রানিগঞ্জ, 6 মে : লকডাউনে বন্ধ ইটভাটা । ফলে রোজগারও বন্ধ । অর্থের অভাবে জুটছে না খাবার । তাই মাথায় জিনিসপত্র ও স্ত্রী-সন্তানকে নিয়ে রাতের অন্ধকারে পুরুলিয়ায় বাড়ির পথে হেঁটে রওনা দিলেন জামুড়িয়ার ইটাভাটার 500 শ্রমিক ।
জামুড়িয়ার 2 নম্বর ব্লকের একাধিক ইটাভাটায় বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসেন কাজের জন্য । ভিনরাজ্যের শ্রমিকরাও আসেন । লকডাউনে ইটভাটা বন্ধ হয়ে যাওয়ায় এই শ্রমিকরা পড়েন বিপাকে । একদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় মালিক বেতন দিচ্ছেন না । অন্যদিকে যা পুঁজি ছিল তাও শেষ । তার উপর সরকারি সাহায্য মেলেনি । অনাহারেই দিন কাটাচ্ছিলেন এই ইটভাটার শ্রমিকরা । জামুড়িয়ায় ইটভাটায় কাজ করতে আসা এরকমই 500 জন পুরুলিয়ার শ্রমিক সিদ্ধান্ত নেন তাঁরা বাড়ি ফিরে যাবেন । সেইমতোই গতরাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে হেঁটেই পুরুলিয়ার পথে রওনা দেন তাঁরা ।
ইটভাটার শ্রমিক রতন হেমব্রম বলেন, "বাড়ি ফেরার উদ্দেশে রওনা দিয়েছি । ইট বিক্রি বন্ধ, তাই কাজকর্মও বন্ধ । ইটভাটার কাজকর্ম বন্ধ রয়েছে তাই মালিক পয়সা দিচ্ছেন না । টাকা পয়সার অভাবে অনাহারে দিন কাটছে । দু'মুঠো খাবার নেই । তাই বউ-বাচ্চাকে সঙ্গে নিয়েই হেঁটে পুরুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছি । রাত 8 টার সময় বেরিয়েছি ইটভাটা থেকে ।"