আসানসোল, 14 মে : লকডাউনে বেঙ্গালুরুতে আটকে পড়েছিলেন পশ্চিমবঙ্গের অনেকেই । তাঁদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন দেওয়া হয়েছিল । নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটির গন্তব্য ছিল । কিন্তু মাঝে আসানাসোলে ট্রেন থামতেই স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা । অভিযোগ, রেলের তরফে এই বিশেষ ট্রেনে ন্যূনতম পরিষেবাটুকুও দেওয়া হয়নি ।
রেলের তরফে ব্যবস্থা করা এই বিশেষ ট্রেনটির গন্তব্য ছিল বেঙ্গালুরু থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত । তাই অন্ডাল থেকে পথ পরিবর্তন করার কথা ট্রেনটির । সেইমতো হাওড়া ও বর্ধমানের যাত্রীদের আসানসোলে নামিয়ে দেওয়া হয় । তখনই স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা । তাঁদের অভিযোগ, রেলের তরফে ট্রেনের ব্যবস্থা করা হলেও কোনও পরিষেবা দেওয়া হয়নি । ঠিকমতো খাবার দেওয়া হয়নি । প্রায় অভুক্ত অবস্থাতেই এতখানি পথ সফর করতে হয়েছে বলে অভিযোগ জানান যাত্রীরা । এমনকী, শৌচাগারগুলিও পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ ।
যাত্রীদের মতে, শৌচাগারের যা অবস্থা রয়েছে তাতে এমনিতেই মানুষ অসুস্থ হয়ে পড়বেন । তার উপর ট্রেনে কোনওরকম সামাজিক দূরত্ব মানা হয়নি । কথা ছিল, থ্রি টায়ারের মাঝের বার্থটি খালি রাখা হবে । কিন্তু তা খালি রাখা হয়নি । বরং, গাদাগাদি করে আসতে হয়েছে যাত্রীদের ।
অন্যদিকে ট্রেনটির পুরুলিয়ায় থামার কথা ছিল । কিন্তু তা থামেনি । ফলে আসানসোলে নেমে পুরুলিয়ার যাত্রীরাও বিক্ষোভ দেখান । পরে যাত্রীদের জন্য খাবার ও বাড়ি ফেরার ব্যবস্থা করা হলে বিক্ষোভ থামে । তারপর ওই বিশেষ ট্রেন নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেয় ।