ETV Bharat / state

শিল্পপতি অপহরণ কাণ্ড : গুজরাত থেকে পাপ্পুকে আনা হল আসানসোলে

author img

By

Published : Aug 8, 2021, 7:23 AM IST

2019 সালের এপ্রিল মাসে সালানপুরের নাকড়াজড়িয়া এলাকা থেকে শিল্পপতি তেজপাল সিংকে অপহরণ করা হয় । ঘটনার 33 দিন পর প্রায় আড়াই কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান ওই শিল্পপতি । ঘটনার তদন্তে নামে সিআইডি ৷ প্রথমে ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করে সিআইডি ।

Salanpur Businessman Kidnap Case
পাপ্পু চৌধুরি

আসানসোল, 8 অগস্ট : সালানপুরের এক শিল্পপতিকে অপহরণের ঘটনায় গুজরাতের সুরাত থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে ট্রানজ়িট রিমান্ডে নিয়ে এল সিআইডি । পাপ্পু চৌধুরি নামে ওই দুষ্কৃতীকে গতকাল আসানসোল মহকুমা আদালতে পেশ করা হয় । তাকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ এর আগে এই ঘটনায় মধ্যপ্রদেশ থেকে চন্দন সোনা সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল সিআইডি ।

সালানপুরের শিল্পপতি তেজপাল সিংয়ের অপহরণের ঘটনায় ধীরে ধীরে জট খুলছে আন্তঃরাজ্য অপহরণ চক্রের । এই অপহরণ চক্রের কতদূর বিস্তৃত তা খুঁজতে নেমে তাজ্জব হয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ।

2019 সালের এপ্রিল মাসে সালানপুরের নাকড়াজড়িয়া এলাকা থেকে শিল্পপতি তেজপাল সিংকে অপহরণ করা হয় । ঘটনার 33 দিন পর প্রায় আড়াই কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান ওই শিল্পপতি । ঘটনার তদন্তে নামে সিআইডি ৷ প্রথমে ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করে সিআইডি । এরপরেই ঘটনায় অন্যতম অভিযুক্ত রাকেশ সিংকে গ্রেফতার করা হয় ৷

10 মার্চ অপহরণ কান্ডের মূলচক্রী চন্দন সোনাকে গ্রেফতার করে সিআইডি । মধ্যপ্রদেশের সিংহোলি এলাকা থেকে সিআইডির একটি দল তাকে গ্রেফতার করেছে । এরপর ট্রানজিট রিমান্ড নিয়ে চন্দন সোনাকে এ রাজ্যে নিয়ে আসা হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে পাপ্পু চৌধুরির নাম পায় সিআইডি । সম্প্রতি অন্য একটি ঘটনায় গুজরাতের সুরাতে গ্রেফতার হয় পাপ্পু চৌধুরি ।

সেই কথা জানতে পেরেই ট্রানজিট রিমান্ডে পাপ্পু চৌধুরিকে সুরাত জেল থেকে নিয়ে আসা হয় । গতকাল তাকে আসানসোল আদালতে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ । সিআইডি নিজেদের হেফাজতে পাপ্পু চৌধুরিকে নিয়ে জেরা করতে চায় । পাপ্পুকে জেরা করলেই অপহরণের ঘটনার জট আরও খুলবে বলে আশা সিআইডির।

আসানসোল, 8 অগস্ট : সালানপুরের এক শিল্পপতিকে অপহরণের ঘটনায় গুজরাতের সুরাত থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে ট্রানজ়িট রিমান্ডে নিয়ে এল সিআইডি । পাপ্পু চৌধুরি নামে ওই দুষ্কৃতীকে গতকাল আসানসোল মহকুমা আদালতে পেশ করা হয় । তাকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ এর আগে এই ঘটনায় মধ্যপ্রদেশ থেকে চন্দন সোনা সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল সিআইডি ।

সালানপুরের শিল্পপতি তেজপাল সিংয়ের অপহরণের ঘটনায় ধীরে ধীরে জট খুলছে আন্তঃরাজ্য অপহরণ চক্রের । এই অপহরণ চক্রের কতদূর বিস্তৃত তা খুঁজতে নেমে তাজ্জব হয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ।

2019 সালের এপ্রিল মাসে সালানপুরের নাকড়াজড়িয়া এলাকা থেকে শিল্পপতি তেজপাল সিংকে অপহরণ করা হয় । ঘটনার 33 দিন পর প্রায় আড়াই কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান ওই শিল্পপতি । ঘটনার তদন্তে নামে সিআইডি ৷ প্রথমে ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করে সিআইডি । এরপরেই ঘটনায় অন্যতম অভিযুক্ত রাকেশ সিংকে গ্রেফতার করা হয় ৷

10 মার্চ অপহরণ কান্ডের মূলচক্রী চন্দন সোনাকে গ্রেফতার করে সিআইডি । মধ্যপ্রদেশের সিংহোলি এলাকা থেকে সিআইডির একটি দল তাকে গ্রেফতার করেছে । এরপর ট্রানজিট রিমান্ড নিয়ে চন্দন সোনাকে এ রাজ্যে নিয়ে আসা হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে পাপ্পু চৌধুরির নাম পায় সিআইডি । সম্প্রতি অন্য একটি ঘটনায় গুজরাতের সুরাতে গ্রেফতার হয় পাপ্পু চৌধুরি ।

সেই কথা জানতে পেরেই ট্রানজিট রিমান্ডে পাপ্পু চৌধুরিকে সুরাত জেল থেকে নিয়ে আসা হয় । গতকাল তাকে আসানসোল আদালতে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ । সিআইডি নিজেদের হেফাজতে পাপ্পু চৌধুরিকে নিয়ে জেরা করতে চায় । পাপ্পুকে জেরা করলেই অপহরণের ঘটনার জট আরও খুলবে বলে আশা সিআইডির।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.