ETV Bharat / state

Bomb Blast : বারাবনিতে বিস্ফোরণে উড়ল বিজেপি কর্মীর বাড়ি - BJP

বারাবনির দাসকেয়ারি গ্রামে বিজেপি কর্মী বলে পরিচিত মনেশ পালের একটি পরিত্যক্ত টালির বাড়ির উপরের অংশ বিস্ফোরণের ফলে উড়ে যায় ৷ বারাবনি থানার পুলিশ মনেশ পাল এবং তাঁর দাদা গণেশ পালকে আটক করেছে ।

bomb blast at bjp worker house in barabani
BJP : বারাবনিতে বিস্ফোরণে উড়ল বিজেপি কর্মীর বাড়ি
author img

By

Published : Aug 23, 2021, 9:32 PM IST

বারাবনি, 23 অগস্ট : তীব্র শব্দে বিস্ফোরণে কেঁপে উঠল বারাবনির দাসকেয়ারি গ্রাম । বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত মনেশ পালের একটি পরিত্যক্ত টালির বাড়ির উপরের অংশ বিস্ফোরণের ফলে উড়ে গিয়েছে । বারাবনি থানার পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে মনেশ পাল এবং তাঁর দাদা গণেশ পালকে আটক করেছে । পুলিশের প্রাথমিক অনুমান মজুত করা বোমার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে । ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর ।

বারাবনি থানার দাসকেয়ারী কুমোর পাড়া অঞ্চলে গণেশ পাল এবং মনেশ পালের একটি পরিত্যক্ত টালির বাড়ি রয়েছে । সেই বাড়িতে কেউ না থাকলে সেই বাড়িতে খড়, ঘুঁটে-সহ অন্যান্য নানা জিনিসপত্র রাখার স্টোর রুম হিসেবে ওই বাড়িটিকে ব্যবহার করা হত । টালির বাড়ি হলেও বাড়িটি দোতলা । ওই বাড়ির পাশে একই উঠোনে থাকেন পরিবারের মেয়ে, জামাই সুন্দরী এবং দক্ষিণ পাল ।

আরও পড়ুন : Murder : বচসা থেকে হাতাহাতির জেরে দুর্গাপুরে খুন, পলাতক অভিযুক্ত

সুন্দরী পাল বলেন, ‘‘আজ বেলা 11 টা নাগাদ হঠাৎ তীব্র শব্দে বিস্ফোরণ হয় । তারপর চেয়ে দেখি চারিদিকে ধোঁয়ায় ভরে গিয়েছে । ধোঁয়া কমলে দেখি টালির ঘরের উপরের অংশে সমস্তটাই উড়ে গিয়েছে । চারিপাশের টালি ছড়িয়ে পড়েছে । আওয়াজ শুনে প্রতিবেশীরাও ছুটে আসে । আমরা ওই বাড়িটিতে শুধুমাত্র রান্না করি । আর খড়, ঘুঁটে-সহ অনান্য জিনিসপত্র জিনিসপত্র রাখা হত । কীভাবে এই ঘটনা ঘটল তা বলতে পারব না ।’’

সুন্দরী পালের স্বামী দক্ষিণ পাল বলেন, "বারাবনি থানার পুলিশ ঘটনার তদন্ত করতে এসে বেশ কিছু সুতলি-সহ অন্যান্য জিনিস নিয়ে গিয়েছে । প্রচণ্ড বারুদের গন্ধ উঠছিল । তবে কীভাবে এই ঘটনা ঘটল সে সম্পর্কে কিছুই জানি না । আমরা কখনও উপরতলায় যেতাম না ।"

আরও পড়ুন : Raniganj : আদিবাসীদের জমি দখল করতে আসা মাফিয়াদের বেধড়ক মার, রানিগঞ্জে ধুন্ধুমার

এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । মনেশ পাল যেহেতু বিজেপি কর্মী । তাঁর বাড়িতে বিস্ফোরণের পরেই বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল ৷ বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, "ভোটের সময় এই বোমা নিয়ে আসা হয়েছিল । যা পরবর্তীকালে আর ফেলে দেওয়ার সুযোগ পাননি বিজেপি কর্মী মনেশ পাল । শেষ পর্যন্ত বিস্ফোরণ হয় ৷ ভাগ্যের কথা কেউ হতাহত হয়নি ৷ পুলিশকে সঠিক তদন্ত করতে অনুরোধ করেছি ।"

বারাবনিতে বিস্ফোরণে উড়ল বিজেপি কর্মীর বাড়ি

যদিও বিষয়টি মানতে চাননি এলাকার বিজেপি নেতা অরিজিৎ রায় । তিনি বলেন, "বর্তমানে রাজ্যের তৃণমূলীকরণ হচ্ছে । বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাঁদের তৃণমূলে টেনে নিয়ে আসা হচ্ছে । ভয় দেখিয়ে সেই ভাবেই প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূলীরা এই কাণ্ড ঘটিয়েছে । আমার অনুমান ওই বাড়িতে বোমা রেখে আসা হয়েছিল ।"

