আসানসোল, 21 মে : কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে গভীর রাতে উত্তেজনা ছড়াল । ছাত্রছাত্রীদের অভিযোগ, আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে পুলিশ তাঁদের উপর অত্যাচার করেছে । যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে (Student Agitation at Kazi Najrul University) ।
শুক্রবার সকাল থেকেই অনলাইন পরীক্ষার দাবিতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা । সন্ধ্যাবেলায় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যাল প্রাঙ্গনে অনশন শুরু করে । অভিযোগ, সেইসময়েই পুলিশ বাহিনী আসে বিশ্ববিদ্যালয়ে । এরপরেই বিদ্যুৎ সংযোগ চলে যায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৷ সবক'টি লাইট অফ হয়ে যায় । পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আলো নিভিয়ে বলপূর্বক ছাত্রছাত্রীদের সেখানে থেকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করে পুলিশ ৷ যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে ।
আরও পড়ুন : Visva Bharati Registrar Resigns : রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর কর্মসচিব
এপ্রসঙ্গেই ছাত্রছাত্রীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলেন । অনশনে বসেছিলেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী । সেই সময় হঠাৎ পুলিশ এসে তাঁদের উপর অত্যাচার চালায় ৷ একজন ছাত্রী-সহ আরও দু'জন ছাত্র অল্পবিস্তর আহত হয়েছেন ৷ যদিও পুলিশ শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাইরে চলে যায় ৷ ছাত্রছাত্রীরা ভিতরেই থাকে ৷ সেখান থেকে তাঁরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন গভীর রাত পর্যন্ত।