ETV Bharat / state

কোকওভেনের বন্ধ কারখানায় মিলল মাথার খুলি-হাড়গোড় - দুর্গাপুরের কোকওভেনে কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

এলাকাবাসীরা বন্ধ কারখানার মধ্যে মাথার খুলি ও হাড়গোড় পড়ে থাকতে দেখে । গোটা বিষয় নিয়ে তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ ।

কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য দুর্গাপুরে
কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য দুর্গাপুরে
author img

By

Published : Jan 15, 2021, 7:21 PM IST

দুর্গাপুর, 15 জানুয়ারি : মাথার খুলি হাড়গোড় উদ্ধার হল দুর্গাপুরের কোকওভেনে । আজ কোকওভেনের একটি বন্ধ কারখানার ভেতর থেকে উদ্ধার হয় । তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ ।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা বন্ধ কারখানার এসে মাথার খুলি, হাড়গোড় পড়ে থাকতে দেখে । পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থান থেকে পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

ওই এলাকা থেকে একজোড়া কালো জুতো ও হাতের বালাও উদ্ধার করে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, মাথার খুলিটি কোনও পুরুষের । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ।

আরও পড়ুন : বারুইপুরের নর্থ কেবিন রোডের বাড়ি থেকে উদ্ধার কঙ্কাল

এবিষয়ে বিজেপির পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত ঘটনাস্থানে যান । তিনি জানান, এই কারখানাগুলি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে । আর সেই সুযোগে এগুলো দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে । পুলিশি নজরদারির যথেষ্ট অভাব রয়েছে ।

দুর্গাপুর, 15 জানুয়ারি : মাথার খুলি হাড়গোড় উদ্ধার হল দুর্গাপুরের কোকওভেনে । আজ কোকওভেনের একটি বন্ধ কারখানার ভেতর থেকে উদ্ধার হয় । তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ ।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা বন্ধ কারখানার এসে মাথার খুলি, হাড়গোড় পড়ে থাকতে দেখে । পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থান থেকে পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

ওই এলাকা থেকে একজোড়া কালো জুতো ও হাতের বালাও উদ্ধার করে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, মাথার খুলিটি কোনও পুরুষের । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ।

আরও পড়ুন : বারুইপুরের নর্থ কেবিন রোডের বাড়ি থেকে উদ্ধার কঙ্কাল

এবিষয়ে বিজেপির পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত ঘটনাস্থানে যান । তিনি জানান, এই কারখানাগুলি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে । আর সেই সুযোগে এগুলো দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে । পুলিশি নজরদারির যথেষ্ট অভাব রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.