আসানসোল, 28 জানুয়ারি : সরস্বতী পূজার চাঁদা তোলাকে কেন্দ্র করে ঝামেলা ৷ আর তার জেরেই 4টি বাড়ি পুরো ভেঙে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে সালানপুর থানার নামোকেশিয়া গ্রামে (Salanpur News) । এই এলাকার চারটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ ৷
গত কয়েকদিন ধরেই সালানপুরের নামোকেশিয়া এলাকায় সরস্বতী পুজাের চাঁদা তুলছিলেন কয়েকজন যুবক । এলাকায় বালির গাড়ি থেকে শুরু করে অন্যান্য গাড়ি থেকেও বলপূর্বক চাঁদা তোলা হচ্ছিল বলে অভিযোগ ওঠে ।
দ্বন্দ্বের সূত্রপাত হয় বুধবার রাতে । এলাকায় একটি মেলা চলছিল । অভিযোগ, ওই যুবকরা মেলায় গিয়ে বলপূর্বক কিছু দোকান থেকে চাঁদা নেন । মেলায় একটি জুয়ার আসরও চলছিল । সেই জুয়ার ঠেক যিনি চালাচ্ছিলেন তাঁর কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করেন ওই যুবকরা । আর তাতেই মেলা কমিটি ও ওই এলাকার কিছু যুবকদের সঙ্গে বচসা বাধে চাঁদা চাইতে যাওয়া যুবকদের । শুরু হয় হাতাহাতি ৷
তবে বুধবার রাতে ঘটনা থেমে গেলেও বৃহস্পতিবার মেলার আয়োজক থেকে শুরু করে ওই এলাকার যুবকরা এসে চাঁদা চাইতে যাওয়া যুবকদের বাড়িতে চড়াও হয়ে চারটি বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । বাড়ির টালির ছাদ, অ্যাসবেসটসের ছাদ থেকে শুরু করে ঘরের ভিতরের সব আসবাবপত্র, সাইকেল সবকিছুই ভেঙে তছনছ করে দেওয়া হয় ৷ এর পাশাপাশি লুঠপাট চালানো হয় বলেও অভিযোগ ।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷ গোটা বিষয়টি নিয়ে দু'পক্ষের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ।
আরও পড়ুন : Attack on West Bengal Police : ঝাড়খণ্ডে তদন্তে গিয়ে আক্রান্ত কুলটি থানার পুলিশ !