দুর্গাপুর, 18 এপ্রিল : রাজ্যের অন্যান্য জেলার মতোই কোরোনা আতঙ্কে দুর্গাপুর । সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে গুজব । আর সেই গুজবের জেরে জেরবার হতে হচ্ছে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের। এই পরিস্থিতিতে গতকাল দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে জানিয়ে দেন, এই মুহূর্তে কোরোনায় আক্রান্ত আসানসোলের এক মহিলা। এছাড়া বেসরকারি হাসপাতালে কোরোনায় আক্রান্ত হয়ে আর কেউ চিকিৎসাধীন নেই ।
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকার মলানদিঘির বেসরকারি হাসপাতাল । সেটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে COVID-19 এ আক্রান্তদের চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে । অভিযোগ , সোশাল মিডিয়ায় প্রতিদিন গুজব ছড়াচ্ছে দুর্গাপুরের এক শ্রেণির মানুষ । যদিও আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব )অভিষেক গুপ্তা বলেন , " আমরা সোশাল মিডিয়ায় নজর রাখছি । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে । অযথা গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
দুর্গাপুরে কতজন কোরোনায় আক্রান্ত ? কোন কোন এলাকার মানুষ আক্রান্ত ? এই নিয়ে সোশাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ কেউ । এই বিষয়ে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে স্পষ্ট বলেন , "এই মুহূর্তে কাঁকসা থানা এলাকার মলানদিঘির হাসপাতলে আসানসোলের একজন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন । এছাড়া দুর্গাপুরের কেউই এই মুহূর্তে এখানে চিকিৎসাধীন নেই ।" অর্থাৎ দুর্গাপুর আপাতত কোরোনামুক্ত আছে, এমনটাই দাবি মহকুমা শাসকের ।
তবে দুর্গাপুরের মহকুমা শাসকের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আরও সচেতন হতে হবে শিল্পশহরের বাসিন্দাদের । লকডাউন, সামাজিক দূরত্বকে মেনে চলার সঙ্গে সঙ্গে অবশ্যই মাস্ক পরে বাইরে বেরোতে হবে । এই সকল বার্তা নিয়ে মাইকিং চলছে শহরজুড়ে । পুলিশের পক্ষ থেকে কিন্তু বারংবার অনুরোধ করা হচ্ছে কোনও গুজব না ছড়াতে ।