ETV Bharat / state

Mithun Chakraborty: মমতাই রাজনৈতিক গুরু, বিজেপির সঙ্গে না থাকলেও আমার টিআরপি একই থাকবে, মন্তব্য মিঠুনের - সিপিএম

কখনও সিপিএম, কখনও তৃণমূল আবার কখনও বিজেপির সঙ্গে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ এই নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিতে গিয়ে মহাগুরু বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) আমার রাজনৈতিক গুরু । পাশাপাশি জানালেন, বিজেপির (BJP) সঙ্গে না থাকলেও তাঁর টিআরপি কমবে না ৷

Mithun Chakraborty calls Mamata political guru and says even without BJP his TRP will remain same
Mithun Chakraborty: মমতাই রাজনৈতিক গুরু, বিজেপির সঙ্গে না থাকলেও আমার টিআরপি একই থাকবে, মন্তব্য মিঠুনের
author img

By

Published : Nov 26, 2022, 6:02 PM IST

Updated : Nov 26, 2022, 6:41 PM IST

আসানসোল, 26 নভেম্বর: 2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ব্রিগেড সম্মেলন থেকে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ তার পর থেকে ভোটের প্রচারে হোক, কিংবা দলের কর্মিসভা, বারবার দেখা গিয়েছে এই অভিনেতাকে ৷ কিন্তু অধুনা গেরুয়া শিবিরে থাকলেও শনিবার আসানসোল বসে তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ই (Mamata Banerjee) তাঁর রাজনৈতিক গুরু ৷ একই সঙ্গে স্পষ্ট করে দিলেন যে বিজেপির সঙ্গে না থাকলেও তাঁর টিআরপি কমবে না ৷

দিন কয়েক আগে বাংলায় এসেছেন মিঠুন ৷ শুরু করেছেন জেলা সফর ৷ পুরুলিয়া, বাঁকুড়া হয়ে শনিবার তিনি পৌঁছান আসানসোলে ৷ সেখানে মুখোমুখি হন সাংবাদিকদের ৷ সেখানে নানা প্রশ্নের মাঝে কিছু অপ্রিয় প্রশ্নেরও মুখোমুখি হতে হয় ৷ তার মধ্যে অন্যতম হল সিপিএম (CPIM) থেকে তৃণমূল হয়ে বিজেপি, বারবার তাঁর রাজনৈতিক পরিচয় বদলেছে, সেই তাঁকে প্রায়ই কটাক্ষ করে তৃণমূল ও বামেরা ৷

এই প্রশ্নের উত্তর মিঠুন সরাসরি দেননি ৷ বরং কৌশলে উদাহরণ হিসেবে হাজির করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ৷ বলেছেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বড় ফলোয়ার । উনিই আমার রাজনৈতিক গুরু । উনি রাজনৈতিক জীবনে যা যা করেছেন, আমিও তাই তাই করেছি । উনি কংগ্রেস করতেন । আমিও কংগ্রেস করতাম । ছাত্র জীবনে আমি ছাত্র পরিষদ করেছি । এরপর আমি একটি আন্দোলনের সঙ্গে যুক্ত হই, মুখে বলছি না । উনিও তাই করেছেন । সিপিএমকে হারাতে ওদের সঙ্গে হাত মিলিয়েছেন । উনি দশ বছর বিজেপি করেছেন, আমি এখন বিজেপিতে । সুতরাং উনি যা যা করেছেন আমিও তাই করছি ।’’

মমতাই রাজনৈতিক গুরু, বিজেপির সঙ্গে না থাকলেও আমার টিআরপি একই থাকবে, মন্তব্য মিঠুনের

এদিকে বিজেপির হয়ে মিঠুন চক্রবর্তীর প্রচারকে রোজই কটাক্ষ করছে তৃণমূল ৷ দলের মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh) সম্প্রতি কটাক্ষ করেছেন মহাগুরুকে ৷ এই নিয়ে তাঁর কাছে প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ যা শুনে রীতিমতো ক্ষুব্ধ হন ‘ফাটাকেষ্ট’ ৷ কুণালের নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘‘ওই লোকগুলোর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে নিন, ওই লোকগুলোর আর কাল থেকে কোনও পরিচয় থাকবে না । কিন্তু আমার মাথার উপর থেকে বিজেপির নাম সরে গেলেও আমার টিআরপি একই থাকবে । গোটা পৃথিবীর মানুষের কাছে আমি পরিচিত হয়ে থাকব ।’’

