বার্নপুর, ৬ মার্চ : বছর দুয়েক আগে সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র আশ্বাসেই অনশন ভেঙেছিলেন ইস্কো কারখানায় ডেথ কোটায় চাকরিপ্রার্থীরা। সাংসদ নিজে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, কিছুই হয়নি। তাই গতকাল বার্নপুরের ভারতীভবনে বাবুল সুপ্রিয় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এলে তাঁকে ঘিরে ধরেন চাকরিপ্রার্থীরা। কেন তাঁদের চাকরি হল না জানতে চান। কেন্দ্রীয়মন্ত্রী পুনরায় তাঁদের ফাইল জমা করতে বলেন।
SAIL-এর ইস্কো কারখানায় ডেথ কোটায় চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় দেড়শো জন। স্বামী হারানো মহিলা কিংবা পিতা হারানো সন্তান, চাকরির জন্য দশ বছরের বেশি সময় ধরে লড়াই করছেন এরকম বেশ কয়েকজন। অভিযোগ, SAIL-এর অন্য কারখানায় একইভাবে চাকরি হলেও, শুধুমাত্র ইস্কো কারখানায় ডেথ কোটার চাকরি দিতে মনমর্জি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
২০১৭ সালে চাকরির দাবিতে ইস্কোর গেটের বাইরে লাগাতার অনশন শুরু করেছিলেন চাকরিপ্রার্থীরা। সেই সময় বাবুল সুপ্রিয় সেই অনশন মঞ্চে আসেন। অনশনকারীদের আশ্বাস দেন, বিষয়টি নিয়ে তিনি নিজে কথা বলবেন।
কিন্তু প্রায় দুবছর কেটে গেলেও কিছুই হয়নি এখনও। তাই গতকাল বার্নপুরের ভারতীভবনে বাবুল সুপ্রিয় এসেছেন শুনে ভিড় জমান চাকরিপ্রার্থীরা। বাবুলবাবুকে প্রশ্ন করেন, কেন তাঁদের চাকরি হল না। বাবুলবাবু তাঁদের জানান, সেদিনের পর আর নতুন করে চাকরিপ্রার্থীরাও দেখা করেননি তাঁর সঙ্গে। পাশপাশি ইস্কো থেকেও লিখিতভাবে তাঁকে নাকি জানানো হয়েছিল, কেন এঁদের চাকরি হয়নি।
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
বাবুলবাবু চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়ে যান, তিনি ইস্পাতমন্ত্রীর সঙ্গে এনিয়ে কথা বলবেন। তবে চাকরি প্রার্থীদের সরাসরি হুঁশিয়ারি, ভোটের আগে চাকরি সংক্রান্ত আশ্বাস না মিললে আবারও অনশনের পথে হাঁটবেন তাঁরা।