ETV Bharat / state

সন্তান মারা গেছে 4 বছর আগে, পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুরমশাই - পুত্রবধুর পুনঃরায় বিবাহ

পুত্রবধূর বিয়ে দিয়ে নজির গড়লেন দুর্গাপুরের বাসিন্দা অজয় শাসমল ৷ বছর চারেক আগে মৃত্যু হয় পুত্র উত্তম শাসমলের ৷

image
পুত্রবধুর বিবাহ
author img

By

Published : Dec 11, 2019, 9:39 PM IST

দুর্গাপুর, 11 ডিসেম্বর : নজির গড়লেন দুর্গাপুরের অজয় শাসমল ৷ নিজের দায়িত্বে পুত্রবধূর বিয়ে দিলেন তিনি । বর্তমান সমাজে শ্বশুর-শাশুড়ির সঙ্গে পুত্রবধূর কলহ নতুন কিছু না ৷ কিন্তু অজয় শাসমল আজ যেন দৃষ্টান্ত তৈরি করলেন ৷ সাত বছর আগে ব্যবসায়ী অজয় শাসমলের ছেলে উত্তম শাসমলের সঙ্গে বিয়ে হয় দেবশ্রী শাসমলের ৷ কিন্তু চার বছর আগে উত্তম একটি দুর্ঘটনায় পড়ে ৷ মানসিক ভারসাম্য হারায় সে ৷ অবসাদগ্রস্ত উত্তম একদিন আত্মহত্য়া করে । বিধবা দেবশ্রী শ্বশুরবাড়িতেই ছিলেন ৷ স্বামী না থাকলেও শ্বশুর ও শাশুড়ির সঙ্গে সংসার সামলাচ্ছিলেন ৷

পুত্রবধূর বিবাহ দিলেন শ্বশুরমশাই

এত অল্প বয়সে বিধবা হয়েছিল দেবশ্রী ৷ যা মেনে নিতে পারেননি অজয়বাবু ৷ তিনি বলেন, "অল্প বয়সে বউমা বিধবা হয়ে গেল ৷ আমি এটা মেনে নিতে পারিনি ৷ আমাদের বয়স কম ৷ মেয়েটির একটা আশ্রয় দরকার ছিল ৷ সেই ভাবনা থেকেই আমি বউমার বিয়ের ঠিক করি ৷ ও তো আমাদের মেয়ের মতোই ৷ ওর সুখ-সুবিধের কথা ভেবেই আমাদের এই সিদ্ধান্ত ৷"

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেবশ্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল ওর শ্বশুর ও শাশুড়ির ৷ অজয়বাবু নিজেই দেবশ্রীকে বিয়ের প্রস্তাব দেন ৷ দেবশ্রীও রাজি হয়ে যায় ৷ তারপরই বিয়ের ঠিক হয় ৷

শাসমল পরিবারের তরফে জানা গেছে, করঙ্গ পাড়ার বাসিন্দা সন্তোষ নায়েকের সঙ্গে দেবশ্রীর বিয়ে ঠিক করেন অজয়বাবু ৷ দুর্গাপুরের পিয়ালা কালীমন্দিরে আজ বিয়ে হয় ৷ নিজহাতে কন্যাদান করেন অজয়বাবু ।

শ্বশুরের তত্ত্বাবধানে বিয়ে করে খুশি দেবশ্রী ৷ জানালেন, অষ্টমঙ্গলার জন্য অজয় শাসমলের বাড়িতেই আসবেন তিনি ৷

দুর্গাপুর, 11 ডিসেম্বর : নজির গড়লেন দুর্গাপুরের অজয় শাসমল ৷ নিজের দায়িত্বে পুত্রবধূর বিয়ে দিলেন তিনি । বর্তমান সমাজে শ্বশুর-শাশুড়ির সঙ্গে পুত্রবধূর কলহ নতুন কিছু না ৷ কিন্তু অজয় শাসমল আজ যেন দৃষ্টান্ত তৈরি করলেন ৷ সাত বছর আগে ব্যবসায়ী অজয় শাসমলের ছেলে উত্তম শাসমলের সঙ্গে বিয়ে হয় দেবশ্রী শাসমলের ৷ কিন্তু চার বছর আগে উত্তম একটি দুর্ঘটনায় পড়ে ৷ মানসিক ভারসাম্য হারায় সে ৷ অবসাদগ্রস্ত উত্তম একদিন আত্মহত্য়া করে । বিধবা দেবশ্রী শ্বশুরবাড়িতেই ছিলেন ৷ স্বামী না থাকলেও শ্বশুর ও শাশুড়ির সঙ্গে সংসার সামলাচ্ছিলেন ৷

