ETV Bharat / state

দুর্গাপুরে চারটি ঘরে আগুন - fire breaks out

পুড়ে ছাই চারটে ঘর। গতরাতে আগুন লাগে দুর্গাপুর থানার কাদারোড যৌনপল্লিতে। ঘটনাস্থানে যায় দমকলের 1 টি ইঞ্জিন ও ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ।

দুর্ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 3, 2019, 3:18 PM IST

দুর্গাপুর, 3 এপ্রিল : দুর্গাপুর থানার কাদারোড যৌনপল্লিতে আগুনে পুড়ে গেল চারটি ঘর। গতরাত 1 টায় আগুন লাগে।

পুড়ে যাওয়া ঘরগুলিতে যৌন ব্যবসা চলত। ঘটনাস্থানে রাতেই আসে দমকলের একটি ইঞ্জিন এবং ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ।

এক মহিলা অভিযোগ করেন,"কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু কে বা কারা আগুন লাগিয়েছে তা আমরা জানি না। আমার সাথে কারও শত্রুতা ছিল না।"

দুর্গাপুর, 3 এপ্রিল : দুর্গাপুর থানার কাদারোড যৌনপল্লিতে আগুনে পুড়ে গেল চারটি ঘর। গতরাত 1 টায় আগুন লাগে।

পুড়ে যাওয়া ঘরগুলিতে যৌন ব্যবসা চলত। ঘটনাস্থানে রাতেই আসে দমকলের একটি ইঞ্জিন এবং ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ।

এক মহিলা অভিযোগ করেন,"কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু কে বা কারা আগুন লাগিয়েছে তা আমরা জানি না। আমার সাথে কারও শত্রুতা ছিল না।"

Intro:দুর্গাপুর থানা এলাকার কাদারোড যৌন পল্লীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো চারটি ঘর। যৌন পেশার সাথে জড়িত মহিলারা এই ঘর গুলিতে যৌন ব্যবসা চালাতেন। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় এই ঘর গুলি। এক মহিলা যৌন কর্মীর অভিযোগ কেউ ইচ্ছাকৃত ভাবে এই আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু কে বা কারা আগুন লাগিয়েছে তা আমরা জানিনা। আমার সাথে কারো শত্রুতা ছিল না। তাও কেন এই আগুন? ঘটনাস্থলে রাতেই আসে দমকলের একটি ইঞ্জিন এবং ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। বাঁশের খুঁটিতে টালির ছাউনি এরকম চারটি হওয়ার পাশাপাশি ছিল সেই ঘর গুলি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। স্বাভাবিকভাবেই যে মহিলা যৌন কর্মীরা এই ঘর গুলিতে তাদের যৌন ব্যবসা চালাতেন তারা এখন বিপাকে।।Body:কপিConclusion:কপি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.