অন্ডাল, ১ মে : ভোট পরবর্তী হিংসা অব্যাহত অন্ডালে ৷ BJP-কে ভোট দেওয়া হয়েছে, এই সন্দেহে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা স্বপন হাজরার বিরুদ্ধে ৷ ঘটনাটি অন্ডালের দক্ষিণ খণ্ডগ্রামের ধর্মরাজ এলাকার ৷
BJP-র অভিযোগ, ওই এলাকায় তাদের দলের এক সমর্থকের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে ৷ অভিযোগকারী গায়ত্রী গড়াই বলেন, "আমাদের বাড়িতে ঢুকে মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে ৷ ব্যবসার জন্য যে গাড়িটি ছিল, সেটি ভেঙে দিয়েছে ৷ আমরা না কি BJP-কে ভোট দিয়েছি। তাই এই অত্যাচার চালাচ্ছে তৃণমূলের লোকজন ৷"
গায়ত্রীর মা রিতা গড়াই বলেন, "স্থানীয় তৃণমূলের লোকজন দীর্ঘদিন ধরে ঝামেলা করছে ৷ আমাদের তেলেভাজার ব্যবসা রয়েছে। তার জন্য একটি ঠেলাগাড়ি কিনেছি। কিন্তু গাড়িটি ঘরের সামনে রাখতে দেওয়া হচ্ছে না। গতকাল ঠেলাগাড়িটি ভেঙে দেওয়া হয়েছে। তেলেভাজার ব্যবসা করে সংসার চালাই । এখন কী করব বুঝতে পারছি না। তৃণমূলের নেতা স্বপন হাজরা মদতে এসব করা হচ্ছে। "
স্বপনবাবু সব অভিযোগ অস্বীকার করে বলেন, "ওইসব ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। তৃণমূলের কেউ এই কাজ করেনি ৷ সব অভিযোগ মিথ্যা ।"