ETV Bharat / state

লকডাউন উপেক্ষা করে দুর্গাপুরের বাজারগুলিতে ভিড় - বাজার

কোরোনা সংক্রমণকে রুখতে প্রধানমন্ত্রী গতকাল জনতা কারফিউ জারি করেছিলেন । সকাল থেকেই আজ দুর্গাপুরের বিভিন্ন বাজারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই হাজার হাজার মানুষের ভিড় ।

market crowds in durgapur _no corona panic in markets
কোরোনা আতঙ্ক :বহু মানুষের সমাগম সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে
author img

By

Published : Mar 23, 2020, 10:40 AM IST

Updated : Mar 23, 2020, 1:08 PM IST

দুর্গাপুর ,22 শে মার্চ : কোরোনা সংক্রমণকে রুখতে প্রধানমন্ত্রী জনতা কারফিউ জারি করেছিলেন । দেশজুড়ে সেই আবেদনে সাড়া দিয়ে দেশবাসী গতকাল বাড়ির বাইরে বের হননি । রাজ্যজুড়ে আজ বিকেল 5 টা থেকে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে । কিন্তু, সকাল থেকেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ দুর্গাপুরের বিভিন্ন বাজারে হাজার হাজার মানুষের ভিড় ।

লকডাউন উপেক্ষা করে দুর্গাপুরের বাজারগুলিতে ভিড়
দুর্গাপুরের বেনাচিতি , আশিস মার্কেট , দুর্গাপুর স্টেশন বাজার , সেন মার্কেট , চণ্ডীদাস বাজার সব জায়গায় একই ছবি । উপচে পড়া ভিড় । কোরোনা ভাইরাসের জেরে লকডাউন উপেক্ষা করে বহু মানুষের সমাগম দুর্গাপুরের বাজারগুলিতে ৷

দুর্গাপুর ,22 শে মার্চ : কোরোনা সংক্রমণকে রুখতে প্রধানমন্ত্রী জনতা কারফিউ জারি করেছিলেন । দেশজুড়ে সেই আবেদনে সাড়া দিয়ে দেশবাসী গতকাল বাড়ির বাইরে বের হননি । রাজ্যজুড়ে আজ বিকেল 5 টা থেকে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে । কিন্তু, সকাল থেকেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ দুর্গাপুরের বিভিন্ন বাজারে হাজার হাজার মানুষের ভিড় ।

লকডাউন উপেক্ষা করে দুর্গাপুরের বাজারগুলিতে ভিড়
দুর্গাপুরের বেনাচিতি , আশিস মার্কেট , দুর্গাপুর স্টেশন বাজার , সেন মার্কেট , চণ্ডীদাস বাজার সব জায়গায় একই ছবি । উপচে পড়া ভিড় । কোরোনা ভাইরাসের জেরে লকডাউন উপেক্ষা করে বহু মানুষের সমাগম দুর্গাপুরের বাজারগুলিতে ৷
Last Updated : Mar 23, 2020, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.