কাঁকসা, 15 ফেব্রুয়ারি : নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও, তার উত্তাপ অনুভব হতে শুরু করেছে । ভোটের আগেই কাঁকসা পুলিশের হাতে বোমা বানানোর উপকরণ সহ গ্রেপ্তার 1 । রবিবার শিবনারায়ণ সিং ওরফে ছোটকা নামে একজন বোমা বানানোর বারুদ পাচার করতে গিয়ে কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পড়ে ।
আরও পড়ুন : কেষ্টপুরে নির্মীয়মাণ বহুতলে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
পানাগড় বাজারের বাসিন্দা শিবনারায়ণ সিং পূর্ব বর্ধমানের আউসগ্রাম এলাকা থেকে বোমা বানানোর বারুদ নিয়ে সাইকেলে করে পশ্চিম বর্ধমানের কাঁকসা মলানদিঘির দিকে যাচ্ছিল। সেই সময় কাঁকসা থানার পুলিশ তাকে আটক করে ৷ শিবনারায়ণের তল্লাশি নিতেই তার কাছ থেকে দু’রকমের বারুদ পাওয়া যায়।
কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমেছে ৷ বারুদ কে বা কারা শিবনারায়ণের কাছে থেকে নিচ্ছিল, কী উদ্দেশে সেগুলি ব্যবহার করা হত, এইসব বিষয়ে পুলিশ খোঁজ নিতে শুরু করেছে ৷