ETV Bharat / state

জামুড়িয়ায় পেট্রোল পাম্পে যাত্রীবাহী বাসে আগুন

জামুরিয়ায় পেট্রোল পাম্পের ভিতরেই যাত্রীবোঝাই মিনিবাসে আগুন ৷ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ দমকলকর্মী ও পেট্রোল পাম্পের কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয় ৷

fire-on-bus-at-jamuria-petrol-pump
জামুরিয়ায় পেট্রোল পাম্পের ভেতরেই যাত্রীবোঝাই বাসে আগুন
author img

By

Published : Mar 23, 2020, 11:16 AM IST

Updated : Mar 23, 2020, 11:31 AM IST

জামুড়িয়া, 23 মার্চ : পেট্রোল পাম্পে যাত্রীবাহী মিনিবাসে আগুন ৷ আজ ভোরে জামুরিয়া পেট্রোল পাম্পের ভিতরে একটি মিনিবাসে আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ ৷ ঘটনাস্থানে আসে দমকল ৷ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ দমকলকর্মী ও পেট্রোল পাম্পের কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয় ৷

জামুড়িয়ায় পেট্রোল পাম্পে যাত্রীবাহী বাসে আগুন

পেট্রোল পাম্পের মালিক জানান, " আজ ভোর সাড়ে 4 টে নাগাদ পেট্রোল পাম্পে একটি মিনিবাস আসে । হঠাৎই মিনিবাসটিতে আগুন ধরে যায় । পেট্রোল পাম্পের ভিতরেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। এরপর পেট্রোল পাম্পের কর্মী ও অন্যান্য মিনিবাস চালকের সহায়তায় যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসেন ৷ পেট্রোলপাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণ মিনিবাসটি 80 শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে । পাশে থাকা অন্য একটি বাসও আগুনের জেরে অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয় । "

তিনি আরও বলেন, " ঘটনাটি মধ্যরাতে হলে বড়সড় দুর্ঘটনার সম্ভব ছিল । পেট্রোল পাম্প বন্ধ থাকলেও পাম্পে অনেকটা রিজ়ার্ভ তেল থাকে । বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জামুড়িয়াবাসী । " ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ তবে বাসকর্মীদের বক্তব্য, " শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বাসে ৷ "

জামুড়িয়া, 23 মার্চ : পেট্রোল পাম্পে যাত্রীবাহী মিনিবাসে আগুন ৷ আজ ভোরে জামুরিয়া পেট্রোল পাম্পের ভিতরে একটি মিনিবাসে আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ ৷ ঘটনাস্থানে আসে দমকল ৷ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ দমকলকর্মী ও পেট্রোল পাম্পের কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয় ৷

জামুড়িয়ায় পেট্রোল পাম্পে যাত্রীবাহী বাসে আগুন

পেট্রোল পাম্পের মালিক জানান, " আজ ভোর সাড়ে 4 টে নাগাদ পেট্রোল পাম্পে একটি মিনিবাস আসে । হঠাৎই মিনিবাসটিতে আগুন ধরে যায় । পেট্রোল পাম্পের ভিতরেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। এরপর পেট্রোল পাম্পের কর্মী ও অন্যান্য মিনিবাস চালকের সহায়তায় যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসেন ৷ পেট্রোলপাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণ মিনিবাসটি 80 শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে । পাশে থাকা অন্য একটি বাসও আগুনের জেরে অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয় । "

তিনি আরও বলেন, " ঘটনাটি মধ্যরাতে হলে বড়সড় দুর্ঘটনার সম্ভব ছিল । পেট্রোল পাম্প বন্ধ থাকলেও পাম্পে অনেকটা রিজ়ার্ভ তেল থাকে । বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জামুড়িয়াবাসী । " ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ তবে বাসকর্মীদের বক্তব্য, " শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বাসে ৷ "

Last Updated : Mar 23, 2020, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.