ETV Bharat / bharat

অর্ধসত্য তথ্য দিচ্ছে সরকার, কর্মসংস্থান বৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে তোপ কংগ্রেসের - Congress slams Centre - CONGRESS SLAMS CENTRE

Cong slams Union govt on employment opportunities issue: কর্মসংস্থান বৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস ৷ একই সঙ্গে কেন্দ্র অর্ধ সত্য তথ্য দিচ্ছে বলেও অভিযোগ কংগ্রেসের ৷

Cong slams govt
কেন্দ্রকে তোপ কংগ্রেসের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 3:51 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: 2021 থেকে 2024 সালের মধ্যে আট কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, 6.2 কোটি মোট গ্রাহক ইপিএফও ডাটাবেসে যোগদান করেছে । কেন্দ্রীয় সরকারের এই দাবিকে কার্যত নস্যাৎ করল কংগ্রেস ৷ সোমবার কেন্দ্রের এই তথ্যকে "অর্ধসত্য" বলে খারিজ করে হাত শিবিরের তরফে জানানো হয়েছে, 2014-24 সালে কর্মসংস্থান বৃদ্ধি হয়নি বরং মানুষ কর্মহীন হয়েছেন ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "কেলেঙ্কারির মধ্যে প্রধানমন্ত্রী এবং তাঁর সহযোগীরা কিছুটা সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। তাদের অর্থনৈতিক রেকর্ড অনুযায়ী, 2021 থেকে 2024 সালের মধ্যে আট কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।" রমেশ একটি বিবৃতিতে বলেছেন, "এই দাবিটি প্রাথমিকভাবে আরবিআই কেএলইএমএস ডেটা থেকে উঠে এসেছে ৷ সরকার এখন আরও একটি পরিসংখ্যান সংগ্রহ করেছে, 6.2 কোটি মোট গ্রাহক কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) ডাটাবেসে যোগদান করেছেন। সেপ্টেম্বর 2017 এবং মার্চ 2024-এর মধ্যে। উভয় দাবিই অর্ধ-সত্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে ৷"

জয়রাম রমেশ জানিয়েছেন, আদতে কর্মসংস্থান বৃদ্ধির একটি বড় অংশ মহিলাদের অবৈতনিক গৃহস্থালী কাজকে "কর্মসংস্থান" হিসাবে রেকর্ড করেছে সরকার ৷ তিনি বলেন, "এটি কোনও নতুন কর্মসংস্থান নয়।" তাঁর কথায়, "KLEMS ডেটা কোভিড-19 মহামারীর বছরগুলিতে কর্মসংস্থানের বৃদ্ধি দেখিয়েছে ৷ তখন অর্থনীতির বড় অংশগুলি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। যদিও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলিতে 2020-2021 সালে 12 লক্ষ কম চাকরি হয়েছিল ৷ একটি সম্পূর্ণ 1.8 কোটি 'কৃষিতে কাজের' সৃষ্টি' হয়েছে ৷" রমেশের যুক্তি, এভাবে কারখানার শ্রমিক, শিক্ষক, খনি শ্রমিক, প্রভৃতি যারা COVID-19-এর সময় বাড়ি ফিরেছিলেন এরপর তারা কৃষিকাজে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন ৷

কংগ্রেস নেতার কথায়, "2011 সাল থেকে জনসংখ্যার আদমশুমারির অনুপস্থিতিতে, KLEMS পরিসংখ্যানবিদরা তাদের অনুমানে পৌঁছনোর জন্য একটি জনসংখ্যার স্তর ধরে নিয়েছিলেন। বেশ কিছু অর্থনীতিবিদ ইঙ্গিত দিয়েছেন যে, এই জনসংখ্যার অনুমানটি খুব বড় ছিল, যার ফলে চাকরির সৃষ্টির একটি অত্যধিক মূল্যায়ন হয়েছে ৷" তিনি আরও বলেন, "সরকার সম্পূর্ণ চিত্র প্রকাশ না করেই রেকর্ড কর্মসংস্থান বৃদ্ধি দেখানোর জন্য EPFO ​​ডাটাবেসে 6.2 কোটি মোট গ্রাহক যোগ করার কথা উল্লেখ করেছে। EPFO শুধুমাত্র সংগঠিত খাতকে ট্র্যাক করে যা মোট কর্মসংস্থানের 10 শতাংশেরও কম ৷"

