দুর্গাপুর, 18 জুলাই : পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল দুর্গাপুরের গ্য়ামন ব্রীজ এলাকা । পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে মারধর করা হয় দু'জন সিভিক কর্মীকে । পালটা লাঠিচার্জ করে পুলিশ ।
দু'দিন আগে কোকোওভেন থানার গ্যামন ব্রিজ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সবিতা কর্মকার(26) নামে একজনের । আজ ফের ওই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্য়ক্তির । নাম জগাই সিং(45) । স্থানীয়রা জানায়, সাইকেল নিয়ে গ্যামন ব্রিজ দিয়ে যাচ্ছিলেন জগাই সিং । সেই সময় পিছনে থেকে একটি গাড়ি ধাক্কা মারে সাইকেলটিকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই ব্য়ক্তির ।
এই ঘটনার পরেই উত্তেজিত জনতা পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় । সিভিক কর্মীরা অবরোধ তুলতে গেলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা । এমনকী, দু'জন সিভিক কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই আসরে নামে কোকোওভেন থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে । কয়েকজনকে আটক করেছে পুলিশ ।