ETV Bharat / state

10টির বেশি কয়লা খাদান বুজিয়ে দিল CISF, ECL-র নিরাপত্তারক্ষীরা

জামুড়িয়া থানা সংলগ্ন বোরিং ডাঙা আদিবাসী পাড়া এলাকার 10টির বেশি কয়লা খাদান বুজিয়ে ফেলল CISF ও ECL-র নিরাপত্তারক্ষীরা ।

কয়লা খাদান
author img

By

Published : Apr 25, 2019, 11:00 PM IST

Updated : Apr 27, 2019, 7:01 AM IST

জামুড়িয়া, 25 এপ্রিল : ভোটের মুখে বেআইনি কয়লা খাদানে হানা দিয়ে প্রায় 10টির বেশি কয়লা খাদান বুজিয়ে ফেলল CISF ও ECL-র নিরাপত্তারক্ষীরা । ঘটনাটি জামুড়িয়া থানা সংলগ্ন বোরিং ডাঙা আদিবাসী পাড়া এলাকার ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জামুড়িয়া থানার পিছনে বোরিং ডাঙা আদিবাসী পাডা় এলাকায় গড়ে ওঠে বহু বেআইনি কয়লা খাদান । কুয়ো আকৃতির খাদান করে চলত কয়লা উত্তোলন । জামুড়িয়া থানার পিছনেই এই কয়লা খাদানগুলি । কিন্তু তাও কোনও খবর ছিল না পুলিশের কাছে ।

দেখুন ভিডিয়ো

আজ সকাল থেকেই ECL-র নিরাপত্তারক্ষী এবং CISF বাহিনী ওই বেআইনি কয়লা খাদানগুলিকে ভরাটে তৎপর হয় । ECL-র থেকে ড্রেজার মেশিন নিয়ে এসে খাদানগুলিকে ভরাটও করে দেওয়া হয় ।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, এই অবৈধ কয়লা খাদান বুজিয়ে ফেলা আসলে আইওয়াশ ছাড়া আর কিছুই না । ভোটের সময় বুজিয়ে ফেলা হচ্ছে । ভোট পেরিয়ে গেলেই আবার কয়লা খাদান খুঁড়ে বেআইনিভাবে কয়লা উত্তোলন করতে শুরু করবে কয়লা মাফিয়ারা ।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে BJP নেতা বাবুল সুপ্রিয়ের বাকযুদ্ধ হয়েছিল । অরূপ বিশ্বাস বাবুল সুপ্রিয়কে বড় কয়লা মাফিয়া বলে কটাক্ষ করেন । ঠিক তার কয়েকদিন পরেই অবৈধ কয়লা খনিতে হানা দেয় ECL-র নিরাপত্তারক্ষী ও CISF ।

জামুড়িয়া, 25 এপ্রিল : ভোটের মুখে বেআইনি কয়লা খাদানে হানা দিয়ে প্রায় 10টির বেশি কয়লা খাদান বুজিয়ে ফেলল CISF ও ECL-র নিরাপত্তারক্ষীরা । ঘটনাটি জামুড়িয়া থানা সংলগ্ন বোরিং ডাঙা আদিবাসী পাড়া এলাকার ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জামুড়িয়া থানার পিছনে বোরিং ডাঙা আদিবাসী পাডা় এলাকায় গড়ে ওঠে বহু বেআইনি কয়লা খাদান । কুয়ো আকৃতির খাদান করে চলত কয়লা উত্তোলন । জামুড়িয়া থানার পিছনেই এই কয়লা খাদানগুলি । কিন্তু তাও কোনও খবর ছিল না পুলিশের কাছে ।

দেখুন ভিডিয়ো

আজ সকাল থেকেই ECL-র নিরাপত্তারক্ষী এবং CISF বাহিনী ওই বেআইনি কয়লা খাদানগুলিকে ভরাটে তৎপর হয় । ECL-র থেকে ড্রেজার মেশিন নিয়ে এসে খাদানগুলিকে ভরাটও করে দেওয়া হয় ।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, এই অবৈধ কয়লা খাদান বুজিয়ে ফেলা আসলে আইওয়াশ ছাড়া আর কিছুই না । ভোটের সময় বুজিয়ে ফেলা হচ্ছে । ভোট পেরিয়ে গেলেই আবার কয়লা খাদান খুঁড়ে বেআইনিভাবে কয়লা উত্তোলন করতে শুরু করবে কয়লা মাফিয়ারা ।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে BJP নেতা বাবুল সুপ্রিয়ের বাকযুদ্ধ হয়েছিল । অরূপ বিশ্বাস বাবুল সুপ্রিয়কে বড় কয়লা মাফিয়া বলে কটাক্ষ করেন । ঠিক তার কয়েকদিন পরেই অবৈধ কয়লা খনিতে হানা দেয় ECL-র নিরাপত্তারক্ষী ও CISF ।

sample description
Last Updated : Apr 27, 2019, 7:01 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.