জামুরিয়া, 28 জুলাই: জামুরিয়ায় টোটো দৌরাত্ম্যের ফলে সকাল থেকে বন্ধ মিনিবাস (Jamuria Mini Bus services disrupte) । জামুরিয়া বাসস্ট্যান্ডে বাস বন্ধ করে বিক্ষোভ বাসের কর্মীরা । জামুরিয়া থেকে আসানসোল, রানিগঞ্জ উখড়া, হরিপুর রুটির সমস্ত যাত্রী বোঝাই মিনিবাস বন্ধ । বাস বন্ধের জেরে সকাল থেকেই বিপাকে সাধারণ যাত্রীরা ।
বাস কর্মচারীদের অভিযোগ, দীর্ঘ পাঁচ বছর ধরে জামুরিয়ায় অবৈধ টোটো গাড়ি চলছে । বারবার প্রশাসনের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক হলেও কোনও কাজ হয়নি । অবৈধ টোটোর কারণে মিনিবাসের ব্যাবসা মার খাচ্ছে। যাত্রীদের অনেকেই টোটোয় চড়ছেন বলে মিনিবাস ফাঁকা থাকছে । প্রতিবাদ জানাতে গেলে মিনিবাস রুটের চালক খালাসিকে হুমকি ও মারধর করা হচ্ছে বলে অভিযোগ ।
আরও পড়ুন: বাড়ছে সংক্রমণ, দুর্গাপুরে বন্ধ মিনিবাস পরিষেবা
মিনিবাস কর্মী অশোক কুমার জানান, মিনিবাস স্ট্যান্ড থেকে 200 মিটার দূরে টোটো দাঁড় করাতে হবে । মূল রাস্তার উপর দিয়ে যাত্রী তুলতে পারবেন না টোটো চালকরা । তাদের এই দাবি প্রশাসন মানলে তবেই তাঁরা মেনে বাস চালাবেন ।