ETV Bharat / state

কাঁকসায় BJP-র পথসভায় হামলা, জখম 7 - kanksa

পথসভায় BJP-র উপর হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের । আহত 7 BJP কর্মী । চলছে চিকিৎসা ।

আক্রান্ত BJP কর্মী
author img

By

Published : Apr 19, 2019, 8:31 PM IST

Updated : Apr 20, 2019, 12:06 AM IST

কাঁকসা, 19 এপ্রিল : পথসভা চলকালীন BJP কর্মীদের উপর আক্রমণ । আহত সাত থেকে আট জন BJP কর্মী । অভিযোগের তির তৃণমূলের দিকে । রক্তাক্ত অবস্থায় আহতদের মধ্যে তিনজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । অভিযোগ, পথসভায় কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় । খবর দিলেও পুলিশ আসেনি বলে অভিযোগ BJP-র ।

আজ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে কাঁকসা থানা এলাকার গোপালপুরে BJP-র পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয় । BJP-র অভিযোগ, সেই পথসভা চলাকালীন আচমকা তাদের উপর আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বাঁশ, রড, লাঠি নিয়ে তাদের উপর হামলা চালানো হয় । ঘটনার পর থেকে বহু BJP কর্মী ঘরছাড়া বলেও দাবি করে আহত এক কর্মী । তাঁর দাবি, "পথসভার অনুমোদন থাকা সত্ত্বেও 50-60 জন এইভাবে আক্রমণ চালায় ।" আহত BJP কর্মী জয়দেব সরকার, নবকুমার দাসসহ আরও একজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি ।

দেখুন ভিডিয়ো

ঘটনা প্রসঙ্গে বাবুল বলেন, "আমি এই সবে এলাম । খবর নিচ্ছি । কী বলব বলুন নৃশংসতা চলছে । ওরা আরও হতাশ হয়ে গেছে কারণ 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে । এই ঘটনা তৃণমূলের নতুন কিছু না । এদের উত্তর মানুষই দেবে ।"

কাঁকসা, 19 এপ্রিল : পথসভা চলকালীন BJP কর্মীদের উপর আক্রমণ । আহত সাত থেকে আট জন BJP কর্মী । অভিযোগের তির তৃণমূলের দিকে । রক্তাক্ত অবস্থায় আহতদের মধ্যে তিনজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । অভিযোগ, পথসভায় কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় । খবর দিলেও পুলিশ আসেনি বলে অভিযোগ BJP-র ।

আজ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে কাঁকসা থানা এলাকার গোপালপুরে BJP-র পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয় । BJP-র অভিযোগ, সেই পথসভা চলাকালীন আচমকা তাদের উপর আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বাঁশ, রড, লাঠি নিয়ে তাদের উপর হামলা চালানো হয় । ঘটনার পর থেকে বহু BJP কর্মী ঘরছাড়া বলেও দাবি করে আহত এক কর্মী । তাঁর দাবি, "পথসভার অনুমোদন থাকা সত্ত্বেও 50-60 জন এইভাবে আক্রমণ চালায় ।" আহত BJP কর্মী জয়দেব সরকার, নবকুমার দাসসহ আরও একজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি ।

দেখুন ভিডিয়ো

ঘটনা প্রসঙ্গে বাবুল বলেন, "আমি এই সবে এলাম । খবর নিচ্ছি । কী বলব বলুন নৃশংসতা চলছে । ওরা আরও হতাশ হয়ে গেছে কারণ 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে । এই ঘটনা তৃণমূলের নতুন কিছু না । এদের উত্তর মানুষই দেবে ।"

Intro:বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে কাঁকসা থানা এলাকার গোপালপুরে পশ্চিম পাড়ায় বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। অভিযোগ সেই পথসভা চলাকালীন আচমকা তাদের উপর আক্রমণ চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। বাঁশ, রড লাঠি নিয়ে এলোপাথাড়ি আক্রমণে প্রায় 7-8 জন বিজেপি কর্মী আহত হন।তাদের মধ্যে ৩ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।। তৃণমূলের প্রায় 50-60 জন একযোগে আক্রমণ চালায় বলে অভিযোগ বিজেপি কর্মীদের। এই ঘটনার পরে বহু বিজেপি কর্মী এলাকাছাড়া বলেও জানায় আহত এক বিজেপি কর্মী।তিনি অভিযোগ করে বলেন,"" তারা পুলিশের বৈধ অনুমোদন থাকা সত্ত্বেও তাদেরকে পথসভায় এইভাবে আক্রমণ চালানো হলো।"" খবর পাওয়ার বহুক্ষণ পরে কাঁকসা থানা পুলিশের দেখা মেলেনি বলেও অভিযোগ করেন রক্তাক্ত বিজেপি কর্মীরা। আহত রক্তাক্ত যে তিনজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের নাম জয়দেব সরকার নবকুমার দাস এবং রথীন এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী রক্তাক্ত অবস্থায় গোপালপুরের এখনো পর্যন্ত পড়ে আছেন বলে জানান বিজেপির নেতারা। বিজেপির এই পথসভায় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা বলে অভিযোগ।Body:KpiConclusion:Kpi
Last Updated : Apr 20, 2019, 12:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.