ETV Bharat / state

BJP-কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল

BJP কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর । অভিযোগ তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে ।

জখম BJP-কর্মীর বাড়ি
author img

By

Published : Jul 1, 2019, 3:25 PM IST

Updated : Jul 1, 2019, 3:41 PM IST

অন্ডাল, 1 জুলাই: BJP কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর । অভিযোগ তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে । যদিও BJP-র অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ।

গতকাল দক্ষিণখণ্ড গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে BJP কর্মীদের যোগদান করতে বাধা দেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা । তারপরেও BJP-র কর্মী-সমর্থকরা অনুষ্ঠানে যোগদান করায় স্থানীয় মন্টু বাগদি নামে এক BJP-কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় । তাঁর বাড়ির সামনে বোমাবাজিও করা হয় । দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত ঘোষ ও তার দলবল এই ঘটনায় জড়িত বলে অভিযোগ BJP-র। তৃণমূলের পালটা অভিযোগ, অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে BJP-র সমর্থকরাই তৃণমূলের কর্মীদের জয় শ্রীরাম বলে উত্যক্ত করে । তাদের উপর হামলাও করে ।


দক্ষিণখণ্ড গ্রামের BJP-র মণ্ডল সভাপতি জয়ন্ত মিশ্র বলেন, "ধর্মীয় অনুষ্ঠানে BJP-র কর্মীদের যেতে বাধা দেয় । অনুষ্ঠান এসে তৃণমূলের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে । পরে আমাদের একজন কর্মীকে মারধর করে । অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি জানিয়েছি ।" কিন্তু উপপ্রধান অনন্ত ঘোষ বলেন, "গতকাল রাতে তিনি এলাকায় ছিলেন না । আজকে ঘটনার কথা জানতে পারেন। BJP-র কর্মী-সমর্থকরা রাস্তাঘাটে সর্বত্র জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের কর্মী এমনকী মহিলাদেরও উত্যক্ত করছে । BJP-র কিছু দুষ্কৃতী তৃণমূলকে বদনাম করার জন্য এরকম ঘটনা ঘটিয়েছে ।"

অন্ডাল, 1 জুলাই: BJP কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর । অভিযোগ তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে । যদিও BJP-র অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ।

গতকাল দক্ষিণখণ্ড গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে BJP কর্মীদের যোগদান করতে বাধা দেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা । তারপরেও BJP-র কর্মী-সমর্থকরা অনুষ্ঠানে যোগদান করায় স্থানীয় মন্টু বাগদি নামে এক BJP-কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় । তাঁর বাড়ির সামনে বোমাবাজিও করা হয় । দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত ঘোষ ও তার দলবল এই ঘটনায় জড়িত বলে অভিযোগ BJP-র। তৃণমূলের পালটা অভিযোগ, অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে BJP-র সমর্থকরাই তৃণমূলের কর্মীদের জয় শ্রীরাম বলে উত্যক্ত করে । তাদের উপর হামলাও করে ।


দক্ষিণখণ্ড গ্রামের BJP-র মণ্ডল সভাপতি জয়ন্ত মিশ্র বলেন, "ধর্মীয় অনুষ্ঠানে BJP-র কর্মীদের যেতে বাধা দেয় । অনুষ্ঠান এসে তৃণমূলের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে । পরে আমাদের একজন কর্মীকে মারধর করে । অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি জানিয়েছি ।" কিন্তু উপপ্রধান অনন্ত ঘোষ বলেন, "গতকাল রাতে তিনি এলাকায় ছিলেন না । আজকে ঘটনার কথা জানতে পারেন। BJP-র কর্মী-সমর্থকরা রাস্তাঘাটে সর্বত্র জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের কর্মী এমনকী মহিলাদেরও উত্যক্ত করছে । BJP-র কিছু দুষ্কৃতী তৃণমূলকে বদনাম করার জন্য এরকম ঘটনা ঘটিয়েছে ।"

Intro:অন্ডালের দক্ষিণখন্ড গ্রামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অন্ডাল- রবিবার রাতে অন্ডাল থানার দক্ষিণখন্ড গ্রামের মন্টু বাগদী নামে এক বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা দক্ষিণখন্ড গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে ।এলাকায় টিএমসি র পক্ষ থেকে বোমাবাজির অভিযো। স্থানীয় বাসিন্দা উজ্জল পাল জানান,"" তৃণমূল নেতা অনন্ত ঘোষ নিজেকে এলাকার সর্বময় কর্তা মনে করেন। তার কথা না শুনলেই জুটবে মার।বিডিও র গাড়ি ভাংচুর থেকে কয়লা ও লোহাচুরির সাথে এই নেতার নাম জড়িয়ে।""
যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে অনন্ত ঘোষ জানান, গতকাল রাত্রে তিনি ছিলেন না । তিনি আজকেই সকালে শুনলেন সম্পূর্ণ ঘটনা। বিজেপির কিছু দুষ্কৃতী যারা তৃণমূলকে বদনাম করার জন্য এরকম ঘটনা ঘটিয়ে তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করছে ।""জয় শ্রীরাম""-ধ্বনি যেখানে সেখানে বলে আমাদের কর্মীদের এমনকি মহিলাদের কেও উত্ত্যক্ত করছে কিছু বিজেপি কর্মী বলেও অভিযোগ তোলেন অনন্ত ঘোষ।Body:গConclusion:ফ
Last Updated : Jul 1, 2019, 3:41 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.