ETV Bharat / state

কাঁকসার বসুধা গ্রামে পাল্টা বিজেপির কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল ও সিপিআইএম - কাঁকসার বসুধা গ্রামে পালটা বিজেপির কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল ও সিপিআইএম

গতকাল তৃণমূল ও সিপিআইএমের কার্যালয় অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে ৷ আজ কাঁকসার বসুধা গ্রামে পাল্টা বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল ও সিপিআইএমের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ ৷

এভাবেই ভাঙচুর চলেছে কার্যালয়ে
এভাবেই ভাঙচুর চলেছে কার্যালয়ে
author img

By

Published : Apr 9, 2021, 12:09 PM IST

দুর্গাপুর, ৯ এপ্রিল : রাজ্যের কোথাও ভোট পরবর্তী হিংসার ছবি ফুটে উঠেছে ৷ আবার কোথাও ভোটের আগেই অশান্তি ছড়াচ্ছে ৷ দুর্গাপুরে নির্বাচনের এখনও 17 দিন বাকি ৷ তার আগে বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল ও সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ কাঁকসার বসুধা গ্রামের ঘটনা ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁকসা থানার পুলিশ ৷

ঘটনার সূত্রপাত বুধবার রাতে ৷ সেদিন তৃণমূল ও সিপিআইএমের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এমনকি দেওয়াল লিখন মুছে ফেলার ও স্থানীয় মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে ৷ তারপর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ এরপরই বৃহস্পতিবার রাতে বিজেপির কার্যালয় ভাঙচুর ৷

কাঁকসার বসুধা গ্রামে পালটা বিজেপির কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল ও সিপিআইএম

এবিষয়ে বিজেপি নেতা রাজীব রায়ের অভিযোগ, সিপিআইএম ও টিএমসির এই গ্রামে আর অস্তিত্ব নেই। তাই তারা এই গুন্ডামি করছে।

অন্যদিকে কাঁকসার টিএমসি সভাপতি দেবদাস বক্সির অভিযোগ, বুধবার রাতে বিজেপি যা করেছে তাতে এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন। মদ্যপ অবস্থায় বিজেপির ছেলেরা সারারাত তাণ্ডব চালিয়েছে। সেই ঘটনাকে ধামাচাপা দিতে এবং এলাকার মানুষের বিশ্বাস পেতে ওরা নিজেরাই নিজেদের কার্যালয় ভাঙচুর করেছে।

শুধু বিজেপির কার্যালয় ভাঙচুর নয়, তাদের দেওয়াল লিখনও মুছে ফেলা ও দলীয় পতাকাও ছিড়ে ফেলা হয় বলে অভিযোগ ৷ আগের ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনী গেলেও আজ কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷

আরও পড়ুন : তৃণমূল ও সিপিআইএমের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ , কাঠগড়ায় বিজেপি

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.