ETV Bharat / state

আসানসোলে সর্বদলীয় বৈঠক বিবেক দুবের, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি - cpim

আসানসোলে আজ সর্বদলীয় বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ।

বিবেক দুবে
author img

By

Published : Apr 27, 2019, 7:53 PM IST

Updated : Apr 27, 2019, 8:03 PM IST

আসানসোল, 27 এপ্রিল : আসানসোলে আজ সর্বদলীয় বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আসানসোলের এডিডিএ গেস্ট হাউজ়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি । দলের প্রতিনিধিদের অভিযোগ শোনেন এবং তাদের আশ্বস্ত করেন।

আজ দুপুরে আসানসোলের পোলো গ্রাউন্ডে চপারে নামেন বিবেক দুবে। সেখান থেকে গাড়িতে আসানসোলের এডিডিএ গেস্ট হাউজ়ে যান । সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা । বৈঠক শেষে CPI(M)-র প্রতিনিধি বংশগোপাল চৌধুরি বলেন, "গ্রামাঞ্চল, শহরাঞ্চল এবং খনি অঞ্চলে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি আমরা জানিয়েছি । শহরাঞ্চলে বার্নপুর, কুলটি, আসানসোল জামুড়িয়া এবং রানিগঞ্জে কিছু অতি স্পর্শকাতর বুথের কথা বলা হয়েছে পুলিশ অবজারভারকে। কিছু জায়গায় পুলিশের কাজ নিন্দনীয়। আমরা আজ লিখিতভাবেও বিষয়টি জানিয়েছি।"

এই বিষয়ে BJP-র প্রতিনিধি তাপস রায় বলেন, "প্রতিটি মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা কমিশনকে দেখতে বলা হয়েছে। ভোট কাকে দেবে, না দেবে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার । বিগত পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচনকে ঘিরে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাও আমরা জানিয়েছি । পাশাপাশি যারা নির্বাচনে গন্ডগোল করে তাদের উপর যেন নজর রাখা হয় সেই আবেদনও জানানো হয়েছে।"

দেখুন ভিডিয়ো

তৃণমূল কংগ্রেসের তরফে দীপ্তাংশু চৌধুরি বলেন, "BJP-র একজন প্রার্থী আসানসোলে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ঘুরে বেড়ায় । তার সঙ্গে আরও একজন আছে। তার নামেও FIR আছে। সেই থ্রি কোয়ার্টার পরা ভোট পাখিকে দেখা যায় । এরা নানা জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ECI-র ক্যামেরা ছিনতাই করে । গ্রামে ঢুকে মানুষদের প্রভাবিত করছে। তাঁদের একজন অবজ়ারভার নায়েক এসেছিলেন । যদি পক্ষপাতহীনভাবে কাজ করা হয়, তাহলে অবাধ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব ।"

আসানসোল, 27 এপ্রিল : আসানসোলে আজ সর্বদলীয় বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আসানসোলের এডিডিএ গেস্ট হাউজ়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি । দলের প্রতিনিধিদের অভিযোগ শোনেন এবং তাদের আশ্বস্ত করেন।

আজ দুপুরে আসানসোলের পোলো গ্রাউন্ডে চপারে নামেন বিবেক দুবে। সেখান থেকে গাড়িতে আসানসোলের এডিডিএ গেস্ট হাউজ়ে যান । সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা । বৈঠক শেষে CPI(M)-র প্রতিনিধি বংশগোপাল চৌধুরি বলেন, "গ্রামাঞ্চল, শহরাঞ্চল এবং খনি অঞ্চলে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি আমরা জানিয়েছি । শহরাঞ্চলে বার্নপুর, কুলটি, আসানসোল জামুড়িয়া এবং রানিগঞ্জে কিছু অতি স্পর্শকাতর বুথের কথা বলা হয়েছে পুলিশ অবজারভারকে। কিছু জায়গায় পুলিশের কাজ নিন্দনীয়। আমরা আজ লিখিতভাবেও বিষয়টি জানিয়েছি।"

এই বিষয়ে BJP-র প্রতিনিধি তাপস রায় বলেন, "প্রতিটি মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা কমিশনকে দেখতে বলা হয়েছে। ভোট কাকে দেবে, না দেবে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার । বিগত পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচনকে ঘিরে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাও আমরা জানিয়েছি । পাশাপাশি যারা নির্বাচনে গন্ডগোল করে তাদের উপর যেন নজর রাখা হয় সেই আবেদনও জানানো হয়েছে।"

দেখুন ভিডিয়ো

তৃণমূল কংগ্রেসের তরফে দীপ্তাংশু চৌধুরি বলেন, "BJP-র একজন প্রার্থী আসানসোলে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ঘুরে বেড়ায় । তার সঙ্গে আরও একজন আছে। তার নামেও FIR আছে। সেই থ্রি কোয়ার্টার পরা ভোট পাখিকে দেখা যায় । এরা নানা জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ECI-র ক্যামেরা ছিনতাই করে । গ্রামে ঢুকে মানুষদের প্রভাবিত করছে। তাঁদের একজন অবজ়ারভার নায়েক এসেছিলেন । যদি পক্ষপাতহীনভাবে কাজ করা হয়, তাহলে অবাধ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব ।"

sample description
Last Updated : Apr 27, 2019, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.