খণ্ডঘোষ, 12 মে : ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । অভিযোগ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরার । তাঁর অভিযোগ, ভোটারদের লাইনে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বলছিল, "দিদিকে নয়, দাদাকে ভোট দেবেন ।" তা ছাড়া বিষ্ণুপুরের তালডাংরা এলাকায় 190 নম্বর বুথে মহিলাদের গায়ে হাত দেওয়ারও অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
শ্যামলের অভিযোগ, "কেন্দ্রীয় বাহিনী ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করছিল। তারা বলছিল, দিদিকে নয়, দাদাকে ভোট দেবেন ।"
তিনি আরও বলেন, "ওই বুথে কেন্দ্রীয় বাহিনী মহিলাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল । যার জেরে মহিলারা একত্রিত হয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান । 2011 এবং 2016 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটগ্রহণ করা হয়েছিল কিন্তু সেই সময় কেন্দ্রীয় বাহিনীর তরফে ভোটারদের প্রভাবিত করতে দেখা যায়নি । কিন্তু এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিল। যদিও মানুষ তা রুখে দিয়েছে ।"