ETV Bharat / state

বেনাচিতি বাজারে মানুষকে সচেতনে পথে পুলিশ কমিশনার

কোরোনা সতর্কতায় দুর্গাপুরের বেনাচিতি মানা হচ্ছে না কোনও সরকারি নিষেধাজ্ঞা । সকাল হলেই প্রতিদিনই ভিড় চোখে পড়ছে এলাকার দোকানে, বাজারে । মানুষকে সচেতন করতে আজ এলাকায় প্রচারে নামেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন । অখাদ্য সামগ্রীর দোকান প্রতিদিন দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে । তাই অযথা ভিড় না করে সামাজির দূরত্ব বজায় রেখে এলাকাবাসীকে বাজার করার পরামর্শ দেন তিনি ।

aa
পুলিশ কমিশনার
author img

By

Published : Apr 1, 2020, 11:21 PM IST

দুর্গাপুর ,1 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা দেশজুড়ে চলছে লকডাউন । তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে । তাই অযথা বেশি করে সামগ্রী কিনে রাখতে দোকানে-দোকানে ভিড় করার দরকার নেই । কিন্তু প্রতিদিনই ভিড় চোখে পড়ছে দুর্গাপুরের বেনাচিতি বাজারে । আজ মুখ্য়মন্ত্রীর বার্তা প্রচার করতে পথে নামলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন ।

সরকারের তরফে বারবার প্রচার করা হচ্ছে দোকান থেকে জিনিস কেনার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে । কিন্তু বারবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে সরকারি নিষেধাজ্ঞাকে না মানার চিত্র সামনে আসছে । সামাজিক দূরত্ব বজায় রাখা দূর তো রীতিমতো দোকানের সামনে ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারা । তাই আজ সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামেন পুলিশ কমিশনার । এলাকার বণিক সভা এবং ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি ।

দুর্গাপুর বেনাচিতি বাজারকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না পুলিশ প্রশাসন থেকে শুরু করে দুর্গাপুর নগর নিগমের আধিকারিরাও । সকাল হলেই শয়ে-শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন বাজারে । প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে আসছে দুর্গাপুরের এই বাজারে সামাজিক দূরত্বকে না মানার কথা । আজ বেনাচিতি বাজারে পরিদর্শনে আসেন পুলিশ কমিশনার সুকেশ জৈন । ভিরিঙ্গি মোড় থেকে শালবাগান পর্যন্ত দীর্ঘ বাজার কখনও পায়ে হেঁটে কখনওবা গাড়িতে পরিদর্শন করেন । শালবাগানে এসে তিনি ফল বাজার ,মাছ বাজার এবং অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলিতে আগামীকাল থেকে ভিড় এড়াতে হোয়াইট মার্কিং করে দেওয়ার কথা বলে যান পুলিশকে ।

পাশাপাশি কোরোনা মোকাবিলায় বণিকসভার প্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য আবেদন জানান সুকেশ জৈন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আগামীকাল থেকে তিনটি বিষয়ে জোর দেওয়া হবে । কোনওভাবেই খাদ্যসামগ্রীর সাপ্লাই বন্ধ করা যাবে না । বাজারে সামাজিক দূরত্ব সবাইকে মানতে হবে । পুলিশ নজরদারি চালাবে গোটা বাজারে।" এলাকার মানুষের কাছে তাঁর আবেদন, "দয়া করে আপনারা কেউ সকালেই ভিড় করতে বাজারে আসবেন না । বেলা 1টা পর্যন্ত বাজার খোলা থাকবে । সুতরাং সবাই আলাদা আলাদা সময়ে বাজারে এলে কোরোনার থেকে সবাইকে মুক্ত রাখা সম্ভব হবে ।"

দুর্গাপুর ,1 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা দেশজুড়ে চলছে লকডাউন । তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে । তাই অযথা বেশি করে সামগ্রী কিনে রাখতে দোকানে-দোকানে ভিড় করার দরকার নেই । কিন্তু প্রতিদিনই ভিড় চোখে পড়ছে দুর্গাপুরের বেনাচিতি বাজারে । আজ মুখ্য়মন্ত্রীর বার্তা প্রচার করতে পথে নামলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন ।

সরকারের তরফে বারবার প্রচার করা হচ্ছে দোকান থেকে জিনিস কেনার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে । কিন্তু বারবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে সরকারি নিষেধাজ্ঞাকে না মানার চিত্র সামনে আসছে । সামাজিক দূরত্ব বজায় রাখা দূর তো রীতিমতো দোকানের সামনে ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারা । তাই আজ সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামেন পুলিশ কমিশনার । এলাকার বণিক সভা এবং ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি ।

দুর্গাপুর বেনাচিতি বাজারকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না পুলিশ প্রশাসন থেকে শুরু করে দুর্গাপুর নগর নিগমের আধিকারিরাও । সকাল হলেই শয়ে-শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন বাজারে । প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে আসছে দুর্গাপুরের এই বাজারে সামাজিক দূরত্বকে না মানার কথা । আজ বেনাচিতি বাজারে পরিদর্শনে আসেন পুলিশ কমিশনার সুকেশ জৈন । ভিরিঙ্গি মোড় থেকে শালবাগান পর্যন্ত দীর্ঘ বাজার কখনও পায়ে হেঁটে কখনওবা গাড়িতে পরিদর্শন করেন । শালবাগানে এসে তিনি ফল বাজার ,মাছ বাজার এবং অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলিতে আগামীকাল থেকে ভিড় এড়াতে হোয়াইট মার্কিং করে দেওয়ার কথা বলে যান পুলিশকে ।

পাশাপাশি কোরোনা মোকাবিলায় বণিকসভার প্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য আবেদন জানান সুকেশ জৈন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আগামীকাল থেকে তিনটি বিষয়ে জোর দেওয়া হবে । কোনওভাবেই খাদ্যসামগ্রীর সাপ্লাই বন্ধ করা যাবে না । বাজারে সামাজিক দূরত্ব সবাইকে মানতে হবে । পুলিশ নজরদারি চালাবে গোটা বাজারে।" এলাকার মানুষের কাছে তাঁর আবেদন, "দয়া করে আপনারা কেউ সকালেই ভিড় করতে বাজারে আসবেন না । বেলা 1টা পর্যন্ত বাজার খোলা থাকবে । সুতরাং সবাই আলাদা আলাদা সময়ে বাজারে এলে কোরোনার থেকে সবাইকে মুক্ত রাখা সম্ভব হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.