ETV Bharat / state

Cervical Cancer Awarness: সারভাইক্যাল ক্যানসারের কারণ ভাইরাস ! প্রতিরোধের উপায় জানালেন ক্যানসার বিশেষজ্ঞ

ভারতে মহিলারা সবেচেয়ে বেশি ভোগেন স্তনের ক্যানসারে ৷ তারপর সারভাইক্যাল ক্যানসারে ৷ এই রোগ নিয়ে সচেতনতামূলক প্রচার নেই ৷ আর তার সঙ্গে থাকে ভয় ৷ মহিলাদের এই রোগ থেকে মুক্ত করতে পুরুষদের এগিয়ে আসতে হবে, জানালেন ক্যানসার বিশেষজ্ঞ (Cervical Cancer Treatment) ৷

Cervical Cancer
সারভাইক্যাল ক্যানসার
author img

By

Published : Feb 21, 2023, 7:27 PM IST

সারভাইক্যাল ক্যানসারের চিকিৎসা নিয়ে জানালেন চিকিৎসক অরুণাভ রায়

দুর্গাপুর, 21 ফেব্রুয়ারি: ভাইরাসজনিত কোভিড রোগের ভয়াবহ সংক্রমণ দেখেছে বিশ্ববাসী ৷ বিভিন্ন ধরনের ক্যানসারের মধ্যেও ভাইরাসঘটিত সারভাইক্যাল ক্যানসার এখনও চিন্তার কারণ ৷ ভারতে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তনের ক্যানসার, দ্বিতীয় সারভাইক্যাল ক্যানসার ৷ ক্যানসারকে আমরা অনেকেই মারণরোগ বলে থাকি ৷ কিন্তু এই ক্যানসার কি কোনওভাবে প্রতিরোধ করা সম্ভব ? এ নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে বিস্তারিত জানালেন ক্যানসার ও মহিলা রোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণাভ রায় ৷

কলকাতায় বেসরকারি হাসপাতালের মহিলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণাভ রায় জানালেন, মহিলারা তিন ধরনের ক্যানসারের শিকার ৷ এর মধ্যে সবচেয়ে বেশি হয় স্তন ক্যানসার ৷ তারপর সারভাইক্যাল ৷ তবে এই ক্যানসারের কারণ ভাইরাস সংক্রমণ এবং তা প্রতিরোধযোগ্য ৷ সময়ের মধ্যে ভ্যাকসিন দিলে এই ক্যানসার হওয়ার সম্ভাবনা 90 শতাংশ কমতে পারে ৷

বিশ্বের উন্নত দেশগুলিতে মহিলাদের এই ক্যানসার থেকে মুক্ত রাখতে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক ৷ এ প্রসঙ্গে চিকিৎসক অরুণাভ রায় বলেন, "আমাদের দেশে এখনও এই ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়নি । তবে সচেতনতার অভাব এবং এই ভ্যাকসিন নিয়ে প্রচারের অভাবের কারণে বহু মানুষ তাদের পরিবারের কন্যা সন্তান অথবা পরিণত মহিলাদের এই ভ্যাকসিন দেওয়ার কথা জানতে পারেন না। 9-15 বছর বয়সি নাবালিকাদের ক্ষেত্রে মাত্র একটি ভ্যাকসিন দিতে হয় ৷ 15 বছর বয়স পার হয়ে গেলে সেক্ষেত্রে দু'টি ভ্যাকসিন দেওয়া হয় ৷ 45 বছর বয়সি মহিলারাও এই ভ্যাকসিন নিতে পারেন ৷" পুরুষের সঙ্গে মহিলাদের যৌন সম্পর্ক কালেও এই ভাইরাসের আক্রমণের মুখে পড়তে পারেন মহিলারা এমনই অভিমত এই বিশিষ্ট চিকিৎসকের ৷ সারভাইক্যাল ক্যানসার ছাড়াও মহিলাদের ইউটেরাস ক্যানসার এবং ওভারিয়ান ক্যানসারও হতে পারে ৷ তবে সবচেয়ে মারাত্মক ওভারিয়ান ক্যানসার ৷

আরও পড়ুন: শরীরে বিরল ক্যানসার, তা নিয়েই অক্সফোর্ডে শিশুদের টিকা গবেষণায় মালদার অঙ্কনা

চিকিৎসকের কথা অনুযায়ী ওভারিয়ান ক্যানসারের লক্ষণ দেখে মনে হতে পারে ওই মহিলা গ্যাস্ট্রো সমস্যায় ভুগছেন ৷ কিন্তু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করালে বোঝা যায়, ওই মহিলা ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত এবং প্রায় চতুর্থ স্টেজে ধরা পড়ে এই ক্যানসার ৷ তাই ডাক্তার অরুণাভ রায়ের আরও একটি পরামর্শ, এখন মহিলাদের নিয়মিত স্ক্রিনিং করানো উচিত ৷ একজন মহিলার সারা বছরের সাজগোজের জন্য পার্লারে যে টাকা খরচ হয় ৷ তার থেকেও কম টাকা ব্যয় করে যদি স্ক্রিনিং করান, তাহলে মহিলারা এই মারণরোগ থেকে মুক্ত হতে পারেন ৷ এই বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ তাই পুরুষদের বার্তা দিয়েছেন, বাড়ির মহিলাদের সুস্থ রাখতে আপনারা কমপক্ষে তাদের এই ভ্যাকসিন দেওয়ার জন্য এবং স্ক্রিনিং করাতে হাসপাতালে নিয়ে আসুন ৷ মহিলারা সুস্থ থাকার অর্থ গোটা পরিবার সুস্থ থাকা ৷

