ETV Bharat / state

গানে 'সম্মানহানি', বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

নির্বাচনী গান গাওয়ায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় এই অভিযোগ জানানো হয়েছে।

author img

By

Published : Mar 19, 2019, 12:35 PM IST

বাবুল সুপ্রিয়

আসানসোল, ১৯ মার্চ : নির্বাচনী গান গাওয়ায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় এই অভিযোগ জানানো হয়েছে। সংস্থার সভাপতি গৌরব গুপ্ত এই অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্রে লেখা হয়েছে, বাবুল সুপ্রিয় ২০১৯-র লোকসভা নির্বাচন উপলক্ষ্যে একটি গান গেয়েছেন। সেই গান সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গানের কথায় বেশ কিছু অপ্রমাণিত অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই গান বিদ্বেষজনক ও হানিকর বলেও অভিযোগপত্রে লেখা হয়েছে। শুধু তাই নয়, গানের মাধ্যমে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করা হয়েছে বলেও অভিযোগ।

প্রসঙ্গত, দু'দিন আগেই বাবুলের নির্বাচনী গান সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল ETV ভারতে। গানটি এখনও আনুষ্ঠানিকভাবে রিলিজ় না হলেও গানটির প্রস্তুতি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গানটির অডিয়ো ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপেও। আর সেই গান শুনেই পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

এই বিষয়ে বাবুল সুপ্রিয় তাঁর প্রতিক্রিয়ায় জানান, তাঁর বিরুদ্ধে করা অভিযোগের কোনও ভিত্তি নেই। সত্যি সবসময় আঘাত করে। বিরোধীরা মমতা ও তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ আনে সেগুলোই গানে ব্যবহার করা হয়েছে। এই সব অভিযোগের পরোয়াও করেন না বলে জানিয়েছেন তিনি।

আসানসোল, ১৯ মার্চ : নির্বাচনী গান গাওয়ায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় এই অভিযোগ জানানো হয়েছে। সংস্থার সভাপতি গৌরব গুপ্ত এই অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্রে লেখা হয়েছে, বাবুল সুপ্রিয় ২০১৯-র লোকসভা নির্বাচন উপলক্ষ্যে একটি গান গেয়েছেন। সেই গান সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গানের কথায় বেশ কিছু অপ্রমাণিত অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই গান বিদ্বেষজনক ও হানিকর বলেও অভিযোগপত্রে লেখা হয়েছে। শুধু তাই নয়, গানের মাধ্যমে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করা হয়েছে বলেও অভিযোগ।

প্রসঙ্গত, দু'দিন আগেই বাবুলের নির্বাচনী গান সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল ETV ভারতে। গানটি এখনও আনুষ্ঠানিকভাবে রিলিজ় না হলেও গানটির প্রস্তুতি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গানটির অডিয়ো ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপেও। আর সেই গান শুনেই পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

এই বিষয়ে বাবুল সুপ্রিয় তাঁর প্রতিক্রিয়ায় জানান, তাঁর বিরুদ্ধে করা অভিযোগের কোনও ভিত্তি নেই। সত্যি সবসময় আঘাত করে। বিরোধীরা মমতা ও তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ আনে সেগুলোই গানে ব্যবহার করা হয়েছে। এই সব অভিযোগের পরোয়াও করেন না বলে জানিয়েছেন তিনি।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.