একই সঙ্গে তাঁর সংযোজন, "এলি তেলি গঙ্গারামদের মন্তব্যের আমার নাম জুড়ে টিআরপি বাড়াবেন না । ওই লোকটি মুখ্যমন্ত্রীকে সবচেয়ে কটূ ভাষায় গালাগালি করেছিল, মুখ্যমন্ত্রী তাঁর হাতে একটি থালা ধরিয়ে দিয়েছেন এবং রোজ সকালে তিনি সেই থালাতে থুতু ফেলেন এবং নিজের থুতু নিজেই চাটেন ।’’

আরও পড়ুন: তৃণমূলকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল মিঠুনের

আসানসোল, 26 নভেম্বর: 2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ব্রিগেড সম্মেলন থেকে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ তার পর থেকে ভোটের প্রচারে হোক, কিংবা দলের কর্মিসভা, বারবার দেখা গিয়েছে এই অভিনেতাকে ৷ কিন্তু অধুনা গেরুয়া শিবিরে থাকলেও শনিবার আসানসোল বসে তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ই (Mamata Banerjee) তাঁর রাজনৈতিক গুরু ৷ একই সঙ্গে স্পষ্ট করে দিলেন যে বিজেপির সঙ্গে না থাকলেও তাঁর টিআরপি কমবে না ৷

দিন কয়েক আগে বাংলায় এসেছেন মিঠুন ৷ শুরু করেছেন জেলা সফর ৷ পুরুলিয়া, বাঁকুড়া হয়ে শনিবার তিনি পৌঁছান আসানসোলে ৷ সেখানে মুখোমুখি হন সাংবাদিকদের ৷ সেখানে নানা প্রশ্নের মাঝে কিছু অপ্রিয় প্রশ্নেরও মুখোমুখি হতে হয় ৷ তার মধ্যে অন্যতম হল সিপিএম (CPIM) থেকে তৃণমূল হয়ে বিজেপি, বারবার তাঁর রাজনৈতিক পরিচয় বদলেছে, সেই তাঁকে প্রায়ই কটাক্ষ করে তৃণমূল ও বামেরা ৷

এই প্রশ্নের উত্তর মিঠুন সরাসরি দেননি ৷ বরং কৌশলে উদাহরণ হিসেবে হাজির করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ৷ বলেছেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বড় ফলোয়ার । উনিই আমার রাজনৈতিক গুরু । উনি রাজনৈতিক জীবনে যা যা করেছেন, আমিও তাই তাই করেছি । উনি কংগ্রেস করতেন । আমিও কংগ্রেস করতাম । ছাত্র জীবনে আমি ছাত্র পরিষদ করেছি । এরপর আমি একটি আন্দোলনের সঙ্গে যুক্ত হই, মুখে বলছি না । উনিও তাই করেছেন । সিপিএমকে হারাতে ওদের সঙ্গে হাত মিলিয়েছেন । উনি দশ বছর বিজেপি করেছেন, আমি এখন বিজেপিতে । সুতরাং উনি যা যা করেছেন আমিও তাই করছি ।’’

মমতাই রাজনৈতিক গুরু, বিজেপির সঙ্গে না থাকলেও আমার টিআরপি একই থাকবে, মন্তব্য মিঠুনের

এদিকে বিজেপির হয়ে মিঠুন চক্রবর্তীর প্রচারকে রোজই কটাক্ষ করছে তৃণমূল ৷ দলের মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh) সম্প্রতি কটাক্ষ করেছেন মহাগুরুকে ৷ এই নিয়ে তাঁর কাছে প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ যা শুনে রীতিমতো ক্ষুব্ধ হন ‘ফাটাকেষ্ট’ ৷ কুণালের নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘‘ওই লোকগুলোর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে নিন, ওই লোকগুলোর আর কাল থেকে কোনও পরিচয় থাকবে না । কিন্তু আমার মাথার উপর থেকে বিজেপির নাম সরে গেলেও আমার টিআরপি একই থাকবে । গোটা পৃথিবীর মানুষের কাছে আমি পরিচিত হয়ে থাকব ।’’

একই সঙ্গে তাঁর সংযোজন, "এলি তেলি গঙ্গারামদের মন্তব্যের আমার নাম জুড়ে টিআরপি বাড়াবেন না । ওই লোকটি মুখ্যমন্ত্রীকে সবচেয়ে কটূ ভাষায় গালাগালি করেছিল, মুখ্যমন্ত্রী তাঁর হাতে একটি থালা ধরিয়ে দিয়েছেন এবং রোজ সকালে তিনি সেই থালাতে থুতু ফেলেন এবং নিজের থুতু নিজেই চাটেন ।’’

আরও পড়ুন: তৃণমূলকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল মিঠুনের

Last Updated : Nov 26, 2022, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.