ETV Bharat / state

পানাগড়ে লরির পিছনে ধাক্কা বেপরোয়া চারচাকা গাড়ির, আহত 5

author img

By

Published : Feb 19, 2021, 4:16 PM IST

পানাগড়ের 2 নম্বর জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন 5 জন ৷ একটি চারচাকার সঙ্গে লরির ধাক্কার জেরেই দুর্ঘটনাটি ঘটে ৷

এভাবেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি
এভাবেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি

দুর্গাপুর, 19 ফেব্রুয়ারিঃ ফের 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ৷ ঘটনার জেরে গুরুতর আহত এক মহিলাসহ 5 জন ৷ ঘটনাটি ঘটেছে পানাগড়ের 2 নম্বর জাতীয় সড়কে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এলাকা থেকে গুসকরা যাচ্ছিল চারচাকার একটি গাড়ি ৷ কোটা মোড়ের কাছে রাস্তায় একটি লরি দাঁড়িয়েছিল ৷ দ্রুত গতিতে আসা চারচাকা গাড়িটি পিছন দিক থেকে ধাক্কা মারে লরিটিকে ৷ চারচাকা গাড়িতে ছিলেন 5 জন আরোহী ৷ গুরুতর আহত হন পাঁচজনই ৷ সঙ্গে সঙ্গে বুদবুদ থানায় খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থানে আসে বুদবুদ থানার পুলিশ ৷ পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ৷

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা লরির, নিহত 2

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটির সামনের অংশ ৷ আহতরা সুস্থ হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে ৷ গাড়ির চালককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ স্থানীয়দের দাবি, প্রায়ই 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে ৷ বারবার দুর্ঘটনা ঘটলেও পুলিশের কোনও হেলদোল নেই ৷ ঘটনার জেরে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে ৷ পুলিশ ঘটনাস্থানে এলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

দুর্গাপুর, 19 ফেব্রুয়ারিঃ ফের 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ৷ ঘটনার জেরে গুরুতর আহত এক মহিলাসহ 5 জন ৷ ঘটনাটি ঘটেছে পানাগড়ের 2 নম্বর জাতীয় সড়কে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এলাকা থেকে গুসকরা যাচ্ছিল চারচাকার একটি গাড়ি ৷ কোটা মোড়ের কাছে রাস্তায় একটি লরি দাঁড়িয়েছিল ৷ দ্রুত গতিতে আসা চারচাকা গাড়িটি পিছন দিক থেকে ধাক্কা মারে লরিটিকে ৷ চারচাকা গাড়িতে ছিলেন 5 জন আরোহী ৷ গুরুতর আহত হন পাঁচজনই ৷ সঙ্গে সঙ্গে বুদবুদ থানায় খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থানে আসে বুদবুদ থানার পুলিশ ৷ পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ৷

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা লরির, নিহত 2

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটির সামনের অংশ ৷ আহতরা সুস্থ হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে ৷ গাড়ির চালককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ স্থানীয়দের দাবি, প্রায়ই 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে ৷ বারবার দুর্ঘটনা ঘটলেও পুলিশের কোনও হেলদোল নেই ৷ ঘটনার জেরে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে ৷ পুলিশ ঘটনাস্থানে এলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.