ETV Bharat / state

old 500 notes : পুরোনো 500 টাকার নোট উদ্ধার দুর্গাপুরে - c zone in durgapur

দুর্গাপুরের সিএমইআর আই কলোনির জঙ্গল থেকে পুরোনো 500 টাকার প্রচুর নোট উদ্ধার হল ৷ 100 দিনের কর্মীরা জঙ্গল পরিষ্কার করতে করতে নোট সমেত একটি ব্যাগ দেখতে পান ৷ খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে টাকাগুলি নিয়ে যায় ৷ ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে ৷

পুরোনো 500 টাকার প্রচুর নোট উদ্ধার
পুরোনো 500 টাকার প্রচুর নোট উদ্ধার
author img

By

Published : Jul 26, 2021, 4:02 PM IST

দুর্গাপুর, 26 জুলাই : এদিন সকালে দুর্গাপুর থেকে পুরোনো 500 টাকার প্রচুর নোট উদ্ধার করল পুলিশ ৷ দুর্গাপুরের সি-জোনে সিএমইআরআই কলোনি রোডের ধারের জঙ্গল পরিষ্কারের কাজ চলছিল ৷ 100 দিনের কর্মীরা জঙ্গল পরিষ্কার করতে করতে হঠাৎ একটি পুরোনো, ছেঁড়া ব্যাগ দেখতে পান ৷

তাঁরা দেখেন, ব্যাগের আশেপাশে পড়ে রয়েছে পুরোনো 500 টাকার প্রচুর নোট ৷ বিষয়টি তাঁরা তাঁদের সুপারভাইজারকে জানান। সুপারভাইজার দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে ঘটনাটি জানান।

অনিন্দিতা পুলিশকে খবর দিলে সিটি সেন্টার ফাঁড়ি থেকে পুলিশ এসে ওই টাকা গুলি উদ্ধার করে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দুর্গাপুরে জঙ্গল পরিস্কারে পুরোনো 500 টাকার নোট উদ্ধার

আরও পড়ুন : 9 মাস ধরে বন্ধ পরিশ্রুত পানীয় জল, প্রতিবাদে পথ অবরোধ দুর্গাপুরে

পুলিশ সূত্রে জানা যায়, পুরোনো 500 টাকার যা নোট পাওয়া গিয়েছে, তার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজারের মতো ৷ নোটগুলির মধ্যে বেশিরভাগ নষ্ট হয়ে গিয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, নোটগুলি অনেকদিন আগেই ফেলা হয়েছে ৷ ব্যাগটি ছিঁড়ে যাওয়ায় এখন জঙ্গল পরিষ্কারে নজরে পড়েছে ৷ যদিও পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে ৷

দুর্গাপুর, 26 জুলাই : এদিন সকালে দুর্গাপুর থেকে পুরোনো 500 টাকার প্রচুর নোট উদ্ধার করল পুলিশ ৷ দুর্গাপুরের সি-জোনে সিএমইআরআই কলোনি রোডের ধারের জঙ্গল পরিষ্কারের কাজ চলছিল ৷ 100 দিনের কর্মীরা জঙ্গল পরিষ্কার করতে করতে হঠাৎ একটি পুরোনো, ছেঁড়া ব্যাগ দেখতে পান ৷

তাঁরা দেখেন, ব্যাগের আশেপাশে পড়ে রয়েছে পুরোনো 500 টাকার প্রচুর নোট ৷ বিষয়টি তাঁরা তাঁদের সুপারভাইজারকে জানান। সুপারভাইজার দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে ঘটনাটি জানান।

অনিন্দিতা পুলিশকে খবর দিলে সিটি সেন্টার ফাঁড়ি থেকে পুলিশ এসে ওই টাকা গুলি উদ্ধার করে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দুর্গাপুরে জঙ্গল পরিস্কারে পুরোনো 500 টাকার নোট উদ্ধার

আরও পড়ুন : 9 মাস ধরে বন্ধ পরিশ্রুত পানীয় জল, প্রতিবাদে পথ অবরোধ দুর্গাপুরে

পুলিশ সূত্রে জানা যায়, পুরোনো 500 টাকার যা নোট পাওয়া গিয়েছে, তার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজারের মতো ৷ নোটগুলির মধ্যে বেশিরভাগ নষ্ট হয়ে গিয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, নোটগুলি অনেকদিন আগেই ফেলা হয়েছে ৷ ব্যাগটি ছিঁড়ে যাওয়ায় এখন জঙ্গল পরিষ্কারে নজরে পড়েছে ৷ যদিও পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.