ETV Bharat / state

কর্মীসভায় বিশৃঙ্খলা, মঞ্চ থেকে নেমে গেলেন ক্ষুব্ধ মুনমুন

কর্মীসভায় ব্যাপক বিশৃঙ্খলা হওয়ায় মেজাজ হারালেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। ঘটনাটি জামুড়িয়ার নজরুল শতবার্ষিকী ভবনের।

author img

By

Published : Mar 19, 2019, 9:52 PM IST

জামুড়িয়া, ১৯ মার্চ : দলীয় কর্মীসভায় ব্যাপক বিশৃঙ্খলা হওয়ায় মেজাজ হারালেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। মঞ্চ থেকে নেমেও যান। ঘটনাটি জামুড়িয়ার নজরুল শতবার্ষিকী ভবনের। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে সভায় যোগ দেন তিনি।

আসানসোল লোকসভা আসনে মুনমুন সেনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। এরপরই মাঠে নেমে পড়েন মুনমুন। আজ জামুড়িয়ায় এক কর্মীসভায় যোগ দেন তিনি। কিন্তু, তিনি উপস্থিত হওয়ার পরই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ মঞ্চে উঠে পড়েন। এদিকে বিশৃঙ্খলা দেখে মঞ্চ থেকে নেমে যান মুনমুন সেন।

তবে গন্ডগোল মেটানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি জেলা সভাপতি ভি এস বসু। মাইক নিয়ে কড়া গলায় কর্মীদের ধমকাতে থাকেন তিনি। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। পরে অবশ্য সংগঠকদের চেষ্টায় মঞ্চ খালি করে দেওয়া হয়।

জামুড়িয়া, ১৯ মার্চ : দলীয় কর্মীসভায় ব্যাপক বিশৃঙ্খলা হওয়ায় মেজাজ হারালেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। মঞ্চ থেকে নেমেও যান। ঘটনাটি জামুড়িয়ার নজরুল শতবার্ষিকী ভবনের। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে সভায় যোগ দেন তিনি।

আসানসোল লোকসভা আসনে মুনমুন সেনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। এরপরই মাঠে নেমে পড়েন মুনমুন। আজ জামুড়িয়ায় এক কর্মীসভায় যোগ দেন তিনি। কিন্তু, তিনি উপস্থিত হওয়ার পরই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ মঞ্চে উঠে পড়েন। এদিকে বিশৃঙ্খলা দেখে মঞ্চ থেকে নেমে যান মুনমুন সেন।

তবে গন্ডগোল মেটানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি জেলা সভাপতি ভি এস বসু। মাইক নিয়ে কড়া গলায় কর্মীদের ধমকাতে থাকেন তিনি। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। পরে অবশ্য সংগঠকদের চেষ্টায় মঞ্চ খালি করে দেওয়া হয়।

Intro:WB10017 RANENDU


Body:WB10017 RANENDU


Conclusion:WB10017RANENDU

For All Latest Updates

TAGGED:

munmun
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.