দুর্গাপুর , 6 জুন : দীর্ঘ 2 বছর ধরে চলছে টালবাহানা । স্বামী মারা যাওয়ার পর সংসারে অনটন । শেষমেষ স্থানীয় BJP নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে অসহায় স্ত্রী নাবালিকা কন্যাকে নিয়ে গতকাল বিকালে বেসরকারি কারখানার সামনে চাকরি চেয়ে ধরনায় বসে পড়লেন মহিলা । কারখানার ভেতরে কোনও কর্মী ও যানবাহন ঢুকতে দেওয়া হল না । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ ।
কাঁকসা থানা এলাকার বামুনাড়ার বাসিন্দা সুকুমার বাউড়ি ৷ তাঁর স্ত্রী সোমি বাউড়ি ৷ স্থানীয় একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন তিনি । গত দু'বছর আগে তিনি কারখানার কর্মরত অবস্থায় মারা যান । সুকুমারের পরিবার বলতে তার স্ত্রী ও দুই মেয়ে । তাঁর মারা যাওয়ার পর স্থানীয়রা কারখানা কর্তৃপক্ষের কাছে তাঁর স্ত্রীর চাকরির দাবি জানান । কিন্তু অভিযোগ, দীর্ঘদিন যাবৎ এই কারখানা কর্তৃপক্ষ আজ নয় কাল এমনি করেই সময় পার করেছেন । কিন্তু তাঁর স্ত্রীর সোমির জোটেনি চাকরি ৷ বর্তমানে সোমি 2 টি বাড়িতে পরিচারিকার কাজ করে 2 মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছেন । এরপর একপ্রকার অসহায় হয়েই বামুনাড়া গ্রামের BJP নেতা কর্মীদের কাছে গিয়ে ঘটনার কথা জানান সোমি । এরপর গ্রামের BJP কর্মী শুভাশিস মুখোপাধ্যায়ের নেতৃত্বে গতকাল বিকালে ওই কারখানার গেটে আসেন BJP কর্মী-সমর্থকরা । তাঁদের সঙ্গে আসেন সোমি ও তাঁর 2 মেয়ে । চাকরির দাবিতে মেয়েদের নিয়ে কারখানার গেটে বসে পড়েন তিনি ।
BJP কর্মী শুভাশিস মুখোপাধ্যায় বলেন, ''আমরা দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি । কিন্তু ওঁরা শুধুমাত্র তারিখ দিয়ে গেছেন । আজ আমরা এসেছি চূড়ান্ত সিদ্ধান্ত জানতে । এই পরিবারটি আমাদের চোখের সামনে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে । আমরা চাই সোমি বাউড়ির চাকরি হোক । তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব । এবিষয়ে ওই কারখানা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি । ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ ৷ এরপর পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় ।''