দুর্গাপুর, 1 মার্চ : অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে সোমবার ইউক্রেন থেকে একে একে বাড়ি ফিরলেন পানাগড় বাজারের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া জ্যোতি সিং, অন্ডালের উখরা সুভাষপাড়ার বাসিন্দা পর্ণশ্রী দাস, দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা নেহা খান, নঈমনগরের বাসিন্দা জিনত আলমরা ৷ জানালেন ভারতীয়দের উপরে অত্যাচার করছে ইউক্রেনের পুলিশ (Indians are Tourtured by Police) ৷
পানাগড়ে বাড়ি ফিরেই জ্যোতি সিং সংবাদমাধ্যমকে জানালেন, ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি এবং ইউক্রেন থেকে কীভাবে তিনি বাড়ি ফিরলেন সেই অভিজ্ঞতার কথা ৷ একইভাবে তাঁর অভিজ্ঞতার কথা জানান উখরার পর্ণশ্রী দাসও ৷ জ্যোতি সিং জানিয়েছেন, তাঁর মত অনেক ভারতীয় পড়ুয়া সেখানে এখনও আটকে রয়েছেন ৷ যদি যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় তবে, তাঁদের সেখান থেকে বার করা কঠিন হয়ে পড়বে ৷
আরও পড়ুন : Students Left Kyiv by Train : দূতাবাসের কাছেই আশ্রয় নেওয়া 400 ভারতীয় ছাত্র ট্রেনে চড়ে ছাড়লেন কিভ
তবে, ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জ্যোতি ৷ তিনি বলেন, ‘‘ইউক্রেনে থাকার সময় সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে ছিল খাবার ও পানীয় জল ৷ এখনও ইউক্রেনের অন্যান্য শহরে যেখানে ছাত্রছাত্রীরা আটকে রয়েছেন ৷ সেখানে রাতে তাপমাত্রা মাইনাসে চলে যাচ্ছে ৷ ওই শীতের মধ্যেই বেসমেন্টে থাকতে হচ্ছে সবাইকে ৷ খাবার ও পানীয় জলের সমস্যা রয়েছে সেখানে ৷ কারণ ইউক্রেন সরকার কোনভাবেই তাঁদের কোনও বিষয়ে সহযোগিতা করছিল না ৷’’ উল্টে ইউক্রেনের পুলিশ ভারতীয়দের মারধর করছে বলে জানান তাঁরা (Indians are Tortured by Police Says Ukraine Return Students) ৷ অনেকের হাত ভেঙে দিয়েছে সেখানকার পুলিশ ৷