পুত্রবধূর বিবাহ দিলেন শ্বশুরমশাই

এত অল্প বয়সে বিধবা হয়েছিল দেবশ্রী ৷ যা মেনে নিতে পারেননি অজয়বাবু ৷ তিনি বলেন, "অল্প বয়সে বউমা বিধবা হয়ে গেল ৷ আমি এটা মেনে নিতে পারিনি ৷ আমাদের বয়স কম ৷ মেয়েটির একটা আশ্রয় দরকার ছিল ৷ সেই ভাবনা থেকেই আমি বউমার বিয়ের ঠিক করি ৷ ও তো আমাদের মেয়ের মতোই ৷ ওর সুখ-সুবিধের কথা ভেবেই আমাদের এই সিদ্ধান্ত ৷"

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেবশ্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল ওর শ্বশুর ও শাশুড়ির ৷ অজয়বাবু নিজেই দেবশ্রীকে বিয়ের প্রস্তাব দেন ৷ দেবশ্রীও রাজি হয়ে যায় ৷ তারপরই বিয়ের ঠিক হয় ৷

শাসমল পরিবারের তরফে জানা গেছে, করঙ্গ পাড়ার বাসিন্দা সন্তোষ নায়েকের সঙ্গে দেবশ্রীর বিয়ে ঠিক করেন অজয়বাবু ৷ দুর্গাপুরের পিয়ালা কালীমন্দিরে আজ বিয়ে হয় ৷ নিজহাতে কন্যাদান করেন অজয়বাবু ।

শ্বশুরের তত্ত্বাবধানে বিয়ে করে খুশি দেবশ্রী ৷ জানালেন, অষ্টমঙ্গলার জন্য অজয় শাসমলের বাড়িতেই আসবেন তিনি ৷

Intro:দুর্গাপুর : পুত্রশোক কাটিয়ে নিজের দায়ীত্মে পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর মশাই।সমাজের কাছে এই দৃষ্টান্ত হয়ে থাকল দুর্গাপুরের এই ঘটনা।বর্তমান সমাজেও শশুর শাশুড়িরা ওপর হয় বৌমার নির্যাতন নতুবা শ্বশুর-শ্বাশুড়ির বৌমার ওপর নির্যাতনের নানান ঘটনা প্রকাশ্যে এসেছে।শ্বশুর ও শ্বাশুড়ি আপিন বাবা মার জায়গা সব সময় করে নিতে পারেন না পুত্রবধুর কাছে এমন অপবাদ আজও আছে।কিন্তু দুর্গাপুরের কোকওভেন থানার ডিপিএল কলোনির বনিক মোড় এলাকার ব্যবসায়ী অজয় শাসমল আজ বাবার কাজ করে সামাজিক দায়িত্ব পালন করে দেখিয়ে দিলেন যে শ্বশুরের দায়িত্ব বাবার দায়িত্ব থেকেও কম নয়। এই কলোনির ব্যবসায়ী অজয় শাসমলের ছেলে উত্তম শাসমল এর সঙ্গে বিবাহ হয় দেবশ্রী শাসমল এর সাত বছর আগে।4 বছর আগে উত্তম একটি দুর্ঘটনায় শারীরিক ভাবে সমস্যায় পড়ায় মানসিক অবসাদে ভুগতে ভুগতে আত্মহত্যা করে বসে।. তাদের একটি 5 বছরের পুত্রসন্তান রয়েছে। শশুর মশাই কে এই ঘটনা নাড়া দিয়েছিল দীর্ঘদিন। তিনি সবসময় চেষ্টা চালিয়ে গেছেন পুত্রবধূকে আবার একটা সংসার,স্বামী দেওয়ার। নতুন করে বিয়ে দিয়ে ফিরিয়ে দিতে চেয়েছেন। অবশেষে একসময়ের পরিচিত করঙ্গ পাড়ার বাসিন্দা সন্তোষ নায়েক এর সঙ্গে তার হঠাৎ রাস্তায় দেখা হয়। সন্তোষ তার ছেলে উত্তমের বন্ধু ছিল।সেই সন্তোষকেই তার পুত্রবধূ দেবশ্রীকে বিয়ে করার প্রস্তাব দেন অজয়বাবু। রাজি হয় সন্তোষ।.আজ দুর্গাপুরের পিয়ালা কালীমন্দিরে অজয়বাবু দেবশ্রীকে কন্যাদান করলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হল সন্তোষ ও দেবশ্রী।শশুর মশাই অজয় শাসমলের দুচোখে খুশির অশ্রু।নিজের ছেলে মারা যাওয়ার পরে নিজে পুত্রশোক ভুলে দেখতেন দেবশ্রীর একাকিত্বের যন্ত্রনা।সেই যন্ত্রনা এক বাবার কাছে পুত্রশোকের থেকেও বড় বেশি যন্ত্রনাদায়ক হয়ে ওঠে।আজ খুশি তিনি।দেবশ্রী বাবাকে জানায় সে অষ্টমঙ্গলা করতে অজয়বাবুর বাড়িতেই যাবেন।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.