ETV Bharat / state

ICDS Workers Protest : বকেয়া টাকা না মেলায় কাঁকসায় বিক্ষোভ আইসিডিএস কর্মীদের

একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মেদিনীপুর থেকে আইসিডিএস কেন্দ্রগুলিতে দিল্লির সরকারের সাহায্য মিলছে না বলে অভিযোগ করেন । অন্যদিকে নিজেদের গয়না বন্ধক দিয়ে, সুদে টাকা নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে ৷ রাজ্য ও কেন্দ্রের টাকা মেলেনি, শেষমেশ কাঁকসায় বিক্ষোভ করেন আইসিডিএস কর্মীরা ৷ তাঁরা চান অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দায়িত্ব নিক রাজ্য (ICDS Workers Protested for Arrears in Kanksa)।

ICDS Workers Protested for Arrears in Kanksa
ICDS Workers Protest
author img

By

Published : May 18, 2022, 10:27 PM IST

দুর্গাপুর, 18 মে : অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছে আইসিডিএস কর্মীরা ৷ গয়না বন্ধক থেকে শুরু করে সুদে টাকা নিয়ে, এমনকি নিজের ছেলের স্কুলের ভর্তির টাকা পাওনাদারদের মিটিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রকে বাঁচিয়ে রেখেছে । এই ধরনের একাধিক অভিযোগ নিয়ে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিক-এর কাছে বিক্ষোভ দেখায় বুধবার কর্মীরা (ICDS Workers Protested for Arrears in Kanksa)। ‌

আইসিডিএস কর্মীরা দীর্ঘ কয়েক মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের দেওয়া রেশন সামগ্রীর টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন ৷ যার ফলে একেকজন অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে দোকানদার প্রায় 50 হাজার টাকা করে পাবে ৷ আর এই টাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে না পাওয়ার কারণে বাধ্য হয়ে আইসিডিএস কর্মীরা বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে চালিয়ে যাচ্ছেন । যা দিনের পর দিন তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না চালানো ৷ ফলে অবিলম্বে বকেয়া টাকার দাবি, এছাড়াও তাদের আরও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিকের কাছে বিক্ষোভ দেখায় কর্মীরা এবং তাঁরা লিখিতভাবেও তাদের দাবি তুলে ধরেন (ICDS workers protested in various demands)।

একাধিক দাবিতে কাঁকসায় বিক্ষোভ করেন অঙ্গনওয়াড়ির কর্মীরা

আরও পড়ুন : Shishu Alay Sarathi App : 'শিশু আলয় সারথি' অ্যাপ আইসিডিএস সেন্টার পরিদর্শনে পথ দেখাবে প্রশাসনকে

তাদের এই সমস্যা অবিলম্বে যদি না মেটে তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা করেন আইসিডিএস কর্মীরা । ‌অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিক অতনু চট্টোপাধ্যায় এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, সরকারি নিয়ম বদল হচ্ছে যার ফলে এই সমস্যা দেখা দিয়েছে ৷ খুব দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হয়ে যাবে ৷ কিন্তু কবে হবে তা সঠিকভাবে জানাতে পারেননি । যদিও অঙ্গনওয়াড়ি রাজ্য কমিটির সদস্য সাবিত্রী মাহাতো জানান, তাদের এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে ৷ রাজ্য সরকার অবিলম্বে তাদের পাশে দাঁড়াক ৷ না হলে আগামিদিনে কলকাতায় আন্দোলনে নামবেন তাঁরা ।

দুর্গাপুর, 18 মে : অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছে আইসিডিএস কর্মীরা ৷ গয়না বন্ধক থেকে শুরু করে সুদে টাকা নিয়ে, এমনকি নিজের ছেলের স্কুলের ভর্তির টাকা পাওনাদারদের মিটিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রকে বাঁচিয়ে রেখেছে । এই ধরনের একাধিক অভিযোগ নিয়ে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিক-এর কাছে বিক্ষোভ দেখায় বুধবার কর্মীরা (ICDS Workers Protested for Arrears in Kanksa)। ‌

আইসিডিএস কর্মীরা দীর্ঘ কয়েক মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের দেওয়া রেশন সামগ্রীর টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন ৷ যার ফলে একেকজন অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে দোকানদার প্রায় 50 হাজার টাকা করে পাবে ৷ আর এই টাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে না পাওয়ার কারণে বাধ্য হয়ে আইসিডিএস কর্মীরা বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে চালিয়ে যাচ্ছেন । যা দিনের পর দিন তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না চালানো ৷ ফলে অবিলম্বে বকেয়া টাকার দাবি, এছাড়াও তাদের আরও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিকের কাছে বিক্ষোভ দেখায় কর্মীরা এবং তাঁরা লিখিতভাবেও তাদের দাবি তুলে ধরেন (ICDS workers protested in various demands)।

একাধিক দাবিতে কাঁকসায় বিক্ষোভ করেন অঙ্গনওয়াড়ির কর্মীরা

আরও পড়ুন : Shishu Alay Sarathi App : 'শিশু আলয় সারথি' অ্যাপ আইসিডিএস সেন্টার পরিদর্শনে পথ দেখাবে প্রশাসনকে

তাদের এই সমস্যা অবিলম্বে যদি না মেটে তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা করেন আইসিডিএস কর্মীরা । ‌অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিক অতনু চট্টোপাধ্যায় এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, সরকারি নিয়ম বদল হচ্ছে যার ফলে এই সমস্যা দেখা দিয়েছে ৷ খুব দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হয়ে যাবে ৷ কিন্তু কবে হবে তা সঠিকভাবে জানাতে পারেননি । যদিও অঙ্গনওয়াড়ি রাজ্য কমিটির সদস্য সাবিত্রী মাহাতো জানান, তাদের এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে ৷ রাজ্য সরকার অবিলম্বে তাদের পাশে দাঁড়াক ৷ না হলে আগামিদিনে কলকাতায় আন্দোলনে নামবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.