ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত বেনাচিতি বাজারের আরও এক ব্যবসায়ী

author img

By

Published : Jul 22, 2020, 2:14 PM IST

দুর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লির আরও এক ব্যবসায়ী কোরোনায় আক্রান্ত হলেন । এর আগে এক সোনার দোকানের মালিক কোরোনায় আক্রান্ত হন ।

Corona
Corona

দুর্গাপুর, 22 জুলাই: দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক সোনার দোকানের মালিকের পর এবার আরও এক ব্যবসায়ী কোরোনায় আক্রান্ত হলেন । উত্তরপল্লি বাজারে যানবাহন নিয়ে ঢোকা নিষিদ্ধ বলে ঘোষণা করা হল পুলিশের তরফে । আজ ওই ব্যবসায়ীর সংস্পর্শে আসা 9 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল । এছাড়াও আরও কারা তাঁর সংস্পর্শে এসেছে তার খোঁজ চলছে।


কয়েকদিন আগে বেনাচিতি বাজারের সোনার দোকানের মালিক কোরোনায় আক্রান্ত হন । পরে জানা যায়, ওই সোনার দোকানের মালিকের পরিবারের আরও দুজন কোরোনায় আক্রান্ত । এরপর দুর্গাপুরের বেনাচিতি বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার ম্যানেজারও কোরোনায় আক্রান্ত হন । তারপর গতকাল সন্ধ্যায় বেনাচিতি উত্তরপল্লির আর এক ব্যবসায়ী কোরোনায় আক্রান্ত বলে জানা যায় ।

ওই ব্যবসায়ী দেশবন্ধু নগরে একটি বাড়িতে ভাড়া থাকেন । ওই বাড়ির মালিক সহ মোট নয়জন ওই ব্যবসায়ীর সংস্পর্শে এসেছেন । তাঁদেরকে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

আজ সকাল থেকেই বেনাচিতি বাজারে কড়া পুলিশ পাহারা লক্ষ্য করা গেছে । মাস্ক না পরে বাজারে এলেই চলছে ধরপাকড় । উত্তরপল্লির বাজারে যানবাহন নিয়ে প্রবেশ নিষেধ করা হয়েছে ।

দুর্গাপুর, 22 জুলাই: দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক সোনার দোকানের মালিকের পর এবার আরও এক ব্যবসায়ী কোরোনায় আক্রান্ত হলেন । উত্তরপল্লি বাজারে যানবাহন নিয়ে ঢোকা নিষিদ্ধ বলে ঘোষণা করা হল পুলিশের তরফে । আজ ওই ব্যবসায়ীর সংস্পর্শে আসা 9 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল । এছাড়াও আরও কারা তাঁর সংস্পর্শে এসেছে তার খোঁজ চলছে।


কয়েকদিন আগে বেনাচিতি বাজারের সোনার দোকানের মালিক কোরোনায় আক্রান্ত হন । পরে জানা যায়, ওই সোনার দোকানের মালিকের পরিবারের আরও দুজন কোরোনায় আক্রান্ত । এরপর দুর্গাপুরের বেনাচিতি বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার ম্যানেজারও কোরোনায় আক্রান্ত হন । তারপর গতকাল সন্ধ্যায় বেনাচিতি উত্তরপল্লির আর এক ব্যবসায়ী কোরোনায় আক্রান্ত বলে জানা যায় ।

ওই ব্যবসায়ী দেশবন্ধু নগরে একটি বাড়িতে ভাড়া থাকেন । ওই বাড়ির মালিক সহ মোট নয়জন ওই ব্যবসায়ীর সংস্পর্শে এসেছেন । তাঁদেরকে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

আজ সকাল থেকেই বেনাচিতি বাজারে কড়া পুলিশ পাহারা লক্ষ্য করা গেছে । মাস্ক না পরে বাজারে এলেই চলছে ধরপাকড় । উত্তরপল্লির বাজারে যানবাহন নিয়ে প্রবেশ নিষেধ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.