ETV Bharat / state

যাতায়াত খরচ কমাতে লোকাল ট্রেনের দাবি বার্নপুরে

ট্রেন চালু করার দাবি জানাল বার্নপুরের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা । দিন আনা দিন খাওয়া মানুষের সাহায্য করতেই এই দাবি করেছেন বলে জানিয়েছেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অশোক রুদ্র ।

author img

By

Published : Nov 22, 2020, 4:44 PM IST

লোকাল ট্রেনের দাবি বার্নপুর স্টেশনে
লোকাল ট্রেনের দাবি বার্নপুর স্টেশনে

আসানসোল, 22 নভেম্বর : ট্রেন বন্ধ। তাই ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রুজি রোজগারের জন্য আসানসোল ও বার্নপুরে আসা সাধারণ মানুষ বিপাকে পড়েছেন । ট্রেনে যে পথ 10 টাকা ভাড়ায় যাতায়াত করতেন ঘুরপথে সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 10 গুণ । আর তাই বার্নপুর আদ্রা লোকাল ট্রেন চলাচলের দাবি জানাল তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা । সঙ্গে দিনমজুর ও সবজি বিক্রেতারা ছিলেন ।

শিল্পশহর বার্নপুর বাজারের উপর নির্ভরশীল পুরুলিয়া জেলার প্রান্তিক অঞ্চলের বহু মানুষজন । সবজি-আনাজ বিক্রি করতে প্রতিদিনই শয়ে শয়ে মানুষ ট্রেনে নামেন বার্নপুর স্টেশনে । পাশাপাশি ইস্কো কারখানায় চাকরি করতে, বা অনান্য নানান দিনমজুরের কাজ করতে আসেন বহু মানুষ । কোরোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা ।

সবজি বিক্রেতারা জানিয়েছেন, তাঁরা 10 টাকার টিকিট কেটে পুরুলিয়ার মধুকুণ্ডা, জয়চণ্ডী, রামকানালি সহ বিভিন্ন স্টেশন থেকে প্রচুর সাধারণ মানুষ রোজ আসেন । কিন্তু ট্রেন বন্ধ হওয়ায় বাইক নিয়ে ডিসেরগড় দিয়ে ঘুরপথে সবজি বিক্রি করতে আসতে হচ্ছে । প্রতিদিন বাইকে 100 টাকার তেল লাগছে । আর তাই বাধ্য হয়ে সবজির দাম বাড়াতে হচ্ছে ।

আজ সবজি বিক্রেতা ও দিনমজুরদের নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা রেল ডিভিশনের DRM-কে দাবিদাওয়া সম্বলিত শংসা পত্র দেওয়া হয় । এছাড়া বার্নপুর স্টেশনের স্টেশন ম্যানেজারকেও এই স্মারকলিপি তুলে দেওয়া হয় । আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অশোক রুদ্র ।

তিনি বলেন, "রেল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ছোটো ছোটো ব্যবসায়ীরা । যারা রেলে 350 টাকায় "মান্থলি টিকিট" কেটে যাতায়াত করতেন, এখন তাঁদের বাসে কিংবা বাইকে যাতায়াত করতে হচ্ছে । তাতে প্রায় 10 গুণ খরচ হচ্ছে । এই খরচ বহন করতে পারছেন না দিন আনা দিন খাওয়া মানুষেরা । তাই ট্রেন চালু করার দাবি জানিয়েছি আমরা ।"

আসানসোল, 22 নভেম্বর : ট্রেন বন্ধ। তাই ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রুজি রোজগারের জন্য আসানসোল ও বার্নপুরে আসা সাধারণ মানুষ বিপাকে পড়েছেন । ট্রেনে যে পথ 10 টাকা ভাড়ায় যাতায়াত করতেন ঘুরপথে সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 10 গুণ । আর তাই বার্নপুর আদ্রা লোকাল ট্রেন চলাচলের দাবি জানাল তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা । সঙ্গে দিনমজুর ও সবজি বিক্রেতারা ছিলেন ।

শিল্পশহর বার্নপুর বাজারের উপর নির্ভরশীল পুরুলিয়া জেলার প্রান্তিক অঞ্চলের বহু মানুষজন । সবজি-আনাজ বিক্রি করতে প্রতিদিনই শয়ে শয়ে মানুষ ট্রেনে নামেন বার্নপুর স্টেশনে । পাশাপাশি ইস্কো কারখানায় চাকরি করতে, বা অনান্য নানান দিনমজুরের কাজ করতে আসেন বহু মানুষ । কোরোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা ।

সবজি বিক্রেতারা জানিয়েছেন, তাঁরা 10 টাকার টিকিট কেটে পুরুলিয়ার মধুকুণ্ডা, জয়চণ্ডী, রামকানালি সহ বিভিন্ন স্টেশন থেকে প্রচুর সাধারণ মানুষ রোজ আসেন । কিন্তু ট্রেন বন্ধ হওয়ায় বাইক নিয়ে ডিসেরগড় দিয়ে ঘুরপথে সবজি বিক্রি করতে আসতে হচ্ছে । প্রতিদিন বাইকে 100 টাকার তেল লাগছে । আর তাই বাধ্য হয়ে সবজির দাম বাড়াতে হচ্ছে ।

আজ সবজি বিক্রেতা ও দিনমজুরদের নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা রেল ডিভিশনের DRM-কে দাবিদাওয়া সম্বলিত শংসা পত্র দেওয়া হয় । এছাড়া বার্নপুর স্টেশনের স্টেশন ম্যানেজারকেও এই স্মারকলিপি তুলে দেওয়া হয় । আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অশোক রুদ্র ।

তিনি বলেন, "রেল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ছোটো ছোটো ব্যবসায়ীরা । যারা রেলে 350 টাকায় "মান্থলি টিকিট" কেটে যাতায়াত করতেন, এখন তাঁদের বাসে কিংবা বাইকে যাতায়াত করতে হচ্ছে । তাতে প্রায় 10 গুণ খরচ হচ্ছে । এই খরচ বহন করতে পারছেন না দিন আনা দিন খাওয়া মানুষেরা । তাই ট্রেন চালু করার দাবি জানিয়েছি আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.