আরও পড়ুন : Duare Sarkar : বিরোধিতা ভুলে দুয়ারে সরকার প্রকল্পে সাহায্যের হাত বাড়ালেন সিপিআইএম নেতা

অভিযুক্ত মনেশ পাল এবং তাঁর দাদা গণেশ পালকে আটক করেছে বারাবনি থানা পুলিশ । কীভাবে ওই ঘরের ভিতরে বোমা এল, তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে ।

বারাবনি, 23 অগস্ট : তীব্র শব্দে বিস্ফোরণে কেঁপে উঠল বারাবনির দাসকেয়ারি গ্রাম । বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত মনেশ পালের একটি পরিত্যক্ত টালির বাড়ির উপরের অংশ বিস্ফোরণের ফলে উড়ে গিয়েছে । বারাবনি থানার পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে মনেশ পাল এবং তাঁর দাদা গণেশ পালকে আটক করেছে । পুলিশের প্রাথমিক অনুমান মজুত করা বোমার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে । ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর ।

বারাবনি থানার দাসকেয়ারী কুমোর পাড়া অঞ্চলে গণেশ পাল এবং মনেশ পালের একটি পরিত্যক্ত টালির বাড়ি রয়েছে । সেই বাড়িতে কেউ না থাকলে সেই বাড়িতে খড়, ঘুঁটে-সহ অন্যান্য নানা জিনিসপত্র রাখার স্টোর রুম হিসেবে ওই বাড়িটিকে ব্যবহার করা হত । টালির বাড়ি হলেও বাড়িটি দোতলা । ওই বাড়ির পাশে একই উঠোনে থাকেন পরিবারের মেয়ে, জামাই সুন্দরী এবং দক্ষিণ পাল ।

আরও পড়ুন : Murder : বচসা থেকে হাতাহাতির জেরে দুর্গাপুরে খুন, পলাতক অভিযুক্ত

সুন্দরী পাল বলেন, ‘‘আজ বেলা 11 টা নাগাদ হঠাৎ তীব্র শব্দে বিস্ফোরণ হয় । তারপর চেয়ে দেখি চারিদিকে ধোঁয়ায় ভরে গিয়েছে । ধোঁয়া কমলে দেখি টালির ঘরের উপরের অংশে সমস্তটাই উড়ে গিয়েছে । চারিপাশের টালি ছড়িয়ে পড়েছে । আওয়াজ শুনে প্রতিবেশীরাও ছুটে আসে । আমরা ওই বাড়িটিতে শুধুমাত্র রান্না করি । আর খড়, ঘুঁটে-সহ অনান্য জিনিসপত্র জিনিসপত্র রাখা হত । কীভাবে এই ঘটনা ঘটল তা বলতে পারব না ।’’

সুন্দরী পালের স্বামী দক্ষিণ পাল বলেন, "বারাবনি থানার পুলিশ ঘটনার তদন্ত করতে এসে বেশ কিছু সুতলি-সহ অন্যান্য জিনিস নিয়ে গিয়েছে । প্রচণ্ড বারুদের গন্ধ উঠছিল । তবে কীভাবে এই ঘটনা ঘটল সে সম্পর্কে কিছুই জানি না । আমরা কখনও উপরতলায় যেতাম না ।"

আরও পড়ুন : Raniganj : আদিবাসীদের জমি দখল করতে আসা মাফিয়াদের বেধড়ক মার, রানিগঞ্জে ধুন্ধুমার

এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । মনেশ পাল যেহেতু বিজেপি কর্মী । তাঁর বাড়িতে বিস্ফোরণের পরেই বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল ৷ বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, "ভোটের সময় এই বোমা নিয়ে আসা হয়েছিল । যা পরবর্তীকালে আর ফেলে দেওয়ার সুযোগ পাননি বিজেপি কর্মী মনেশ পাল । শেষ পর্যন্ত বিস্ফোরণ হয় ৷ ভাগ্যের কথা কেউ হতাহত হয়নি ৷ পুলিশকে সঠিক তদন্ত করতে অনুরোধ করেছি ।"

বারাবনিতে বিস্ফোরণে উড়ল বিজেপি কর্মীর বাড়ি

যদিও বিষয়টি মানতে চাননি এলাকার বিজেপি নেতা অরিজিৎ রায় । তিনি বলেন, "বর্তমানে রাজ্যের তৃণমূলীকরণ হচ্ছে । বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাঁদের তৃণমূলে টেনে নিয়ে আসা হচ্ছে । ভয় দেখিয়ে সেই ভাবেই প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূলীরা এই কাণ্ড ঘটিয়েছে । আমার অনুমান ওই বাড়িতে বোমা রেখে আসা হয়েছিল ।"

আরও পড়ুন : Duare Sarkar : বিরোধিতা ভুলে দুয়ারে সরকার প্রকল্পে সাহায্যের হাত বাড়ালেন সিপিআইএম নেতা

অভিযুক্ত মনেশ পাল এবং তাঁর দাদা গণেশ পালকে আটক করেছে বারাবনি থানা পুলিশ । কীভাবে ওই ঘরের ভিতরে বোমা এল, তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.