ETV Bharat / state

ইস্কো কারখানার ডেথ কোটায় চাকরিপ্রার্থীদের ঘেরাওয়ের মুখে বাবুল - ISCO

বার্নপুরে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়।

ঘেরাওয়ের মুখে বাবুল সুপ্রিয়
author img

By

Published : Mar 6, 2019, 6:59 AM IST

বার্নপুর, ৬ মার্চ : বছর দুয়েক আগে সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র আশ্বাসেই অনশন ভেঙেছিলেন ইস্কো কারখানায় ডেথ কোটায় চাকরিপ্রার্থীরা। সাংসদ নিজে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, কিছুই হয়নি। তাই গতকাল বার্নপুরের ভারতীভবনে বাবুল সুপ্রিয় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এলে তাঁকে ঘিরে ধরেন চাকরিপ্রার্থীরা। কেন তাঁদের চাকরি হল না জানতে চান। কেন্দ্রীয়মন্ত্রী পুনরায় তাঁদের ফাইল জমা করতে বলেন।

SAIL-এর ইস্কো কারখানায় ডেথ কোটায় চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় দেড়শো জন। স্বামী হারানো মহিলা কিংবা পিতা হারানো সন্তান, চাকরির জন্য দশ বছরের বেশি সময় ধরে লড়াই করছেন এরকম বেশ কয়েকজন। অভিযোগ, SAIL-এর অন্য কারখানায় একইভাবে চাকরি হলেও, শুধুমাত্র ইস্কো কারখানায় ডেথ কোটার চাকরি দিতে মনমর্জি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

২০১৭ সালে চাকরির দাবিতে ইস্কোর গেটের বাইরে লাগাতার অনশন শুরু করেছিলেন চাকরিপ্রার্থীরা। সেই সময় বাবুল সুপ্রিয় সেই অনশন মঞ্চে আসেন। অনশনকারীদের আশ্বাস দেন, বিষয়টি নিয়ে তিনি নিজে কথা বলবেন।

কিন্তু প্রায় দুবছর কেটে গেলেও কিছুই হয়নি এখনও। তাই গতকাল বার্নপুরের ভারতীভবনে বাবুল সুপ্রিয় এসেছেন শুনে ভিড় জমান চাকরিপ্রার্থীরা। বাবুলবাবুকে প্রশ্ন করেন, কেন তাঁদের চাকরি হল না। বাবুলবাবু তাঁদের জানান, সেদিনের পর আর নতুন করে চাকরিপ্রার্থীরাও দেখা করেননি তাঁর সঙ্গে। পাশপাশি ইস্কো থেকেও লিখিতভাবে তাঁকে নাকি জানানো হয়েছিল, কেন এঁদের চাকরি হয়নি।

undefined

বাবুলবাবু চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়ে যান, তিনি ইস্পাতমন্ত্রীর সঙ্গে এনিয়ে কথা বলবেন। তবে চাকরি প্রার্থীদের সরাসরি হুঁশিয়ারি, ভোটের আগে চাকরি সংক্রান্ত আশ্বাস না মিললে আবারও অনশনের পথে হাঁটবেন তাঁরা।

বার্নপুর, ৬ মার্চ : বছর দুয়েক আগে সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র আশ্বাসেই অনশন ভেঙেছিলেন ইস্কো কারখানায় ডেথ কোটায় চাকরিপ্রার্থীরা। সাংসদ নিজে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, কিছুই হয়নি। তাই গতকাল বার্নপুরের ভারতীভবনে বাবুল সুপ্রিয় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এলে তাঁকে ঘিরে ধরেন চাকরিপ্রার্থীরা। কেন তাঁদের চাকরি হল না জানতে চান। কেন্দ্রীয়মন্ত্রী পুনরায় তাঁদের ফাইল জমা করতে বলেন।

SAIL-এর ইস্কো কারখানায় ডেথ কোটায় চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় দেড়শো জন। স্বামী হারানো মহিলা কিংবা পিতা হারানো সন্তান, চাকরির জন্য দশ বছরের বেশি সময় ধরে লড়াই করছেন এরকম বেশ কয়েকজন। অভিযোগ, SAIL-এর অন্য কারখানায় একইভাবে চাকরি হলেও, শুধুমাত্র ইস্কো কারখানায় ডেথ কোটার চাকরি দিতে মনমর্জি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

২০১৭ সালে চাকরির দাবিতে ইস্কোর গেটের বাইরে লাগাতার অনশন শুরু করেছিলেন চাকরিপ্রার্থীরা। সেই সময় বাবুল সুপ্রিয় সেই অনশন মঞ্চে আসেন। অনশনকারীদের আশ্বাস দেন, বিষয়টি নিয়ে তিনি নিজে কথা বলবেন।

কিন্তু প্রায় দুবছর কেটে গেলেও কিছুই হয়নি এখনও। তাই গতকাল বার্নপুরের ভারতীভবনে বাবুল সুপ্রিয় এসেছেন শুনে ভিড় জমান চাকরিপ্রার্থীরা। বাবুলবাবুকে প্রশ্ন করেন, কেন তাঁদের চাকরি হল না। বাবুলবাবু তাঁদের জানান, সেদিনের পর আর নতুন করে চাকরিপ্রার্থীরাও দেখা করেননি তাঁর সঙ্গে। পাশপাশি ইস্কো থেকেও লিখিতভাবে তাঁকে নাকি জানানো হয়েছিল, কেন এঁদের চাকরি হয়নি।

undefined

বাবুলবাবু চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়ে যান, তিনি ইস্পাতমন্ত্রীর সঙ্গে এনিয়ে কথা বলবেন। তবে চাকরি প্রার্থীদের সরাসরি হুঁশিয়ারি, ভোটের আগে চাকরি সংক্রান্ত আশ্বাস না মিললে আবারও অনশনের পথে হাঁটবেন তাঁরা।

AP Video Delivery Log - 0000 GMT News
Wednesday, 6 March, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-2356: US Ilhan Omar Departure AP Clients Only 4199399
Rep. Omar leaves Capitol, ignores questions
AP-APTN-2339: US AL Tornado Child Killed AP Clients Only 4199398
Uncle laments 6-year-old's death in Ala. torando
AP-APTN-2337: US WA HIV Study Patient AP Clients Only 4199397
Doctors describe possible second HIV cure
AP-APTN-2319: US TX Pelosi Voting Rights Must Credit KVUE, No Access Austin, No Use US Broadcast Networks 4199396
Pelosi advocates expanded voting rights in Texas
AP-APTN-2317: US State Venezuela AP Clients Only 4199395
Abrams: Hard to see a role for Maduro in Venezuela
AP-APTN-2312: US NV Melania Trump Opioids AP Clients Only 4199393
First Lady urges less gossip, more addiction news
AP-APTN-2312: US State Briefing AP Clients Only 4199394
US warns Turkey not to buy Russian missiles
AP-APTN-2234: Venezuela Chavez Anniversary 2 AP Clients Only 4199391
Maduro honours Chavez on 6th anniversary of death
AP-APTN-2233: US AL Tornado Storm Video AP Clients Only; Must credit Scott Peake 4199390
Video shows the moment tornado hit Alabama
AP-APTN-2211: Italy Gas Platform AP Clients Only; Must credit Italian Air Force 4199385
Crane topples from gas platform into Adriatic Sea
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.