দুর্গাপুর, 4 অগাস্ট : প্যানডেমিক পরিস্থিতিতে সতর্ক হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ । নিজেদের হাত স্যানিটাইজ় করা প্রয়োজনীয় । প্রয়োজন রেসপিরেটারি হাইজিন মেনে চলাও । কিন্তু একইসঙ্গে জড়বস্তুগুলিও জীবাণুমুক্ত করা গুরুত্বপূর্ণ । সেই বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করেছে দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিউট । গাড়ি জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে 360 ডিগ্রি কার ফ্লাশার । চার চাকা এবং দুই চাকার যানকে জীবাণুমুক্ত করা হচ্ছে ।
গাড়িগুলি জীবাণুমুক্ত করা প্রয়োজনীয় । সরকারের তরফে সেই নির্দেশিকাও জারি করা হয়েছে । সরকারি দপ্তরগুলিতে প্রথমে নিরাপত্তাকর্মীরা গাড়ির চাকা জীবাণুমুক্তকরণ করছিলেন । কিন্তু তারপরেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না । সংক্রমণের ভয় থেকেই যাচ্ছিল । ভয় ছিল, নিরাপত্তাকর্মীরা কোরোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকবেন তো? তাই দুর্গাপুরের CMERI-র বিশেষজ্ঞরা তৈরি করলেন 360 ডিগ্রি কার ফ্লাশার ।
360 ডিগ্রি কার ফ্লাশার কী ?
- লোহার পাইপে রয়েছে একাধিক নজ়েল ।
- গাড়ি এই লোহার পাইপের কাঠামোর সামনে এসে দাঁড়ানো মাত্রই পাইপে লাগানো সেন্সর সক্রিয় হয়ে উঠছে ।
- নজ়েল দিয়ে বেরিয়ে আসছে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত জল । সেই তরল চাকা সহ গাড়ির সম্পূর্ণ অংশকে নিমেষেই জীবাণুমুক্ত করে তুলছে । কোনও মানুষকে এর জন্য এগিয়ে আসতে হচ্ছে না ।
- সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে কর্পোরেট সংস্থায় আসা চার-চাকা গাড়ি সম্পূর্ণ জীবাণুমুক্ত হলে, তারপরেই সেই গাড়ি অফিসে যাওয়ার ছাড়পত্র পাবে ।
- দুই চাকার গাড়িও জীবাণুমুক্ত করা সম্ভব । সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত তরল মানবদেহের পক্ষে ক্ষতিকর । তাই বাইক আরোহীকে বাইকটি দাঁড় করিয়ে পাশে দাঁড়াতে হবে ।
- 360ডিগ্রি কার ফ্লাশার সম্পূর্ণ স্বয়ংক্রিয় হওয়ায় কোনও নিরাপত্তাকর্মীর কোরোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে না ।
CMERI-র ডিরেক্টর হরিশ হিরানি জানান, যে গাড়িতে আমরা যাতায়াত করছি তা জীবাণুমুক্ত করা প্রয়োজন বলে সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে । আমারাও সেই নির্দেশিকা পেয়েছি । গাড়িগুলিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পরেই অফিসে ঢোকার ছাড়পত্র পাওয়া যাবে । এই কাজ প্রথমদিকে ম্যানুয়ালি করা হচ্ছিল । কিন্তু সেক্ষেত্রে যাঁরা জীবাণুমুক্তকরণের কাজ করছিলেন, তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছিল । আমাদের বিজ্ঞানীরা 360 ডিগ্রি কার ফ্লাশার তৈরি করেছেন । সমস্ত নির্দেশিকা মেনে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত তরল দিয়ে গাড়িগুলিকে জীবাণুমুক্ত করা হচ্ছে ।
সরকারি কিংবা বেসরকারি অফিসগুলির ক্ষেত্রে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে । জড়বস্তুগুলিকে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । যে গাড়িতে আমরা প্রতিদিন যাতায়াত করছি, সেইগুলিকেও প্রতিনিয়ত জীবাণুমুক্ত রাখা জরুরি বলে মনে করছেন CMERI-র বিশেষজ্ঞরা ।