আসানসোল, 5 এপ্রিল : রাজ্যে তৃণমূল ও BJP-র সংঘাত একপ্রকার চরমে। BJP নেতৃত্বের অভিযোগ, তাদের বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। কোথাও মাঠের অনুমতি দেওয়া হচ্ছে না। আবার কোথাও বুকড প্রেক্ষাগৃহও না দেওয়ার অভিযোগ উঠছে। একটু অন্য পরিস্থিতি অবশ্য আসানসোলে। যেখানে প্রার্থী প্রচারেও আসছেন। আবার গান গেয়ে, নেচে মঞ্চও মাতিয়ে যাচ্ছেন।
মেয়র জিতেন্দ্র তিওয়ারির আমলে সংস্কার হয়েছে রবীন্দ্রভবন। তা পেয়েছে আধুনিক চেহারা। গতকাল মাড়োয়ারি যুব মঞ্চের উদ্যোগে একটি অনুষ্ঠান হয় সেখানে। আমন্ত্রিত ছিলেন বাবুল সুপ্রিয়। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও তাঁর দেখা মেলেনি। অনেকেই ভাবছিলেন, রবীন্দ্রভবন আসানসোল পৌরনিগমের সম্পত্তি, তাই হয়তো বাবুল আসবে না। কিন্তু, সবাইকে অবাক করে রাত ১১টা নাগাদ বাবুল এলেন। ধরলেন গান। সাথে কোমরও দোলালেন।
মঞ্চে উঠেই বাবুল বললেন, "আমি রাজনীতিবিদের আগে শিল্পী। শিল্পী হয়ে থাকতে চাই। এখানে অনেক রাজনীতিবিদ আছেন। আমার ততটা দরকার নেই।" এরপরই ধরলেন গান। কিশোর কুমারের পাগে ঘুঙরু বাঁধ, মীরা নাচি থি দিয়ে সেই শুরু। এরপর হল, কাহো না পেয়ার হ্যায়, হাম তুম। কখনও গানের তালে নিজে নাচালেন। কখনও নাচালেন দর্শকদের। আর শেষে বলে গেলেন, "সবসময় তো আর রাজনীতি করতে আসা যায় না। যারা আমায় ভোট দেন, তাঁদেরও আমি ভালোবাসি। যারা দেন না, তাঁদেরও। কারণ, আমি সাংসদ। এখানে আমার-তোমার চলে না।"