দুর্গাপুর, 3 এপ্রিল : দুর্গাপুর থানার কাদারোড যৌনপল্লিতে আগুনে পুড়ে গেল চারটি ঘর। গতরাত 1 টায় আগুন লাগে।
পুড়ে যাওয়া ঘরগুলিতে যৌন ব্যবসা চলত। ঘটনাস্থানে রাতেই আসে দমকলের একটি ইঞ্জিন এবং ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ।
এক মহিলা অভিযোগ করেন,"কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু কে বা কারা আগুন লাগিয়েছে তা আমরা জানি না। আমার সাথে কারও শত্রুতা ছিল না।"