অন্ডাল, ২০ ফেব্রুয়ারি : নিখোঁজ যুবতির খোঁজ মিলল কুয়ো থেকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় অভিযুক্ত চার যুবকের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয়রা। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত ECL-এর সিএল জামবদ কোলিয়ারি এলাকার।
সরস্বতী পুজোর নিরঞ্জনের দিন থেকেই নিখোঁজ হয়ে যায় যুবতি। এরপর পরিবারের তরফে অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বেশ কিছুদিন খোঁজার পরও তার কোনও হদিশ পায়নি পুলিশ। তারপর গতকাল সকালে কুয়ো থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আহত অবস্থায় দুর্গাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। স্থানীয় চার যুবক তাকে আটকে রেখেছিল বলে পরিবারের সদস্যদের কাছে জানায় সে। এরপরই যুবতির পরিবারের তরফে ওই চার যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি তাদের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে যায় অন্ডাল থানার পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, স্থানীয় চার যুবক তাঁদের মেয়েকে অপহরণ করেছিল। তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছে তারা। এই ঘটনার কথা সে যাতে কাউকে বলতে না পারে সে জন্য তাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।