সারভাইক্যাল ক্যানসারের চিকিৎসা নিয়ে জানালেন চিকিৎসক অরুণাভ রায়

দুর্গাপুর, 21 ফেব্রুয়ারি: ভাইরাসজনিত কোভিড রোগের ভয়াবহ সংক্রমণ দেখেছে বিশ্ববাসী ৷ বিভিন্ন ধরনের ক্যানসারের মধ্যেও ভাইরাসঘটিত সারভাইক্যাল ক্যানসার এখনও চিন্তার কারণ ৷ ভারতে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তনের ক্যানসার, দ্বিতীয় সারভাইক্যাল ক্যানসার ৷ ক্যানসারকে আমরা অনেকেই মারণরোগ বলে থাকি ৷ কিন্তু এই ক্যানসার কি কোনওভাবে প্রতিরোধ করা সম্ভব ? এ নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে বিস্তারিত জানালেন ক্যানসার ও মহিলা রোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণাভ রায় ৷

কলকাতায় বেসরকারি হাসপাতালের মহিলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণাভ রায় জানালেন, মহিলারা তিন ধরনের ক্যানসারের শিকার ৷ এর মধ্যে সবচেয়ে বেশি হয় স্তন ক্যানসার ৷ তারপর সারভাইক্যাল ৷ তবে এই ক্যানসারের কারণ ভাইরাস সংক্রমণ এবং তা প্রতিরোধযোগ্য ৷ সময়ের মধ্যে ভ্যাকসিন দিলে এই ক্যানসার হওয়ার সম্ভাবনা 90 শতাংশ কমতে পারে ৷

বিশ্বের উন্নত দেশগুলিতে মহিলাদের এই ক্যানসার থেকে মুক্ত রাখতে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক ৷ এ প্রসঙ্গে চিকিৎসক অরুণাভ রায় বলেন, "আমাদের দেশে এখনও এই ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়নি । তবে সচেতনতার অভাব এবং এই ভ্যাকসিন নিয়ে প্রচারের অভাবের কারণে বহু মানুষ তাদের পরিবারের কন্যা সন্তান অথবা পরিণত মহিলাদের এই ভ্যাকসিন দেওয়ার কথা জানতে পারেন না। 9-15 বছর বয়সি নাবালিকাদের ক্ষেত্রে মাত্র একটি ভ্যাকসিন দিতে হয় ৷ 15 বছর বয়স পার হয়ে গেলে সেক্ষেত্রে দু'টি ভ্যাকসিন দেওয়া হয় ৷ 45 বছর বয়সি মহিলারাও এই ভ্যাকসিন নিতে পারেন ৷" পুরুষের সঙ্গে মহিলাদের যৌন সম্পর্ক কালেও এই ভাইরাসের আক্রমণের মুখে পড়তে পারেন মহিলারা এমনই অভিমত এই বিশিষ্ট চিকিৎসকের ৷ সারভাইক্যাল ক্যানসার ছাড়াও মহিলাদের ইউটেরাস ক্যানসার এবং ওভারিয়ান ক্যানসারও হতে পারে ৷ তবে সবচেয়ে মারাত্মক ওভারিয়ান ক্যানসার ৷

আরও পড়ুন: শরীরে বিরল ক্যানসার, তা নিয়েই অক্সফোর্ডে শিশুদের টিকা গবেষণায় মালদার অঙ্কনা

চিকিৎসকের কথা অনুযায়ী ওভারিয়ান ক্যানসারের লক্ষণ দেখে মনে হতে পারে ওই মহিলা গ্যাস্ট্রো সমস্যায় ভুগছেন ৷ কিন্তু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করালে বোঝা যায়, ওই মহিলা ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত এবং প্রায় চতুর্থ স্টেজে ধরা পড়ে এই ক্যানসার ৷ তাই ডাক্তার অরুণাভ রায়ের আরও একটি পরামর্শ, এখন মহিলাদের নিয়মিত স্ক্রিনিং করানো উচিত ৷ একজন মহিলার সারা বছরের সাজগোজের জন্য পার্লারে যে টাকা খরচ হয় ৷ তার থেকেও কম টাকা ব্যয় করে যদি স্ক্রিনিং করান, তাহলে মহিলারা এই মারণরোগ থেকে মুক্ত হতে পারেন ৷ এই বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ তাই পুরুষদের বার্তা দিয়েছেন, বাড়ির মহিলাদের সুস্থ রাখতে আপনারা কমপক্ষে তাদের এই ভ্যাকসিন দেওয়ার জন্য এবং স্ক্রিনিং করাতে হাসপাতালে নিয়ে আসুন ৷ মহিলারা সুস্থ থাকার অর্থ গোটা পরিবার সুস্থ থাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.