ETV Bharat / state

House Vandalized In Salanpur : সরস্বতী পুজোর চাঁদা নিয়ে বিবাদ, বাড়ি ভাঙচুর সালানপুরে - salanpur news

চাঁদা নেওয়াকে কেন্দ্র করে বচসা ও হাতাহাতি ৷ তারপর চাঁদা নেওয়া যুবকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল এলাকারই অন্যান্যদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে সালানপুর থানার নামোকেশিয়া গ্রামে (Salanpur News) ৷

salanpur
সরস্বতী পুজোর চাঁদা নিয়ে ঝামেলার জেরে বাড়িঘর ভাঙচুর সালানপুরে
author img

By

Published : Jan 28, 2022, 12:04 PM IST

আসানসোল, 28 জানুয়ারি : সরস্বতী পূজার চাঁদা তোলাকে কেন্দ্র করে ঝামেলা ৷ আর তার জেরেই 4টি বাড়ি পুরো ভেঙে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে সালানপুর থানার নামোকেশিয়া গ্রামে (Salanpur News) । এই এলাকার চারটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ ৷


গত কয়েকদিন ধরেই সালানপুরের নামোকেশিয়া এলাকায় সরস্বতী পুজাের চাঁদা তুলছিলেন কয়েকজন যুবক । এলাকায় বালির গাড়ি থেকে শুরু করে অন্যান্য গাড়ি থেকেও বলপূর্বক চাঁদা তোলা হচ্ছিল বলে অভিযোগ ওঠে ।

দ্বন্দ্বের সূত্রপাত হয় বুধবার রাতে । এলাকায় একটি মেলা চলছিল । অভিযোগ, ওই যুবকরা মেলায় গিয়ে বলপূর্বক কিছু দোকান থেকে চাঁদা নেন । মেলায় একটি জুয়ার আসরও চলছিল । সেই জুয়ার ঠেক যিনি চালাচ্ছিলেন তাঁর কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করেন ওই যুবকরা । আর তাতেই মেলা কমিটি ও ওই এলাকার কিছু যুবকদের সঙ্গে বচসা বাধে চাঁদা চাইতে যাওয়া যুবকদের । শুরু হয় হাতাহাতি ৷

সরস্বতী পুজোর চাঁদা নিয়ে ঝামেলার জেরে বাড়িঘর ভাঙচুর সালানপুরে

তবে বুধবার রাতে ঘটনা থেমে গেলেও বৃহস্পতিবার মেলার আয়োজক থেকে শুরু করে ওই এলাকার যুবকরা এসে চাঁদা চাইতে যাওয়া যুবকদের বাড়িতে চড়াও হয়ে চারটি বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । বাড়ির টালির ছাদ, অ্যাসবেসটসের ছাদ থেকে শুরু করে ঘরের ভিতরের সব আসবাবপত্র, সাইকেল সবকিছুই ভেঙে তছনছ করে দেওয়া হয় ৷ এর পাশাপাশি লুঠপাট চালানো হয় বলেও অভিযোগ ।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷ গোটা বিষয়টি নিয়ে দু'পক্ষের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : Attack on West Bengal Police : ঝাড়খণ্ডে তদন্তে গিয়ে আক্রান্ত কুলটি থানার পুলিশ !

আসানসোল, 28 জানুয়ারি : সরস্বতী পূজার চাঁদা তোলাকে কেন্দ্র করে ঝামেলা ৷ আর তার জেরেই 4টি বাড়ি পুরো ভেঙে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে সালানপুর থানার নামোকেশিয়া গ্রামে (Salanpur News) । এই এলাকার চারটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ ৷


গত কয়েকদিন ধরেই সালানপুরের নামোকেশিয়া এলাকায় সরস্বতী পুজাের চাঁদা তুলছিলেন কয়েকজন যুবক । এলাকায় বালির গাড়ি থেকে শুরু করে অন্যান্য গাড়ি থেকেও বলপূর্বক চাঁদা তোলা হচ্ছিল বলে অভিযোগ ওঠে ।

দ্বন্দ্বের সূত্রপাত হয় বুধবার রাতে । এলাকায় একটি মেলা চলছিল । অভিযোগ, ওই যুবকরা মেলায় গিয়ে বলপূর্বক কিছু দোকান থেকে চাঁদা নেন । মেলায় একটি জুয়ার আসরও চলছিল । সেই জুয়ার ঠেক যিনি চালাচ্ছিলেন তাঁর কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করেন ওই যুবকরা । আর তাতেই মেলা কমিটি ও ওই এলাকার কিছু যুবকদের সঙ্গে বচসা বাধে চাঁদা চাইতে যাওয়া যুবকদের । শুরু হয় হাতাহাতি ৷

সরস্বতী পুজোর চাঁদা নিয়ে ঝামেলার জেরে বাড়িঘর ভাঙচুর সালানপুরে

তবে বুধবার রাতে ঘটনা থেমে গেলেও বৃহস্পতিবার মেলার আয়োজক থেকে শুরু করে ওই এলাকার যুবকরা এসে চাঁদা চাইতে যাওয়া যুবকদের বাড়িতে চড়াও হয়ে চারটি বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । বাড়ির টালির ছাদ, অ্যাসবেসটসের ছাদ থেকে শুরু করে ঘরের ভিতরের সব আসবাবপত্র, সাইকেল সবকিছুই ভেঙে তছনছ করে দেওয়া হয় ৷ এর পাশাপাশি লুঠপাট চালানো হয় বলেও অভিযোগ ।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷ গোটা বিষয়টি নিয়ে দু'পক্ষের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : Attack on West Bengal Police : ঝাড়খণ্ডে তদন্তে গিয়ে আক্রান্ত কুলটি থানার পুলিশ !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.