ETV Bharat / state

পশ্চিম বর্ধমান থেকে ব্রিগেডে আসছে 40 হাজার লোক, দাবি BJP-র - west bardhaman

সকাল থেকেই হাজার হাজার BJP সমর্থক দুর্গাপুর স্টেশনে ভিড় জমিয়েছেন। বাসের জন্যও পড়েছে লম্বা লাইন। মোদির সভায় যোগ দিতে পশ্চিম বর্ধমান থেকে 40হাজার মানুষ ব্রিগেডে আসছে, দাবি BJP-নেতৃত্বের।

ব্রিগেডেমুখী BJP কর্মী-সমর্থকরা
author img

By

Published : Apr 3, 2019, 10:11 AM IST

Updated : Apr 3, 2019, 10:19 AM IST

দুর্গাপুর, 3 এপ্রিল : ব্রিগেডে আজ জনসভা করবেন নরেন্দ্র মোদি। গোটা রাজ্যের BJP কর্মী-সমর্থকরা আজ ব্রিগেডমুখী। বাদ যায়নি দুর্গাপুরও। আজ সকাল থেকেই হাজার হাজার BJP সমর্থক দুর্গাপুর স্টেশনে ভিড় জমিয়েছেন। গন্তব্য ব্রিগেড।

ভোর থেকেই দুর্গাপুর স্টেশনে BJP-র পতাকা হাতে মানুষের ভিড় দেখা যায়। পাশাপাশি, সিটিসেন্টার থেকে কলকাতামুখী বাসের জন্য পড়েছে লম্বা লাইন। BJP সূত্রে খবর, পশ্চিম বর্ধমান থেকে প্রায় 40 হাজার মানুষ আজ মোদির সভায় যোগ দেবেন।

দুর্গাপুর স্টেশনে BJP সমর্থকদের ভিড়

পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "কাল রাত থেকেই বহু মানুষ মোদিজির সভায় যোগ দিতে রওনা হয়েছেন। প্রায় 400 টি বাস আজ আমাদের জেলা থেকে কলকাতা যাচ্ছে। ট্রেনেও যাচ্ছে বহু মানুষ। আজ 10 লাখ মানুষের সমাগম হবে ব্রিগেডে।"

এই সংক্রান্ত খবর :আজ সভা মোদির, প্রস্তুত ব্রিগেড

দুর্গাপুর, 3 এপ্রিল : ব্রিগেডে আজ জনসভা করবেন নরেন্দ্র মোদি। গোটা রাজ্যের BJP কর্মী-সমর্থকরা আজ ব্রিগেডমুখী। বাদ যায়নি দুর্গাপুরও। আজ সকাল থেকেই হাজার হাজার BJP সমর্থক দুর্গাপুর স্টেশনে ভিড় জমিয়েছেন। গন্তব্য ব্রিগেড।

ভোর থেকেই দুর্গাপুর স্টেশনে BJP-র পতাকা হাতে মানুষের ভিড় দেখা যায়। পাশাপাশি, সিটিসেন্টার থেকে কলকাতামুখী বাসের জন্য পড়েছে লম্বা লাইন। BJP সূত্রে খবর, পশ্চিম বর্ধমান থেকে প্রায় 40 হাজার মানুষ আজ মোদির সভায় যোগ দেবেন।

দুর্গাপুর স্টেশনে BJP সমর্থকদের ভিড়

পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "কাল রাত থেকেই বহু মানুষ মোদিজির সভায় যোগ দিতে রওনা হয়েছেন। প্রায় 400 টি বাস আজ আমাদের জেলা থেকে কলকাতা যাচ্ছে। ট্রেনেও যাচ্ছে বহু মানুষ। আজ 10 লাখ মানুষের সমাগম হবে ব্রিগেডে।"

এই সংক্রান্ত খবর :আজ সভা মোদির, প্রস্তুত ব্রিগেড

Intro:লোকসভা নির্বাচনের আগে আজ নরেন্দ্র মোদীর এরাজ্যের শিলিগুড়ি ও ব্রিগেডে দুটি জনসভা আছে।আর ব্রিগেডের সেই জনসভায় পৌঁছাতে বুধবার সকাল থেকেই দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের ভীড় দেখা যায়।পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষন ঘোড়ুই বলেন "" কাল রাত থেকেই উতসাহী মানুষেরা মোদিজির সভায় যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।প্রায় ৪০০ টি বাস আমাদের জেলা থেকে আজ যাচ্ছে।সকাল থেকেই ট্রেনে যাচ্ছে বহু মানুষ।এই জেলা থেকে প্রায় ৪০ হাজার মানুষ যাচ্ছেন আজ ব্রিগেডে।১০ লক্ষ মানুষের সমাগম হবে ব্রিগেডে আজ।""এখনও পর্যন্ত বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষনা হয়নি।তবে তাতে যে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহে ভাটা পড়েনি তা কিন্তু আজ সকাল থেকেই ব্রিগেড মুখী বিজেপি কর্মী সমর্থকদের দেখেই বোঝা গেছে।দুর্গাপুর স্টেশনে সকাল থেকেই বিজেপি র পতাকা হাতে মানুষের ভীড়।২ নম্বর জাতীয় সড়কেও ব্রিগেডমুখী বাসের লম্বা লাইন যা কিন্তু প্রমান করল যে পশ্চিম বর্ধমান জেলা থেকেও এরাজ্যের শাসকদলকে লোকসভা নির্বাচনে এবার কড়া চ্যালেঞ্জ দেবে ভারতীয় জনতা পার্টি।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 3, 2019, 10:19 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.