আসানসোল, 1 মে : একের পর এক বাস ঢুকছে ভিনরাজ্য থেকে । তখন অন্যদিকে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অন্য একটি মর্মান্তিক ছবি ধরা পড়ল । হরিয়ানায় দুর্ঘটনায় আহত হন এক অন্তঃসত্ত্বা ৷ তিনি স্ট্রেচারে শুয়ে গাছের তলায় । রাত দুটো থেকে স্বামী ও দুই সন্তান সহ ওই মহিলা বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আটকে পড়ে আছেন। এ রাজ্যে ঢোকার অনুমতি মেলেনি এখনও।
কাজের সূত্রেই হরিয়ানায় থাকেন হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার বাসিন্দা ইমদাদুল-হক-মল্লিক । তিনি জানিয়েছেন, 23 এপ্রিল ভোর চারটে নাগাদ তাঁর বাড়ির ছাদ ভেঙে পড়ে । তাতে স্ত্রী আমিনা বিবির দুটো পা ভেঙে যায়। বর্তমানে আমিনা বিবি 7 মাসের অন্তঃসত্ত্বা । এই অবস্থায় বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি । সেই মতোই হরিয়ানা থেকে অ্যাম্বুলেন্সে স্ত্রীকে শুইয়ে দুই সন্তানকে নিয়ে রওনা দেন ইমদাদুল । কোনও রাজ্যেই তেমন কোনও সমস্যা হয়নি । কিন্তু এই রাজ্যে ঢুকতে গিয়ে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে বাধার মুখে পড়েন তিনি ।
রাত দু'টো থেকে বাংলা-ঝাড়খন্ড সীমান্তের গাছ তলায় স্ট্রেচারে স্ত্রীকে শুইয়ে অপেক্ষা করছেন তিনি । অপেক্ষা কখন অনুমতি মেলে । কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশারেট তাঁদের ঢুকতে দেয়নি । বারবার অনুরোধ করলেও পুলিশ জানিয়েছে, থানা অনুমতি দিলে তবেই এ রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে ।
ইমদাদুল হক পুলিশকে আর্জিও জানিয়েছে, তাঁকে আটকে রাখা হোক, কিন্তু তাঁর স্ত্রী অসুস্থ তাঁকে যাওয়ার অনুমতি দিক পুলিশ । কিন্তু অনুমতি মেলেনি । অমানবিক ভাবে গাছের তলায় দুই শিশু পুত্র ও স্ত্রীকে নিয়েই বসে আছেন ইমদাদুল হক । কখন অনুমতি আসবে, তাঁর জানা নেই।