কাঁকসা, 13 মার্চ : কাঁকসায় পানাগড় বাইপাশে চলন্ত বাইকে আগুন । কোনওক্রমে রক্ষা পেলেন বাইকে থাকা দম্পতি । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর আগেই পুড়ে হয়ে যায় বাইকটি ।
কলকাতা থেকে ঝাড়খণ্ডের গোমো যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে । 2 নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসে বাইকটির পিছনে আচমকাই আগুন লেগে যায় । তাঁরা লক্ষ্য করেন বিষয়টি । তারপরই তড়িঘড়ি বাইকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে অন্যপ্রান্তে চলে আসেন । মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় সেটি ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে বুদবুদ থানার পুলিশ । আসে দমকলের একটি ইঞ্জিনও । এ বিষয়ে আকাশ দত্ত জানান, তাঁরা হঠাৎ এই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন । আপাতত গাড়িটি বুদবুদ থানার পুলিশ নিয়ে গেছে ।