরা কাউকে কিছু না বলে বাউন্ডারি গেট কাটতে শুরু করে । পাশাপাশি সদর দরজাও কেটে ফেলা হয় । আবাসিকরা বাধা দিতে গেলে, তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ । প্রতিবাদে আবাসিকরা এরপর পথ অবরোধ শুরু করেন কুলটির জিটি রোড এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী ৷ পুলিশকে লিখিত অভিযোগ জানান আবাসিকরা । এই ঘটনার পর থেকেই আতঙ্কিত রয়েছেন আবাসিকরা । ইতিমধ্যেই পুলিশ দুই অভিযুক্তককে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন: এলাকায় প্রমোটার-রাজ, কৃষি জমির উপর বেআইনি নির্মাণ ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর

ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রমোটার ভরত সাউ পলাতক । তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ । প্রমোটারের খুলে নিয়ে যাওয়া বাউন্ডারি গেটগুলিকেও পুনরায় আবাসিকদের ফিরিয়ে দেওয়া হয়েছ ৷ যাতে তাঁরা সেগুলি লাগাতে পারেন ৷ এই ধরনের ঘটনা কেন ঘটল, তা জনতে তদন্ত করেছে পুলিশ ৷ যদিও আবাসিকদের দাবি বাউন্ডারি গেটগুলি উঠিয়ে সেখানে দোকান করার জন্যই প্রোমোটার ওই জমিটিকে দখল করতে চাইছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.