দুর্গাপুর, 11 মে : রাস্তার নাম বদলকে ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক দুর্গাপুরে (Durgapur news) ৷ রাস্তায় নেমেই আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিএমের ৷ রাস্তার বেহাল অবস্থা নিয়ে হোক লড়াই দাবি শহরবাসীর ৷ তৃণমূলকে কটাক্ষ বিজেপিরও । রাজনীতিকরণের অভিযোগ অস্বীকার দুর্গাপুর পৌরসভার বিরুদ্ধে । টানা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে ডিপিএল কারখানা থেকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় পর্যন্ত রাস্তাটির নাম রয়েছে 'লেনিন সরণি' । এবার এই রাস্তার নামকরণ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নামে করার আবেদন করা হয়েছে ।
দুর্গাপুর পৌরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় শুধু লেনিন সরণি নয়, সিটিসেন্টারের বেঙ্গল অম্বুজার বেশ কিছু রাস্তার নামকরণ বাপ্পি লাহিড়ী, সলিল চৌধুরীদের নামে করা হবে । একই সঙ্গে দুর্গাপুর নগর নিগমের কাছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ জানতে চায় এই লেনিন সরণির এই রাস্তার নামকরণ হলে কী নাম হতে পারে ? সেই মোতাবেক দুর্গাপুর নগর নিগমের বোর্ড মিটিংয়ে 'লেনিন সরণি'র নাম বদলানো হবে বলে প্রস্তাব পাশ হয় ৷ জানা গিয়েছে, লেনিন সরণির নাম বদলে হবে সুর সম্রাজ্ঞী প্রয়াত লতা মঙ্গেশকরের নামে ।
আরও পড়ুন : কলকাতার উঁচু-নিচু রাস্তা সমান করতে নয়া প্রযুক্তির ব্যবহার, জানালেন ফিরহাদ
এই বিষয়ে সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায়ের অভিযোগ, তৃণমূল পরিচালিত পৌরবোর্ড পরিকল্পিতভাবে লেনিন সরণির নাম বদলে ফেলতে চাইছে, রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে তাল মিলিয়ে দুর্গাপুর নগর নিগমও একই কাজ করছে ৷ ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙছে বিজেপি আর দুর্গাপুরে লেনিনের নামে থাকা রাস্তার নামটাই বদলে দিতে চাইছে তৃণমূল পৌরবোর্ড, যদি এই কাজ হয় তাহলে শহর জুড়ে লাগাতার আন্দোলনে পথে নামবে দল স্পষ্ট হুঁশিয়ারি জেলা সিপিআইএম নেতৃত্বের ।
অন্যদিকে দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ের কথায়, "এতে বিতর্কের কী আছে ? লতা মঙ্গেশকরের রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি তো সিপিআইএম নেতাদের কাছেও সুরসম্রাজ্ঞী । বম্বে যদি মুম্বই হতে পারে তাহলে লেনিন সরণি কেন লতা মঙ্গেশকরের নামে হতে পারে না ?" বামেদের উদ্দেশে পালটা প্রশ্ন ছুঁড়লেন মেয়র । তবে তিনি এটাও বলেন, "এই প্রস্তাব নাম পরিবর্তন হবে রাজ্যের নগরোন্নয়ন দফতরের চূড়ান্ত সিদ্ধান্তের পরই ।"