ETV Bharat / state

Body Floating in River: দামোদর নদের জলে ভাসছে ব্যক্তির দেহ, খুনের অনুমান - বর্ধমানের খবর

রায়নার জামনা এলাকায় দামোদরের চর থেকে ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ দেহটি বর্ধমান থানার পুলিশ উদ্ধার করেছে (Burdwan News) ৷ তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷

Body Floating in River
দামোদরের চর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ
author img

By

Published : Feb 22, 2023, 10:41 PM IST

বর্ধমান, 22 ফেব্রুয়ারি: অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানের রায়নার জামনা এলাকায় (Body floating on Damodar River)৷ দামোদরের চর থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ । অনুমান, খুন করে দামোদরের জলে ফেলে দেওয়া হয়েছে দেহটি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দামোদর নদে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীরা দেখতে পায় দামোদর নদের জলে উলটো হয়ে একটি দেহ ভাসছে । তারা গ্রামে খবর দিলে পুলিশকে খবর দেওয়া হয় । বর্ধমান থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে । ওই ব্যক্তির পরনে ছিল একটা কার্গো প্যান্ট, টি-শার্ট ও পায়ে কিটো জুতো । তার ঘাড়ের দিকে আঘাতের চিহ্ন আছে । তবে মৃতের পরিচয় জানা যায়নি ।

স্থানীয় বাসিন্দা মিঠুন মণ্ডল বলেন, "একজন মাছ ধরতে গিয়েছিল । সে দেখতে পায় একটি দেহ দামোদর নদের জলে ভাসছে । গ্রামের মানুষকে খবর দেওয়া হয়।" আমরা এসে দেখি এক যুবক জলে ভাসছে । খুব সম্ভবত তাকে খুন করা হয়েছে । জলে উপুড় হয়ে ভাসছিল ।

আরও পড়ুন: কিশোরীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত সৎমা

বাবন নায়েক নামে আরও এক বাসিন্দা জানান, আমরা দামোদর নদের জলে ডেকরেটরের কাপড় কাচাকাচি করছিলাম । কিছু লোক মাছও ধরছিল । তাদের কাছে খবর পেয়ে দেখি এক ব্যক্তি ভাসছে । কাছে গিয়ে দেখলাম দেহ ফুলে গিয়েছে। দেখে মনে হচ্ছে, তাঁকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে ।"

জামনা গ্রামের আর এক বাসিন্দা বাপ্পাদিত্য দাস জানন, নদীতে একটা লাশ ভেসে এসেছে । প্রথমে বোঝা যায়নি । যারা সেখানে মাছ ধরছিল তারাই প্রথম ব্যাপারটা দেখতে পায় । আমরা গিয়ে দেখি কেউ বা কারা তাঁকে খুন করে ফেলে দিয়েছে । ঘাড়ের কাছে আঘাতের চিহ্ন আছে । তার হাত পা সব ফুলে গিয়েছে । মুখ চেনা যাচ্ছে না । এর আগেও জামনা এলাকায় একটা বডি মিলেছিল । ফলে আমাদের গ্রামের বদনাম হচ্ছে । বিষয়টি প্রশাসনের দেখা উচিত ।"

বর্ধমান, 22 ফেব্রুয়ারি: অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানের রায়নার জামনা এলাকায় (Body floating on Damodar River)৷ দামোদরের চর থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ । অনুমান, খুন করে দামোদরের জলে ফেলে দেওয়া হয়েছে দেহটি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দামোদর নদে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীরা দেখতে পায় দামোদর নদের জলে উলটো হয়ে একটি দেহ ভাসছে । তারা গ্রামে খবর দিলে পুলিশকে খবর দেওয়া হয় । বর্ধমান থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে । ওই ব্যক্তির পরনে ছিল একটা কার্গো প্যান্ট, টি-শার্ট ও পায়ে কিটো জুতো । তার ঘাড়ের দিকে আঘাতের চিহ্ন আছে । তবে মৃতের পরিচয় জানা যায়নি ।

স্থানীয় বাসিন্দা মিঠুন মণ্ডল বলেন, "একজন মাছ ধরতে গিয়েছিল । সে দেখতে পায় একটি দেহ দামোদর নদের জলে ভাসছে । গ্রামের মানুষকে খবর দেওয়া হয়।" আমরা এসে দেখি এক যুবক জলে ভাসছে । খুব সম্ভবত তাকে খুন করা হয়েছে । জলে উপুড় হয়ে ভাসছিল ।

আরও পড়ুন: কিশোরীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত সৎমা

বাবন নায়েক নামে আরও এক বাসিন্দা জানান, আমরা দামোদর নদের জলে ডেকরেটরের কাপড় কাচাকাচি করছিলাম । কিছু লোক মাছও ধরছিল । তাদের কাছে খবর পেয়ে দেখি এক ব্যক্তি ভাসছে । কাছে গিয়ে দেখলাম দেহ ফুলে গিয়েছে। দেখে মনে হচ্ছে, তাঁকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে ।"

জামনা গ্রামের আর এক বাসিন্দা বাপ্পাদিত্য দাস জানন, নদীতে একটা লাশ ভেসে এসেছে । প্রথমে বোঝা যায়নি । যারা সেখানে মাছ ধরছিল তারাই প্রথম ব্যাপারটা দেখতে পায় । আমরা গিয়ে দেখি কেউ বা কারা তাঁকে খুন করে ফেলে দিয়েছে । ঘাড়ের কাছে আঘাতের চিহ্ন আছে । তার হাত পা সব ফুলে গিয়েছে । মুখ চেনা যাচ্ছে না । এর আগেও জামনা এলাকায় একটা বডি মিলেছিল । ফলে আমাদের গ্রামের বদনাম হচ্ছে । বিষয়টি প্রশাসনের দেখা উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.