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: 2021 থেকে 2024 সালের মধ্যে আট কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, 6.2 কোটি মোট গ্রাহক ইপিএফও ডাটাবেসে যোগদান করেছে । কেন্দ্রীয় সরকারের এই দাবিকে কার্যত নস্যাৎ করল কংগ্রেস ৷ সোমবার কেন্দ্রের এই তথ্যকে "অর্ধসত্য" বলে খারিজ করে হাত শিবিরের তরফে জানানো হয়েছে, 2014-24 সালে কর্মসংস্থান বৃদ্ধি হয়নি বরং মানুষ কর্মহীন হয়েছেন ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "কেলেঙ্কারির মধ্যে প্রধানমন্ত্রী এবং তাঁর সহযোগীরা কিছুটা সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। তাদের অর্থনৈতিক রেকর্ড অনুযায়ী, 2021 থেকে 2024 সালের মধ্যে আট কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।" রমেশ একটি বিবৃতিতে বলেছেন, "এই দাবিটি প্রাথমিকভাবে আরবিআই কেএলইএমএস ডেটা থেকে উঠে এসেছে ৷ সরকার এখন আরও একটি পরিসংখ্যান সংগ্রহ করেছে, 6.2 কোটি মোট গ্রাহক কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) ডাটাবেসে যোগদান করেছেন। সেপ্টেম্বর 2017 এবং মার্চ 2024-এর মধ্যে। উভয় দাবিই অর্ধ-সত্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে ৷"

জয়রাম রমেশ জানিয়েছেন, আদতে কর্মসংস্থান বৃদ্ধির একটি বড় অংশ মহিলাদের অবৈতনিক গৃহস্থালী কাজকে "কর্মসংস্থান" হিসাবে রেকর্ড করেছে সরকার ৷ তিনি বলেন, "এটি কোনও নতুন কর্মসংস্থান নয়।" তাঁর কথায়, "KLEMS ডেটা কোভিড-19 মহামারীর বছরগুলিতে কর্মসংস্থানের বৃদ্ধি দেখিয়েছে ৷ তখন অর্থনীতির বড় অংশগুলি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। যদিও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলিতে 2020-2021 সালে 12 লক্ষ কম চাকরি হয়েছিল ৷ একটি সম্পূর্ণ 1.8 কোটি 'কৃষিতে কাজের' সৃষ্টি' হয়েছে ৷" রমেশের যুক্তি, এভাবে কারখানার শ্রমিক, শিক্ষক, খনি শ্রমিক, প্রভৃতি যারা COVID-19-এর সময় বাড়ি ফিরেছিলেন এরপর তারা কৃষিকাজে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন ৷

কংগ্রেস নেতার কথায়, "2011 সাল থেকে জনসংখ্যার আদমশুমারির অনুপস্থিতিতে, KLEMS পরিসংখ্যানবিদরা তাদের অনুমানে পৌঁছনোর জন্য একটি জনসংখ্যার স্তর ধরে নিয়েছিলেন। বেশ কিছু অর্থনীতিবিদ ইঙ্গিত দিয়েছেন যে, এই জনসংখ্যার অনুমানটি খুব বড় ছিল, যার ফলে চাকরির সৃষ্টির একটি অত্যধিক মূল্যায়ন হয়েছে ৷" তিনি আরও বলেন, "সরকার সম্পূর্ণ চিত্র প্রকাশ না করেই রেকর্ড কর্মসংস্থান বৃদ্ধি দেখানোর জন্য EPFO ​​ডাটাবেসে 6.2 কোটি মোট গ্রাহক যোগ করার কথা উল্লেখ করেছে। EPFO শুধুমাত্র সংগঠিত খাতকে ট্র্যাক করে যা মোট কর্মসংস্থানের 10 শতাংশেরও কম ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.