ETV Bharat / state

পথ দুর্ঘটনায় মৃত এক, সিভিক কর্মীকে মার স্থানীয়দের - Accident

দু'দিনের মাথায় ফের পথ দুর্ঘটনা । সিভিক কর্মীকে মার স্থানীয়দের । পালটা লাঠিচার্জ পুলিশের ।

পুলিশের মার
author img

By

Published : Jul 18, 2019, 7:14 PM IST

Updated : Jul 19, 2019, 12:28 AM IST

দুর্গাপুর, 18 জুলাই : পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল দুর্গাপুরের গ্য়ামন ব্রীজ এলাকা । পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে মারধর করা হয় দু'জন সিভিক কর্মীকে । পালটা লাঠিচার্জ করে পুলিশ ।

দু'দিন আগে কোকোওভেন থানার গ্যামন ব্রিজ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সবিতা কর্মকার(26) নামে একজনের । আজ ফের ওই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্য়ক্তির । নাম জগাই সিং(45) । স্থানীয়রা জানায়, সাইকেল নিয়ে গ্যামন ব্রিজ দিয়ে যাচ্ছিলেন জগাই সিং । সেই সময় পিছনে থেকে একটি গাড়ি ধাক্কা মারে সাইকেলটিকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই ব্য়ক্তির ।

দেখুন ভিডিয়ো...

এই ঘটনার পরেই উত্তেজিত জনতা পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় । সিভিক কর্মীরা অবরোধ তুলতে গেলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা । এমনকী, দু'জন সিভিক কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই আসরে নামে কোকোওভেন থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে । কয়েকজনকে আটক করেছে পুলিশ ।

দুর্গাপুর, 18 জুলাই : পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল দুর্গাপুরের গ্য়ামন ব্রীজ এলাকা । পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে মারধর করা হয় দু'জন সিভিক কর্মীকে । পালটা লাঠিচার্জ করে পুলিশ ।

দু'দিন আগে কোকোওভেন থানার গ্যামন ব্রিজ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সবিতা কর্মকার(26) নামে একজনের । আজ ফের ওই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্য়ক্তির । নাম জগাই সিং(45) । স্থানীয়রা জানায়, সাইকেল নিয়ে গ্যামন ব্রিজ দিয়ে যাচ্ছিলেন জগাই সিং । সেই সময় পিছনে থেকে একটি গাড়ি ধাক্কা মারে সাইকেলটিকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই ব্য়ক্তির ।

দেখুন ভিডিয়ো...

এই ঘটনার পরেই উত্তেজিত জনতা পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় । সিভিক কর্মীরা অবরোধ তুলতে গেলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা । এমনকী, দু'জন সিভিক কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই আসরে নামে কোকোওভেন থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে । কয়েকজনকে আটক করেছে পুলিশ ।

Intro:পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তাল হলো দুর্গাপুরের কোকোওভেন থানার গ্যামন ব্রীজ এলাকা।মাত্র দুদিন আগে এখানেই দুর্গাপুর পুরসভার কর্মী সবিতা কর্মকার(২৬ বছর) এর মৃত্যু হয় বেপরোয়া ডাম্পারের ধাক্কায়।আজ আবার সেই একই এলাকায় ওই এলাকার বাসিন্দা জগাই সিং(৪৫ বছর) সাইকেল নিয়ে গ্যামন ব্রিজের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে একটি ট্রেলার পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জগাই সিং এর।এর পরেই উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে।সিভিক পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয়।উত্তেজিতরা তাড়া করে চার-পাঁচজন সিভিক পুলিশ কর্মীদের।তাদের দুজনকে ধরে ফেলে ব্যাপক মারধর করে উত্তেজিত জনতা। এরপরই অবরোধ হটাতে কোকওভেন থানার পুলিশ মৃদু লাঠিচার্জ শুরু করে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সিভিক পুলিশের জন্যই প্রতিদিন এখানে নিরিহ পথচারীদের মৃত্যু হচ্ছে।মঙ্গলবারবে পরে বৃহস্পতিবারও একই ভাবে এক সাইকেল আরোহীকে একটি ট্রেলার ধাক্কা মেরে পালায়।উল্লেখ্য গত মঙ্গলবার গ্যামন ব্রীজের ঠিক একই জায়গায় ডিএমসি র এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছিল। আজ এই দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।সিভিক পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।Body:গConclusion:ফ
Last Updated : Jul 19, 2019, 12:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.